দেবী দুর্গার সকল মন্ত্র

Devi Durga All Mantra | দেবী দুর্গার সকল মন্ত্র

দেবী দুর্গার সকল মন্ত্র | Devi Durga All Mantra

সাধারণতঃ আমাদের দেশে তথা ভারতবর্ষের সবচেয়ে বড় পূজা হল দুর্গা পূজা। আশ্বিন শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার কল্পারম্ভ, বোধন (Devi Durga Bodhon) ও অধিবাস দিয়ে শুরু করে দশমী তিথি পর্যন্ত মায়ের পূজা হয়ে থাকে।

এই দশমী তে মায়ের বিসর্জন (Devi Durga Bisorjon) হয়ে থাকে যা অনেক জায়গায় দুষেরা (Dushera) নামে প্রচলিত।

আজকের আমরা এই আর্টিকেল এ জানব মা দুর্গার সকল মন্ত্র (All mantr of maa Durga)  যা দিয়ে মা দুর্গা কে পূজা করলে মা (Durga) সন্তুষ্ট হবেন এবং আশীর্বাদ দেবেন সকল ভক্তদেরকে।

প্রথমে নিজেকে শুদ্ধি করতে হবে সেই জন্য নিম্নোক্ত এই মন্ত্র দুটি পাঠ করলে নিজেকে শুদ্ধি করতে পারবেন। তবে তার আগে অবশ্যই শুদ্ধসনে শুদ্ধ বস্ত্রে বসে আচমন করে নেবেন।

অপবিত্র পাঠ মন্ত্র —

অপবিত্রঃ পবিত্রো বা সৰ্ব্বাবস্থাং গতোঽপি বা। যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচিঃ ।।

বিষ্ণু স্মরণ মন্ত্র —

তদ্ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরততম।  নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি । মাধব স্মরন্তি সাধব সর্ব কার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধবায় নমঃ।। (আরও জানতে এখানে ক্লিক করুন)

দুর্গা পূজার সঙ্কল্প | Durga pujar Sankalp mantra—

দক্ষিণ জানু পাতিয়া, বীরাসনে উত্তরমুখে বসিয়া তাম্রপাত্রে কুশ-তিল-ফল (হরিতকী) ও জল লইয়া বামহস্তে ধরিয়া দক্ষিণ হস্ত আচ্ছাদন পূর্বক বলিবেন।

যথা- [ নবম্যাদিকল্পে ] বিষ্ণুরোম্ তৎসৎ অদ্য সাবন অমুক মাসি সিত শুক্লে পক্ষে নবম্যাং তিথাবারভ্য মহানবমীং যাবৎ প্রত্যহম্ অমুকগোত্রঃ শ্রীঅমুকদেবশর্ম্মা সর্ব্বাপচ্ছান্তিপূৰ্ব্বক-দীর্ঘায়ুষ্ট সৰ্ব্বপাপ প্রণাশন পরমেশ্বর্য্যাতুলধনধান্য পুত্রপৌত্রাদ্যনবচ্ছিন্নসন্ততি মিত্রবর্দ্ধন শত্রুক্ষরোত্তররাজ সম্মানাদ্যভীষ্ট সিদ্ধার্থর্মমুত্র দেবীলোকপ্রাপ্তয়ে চ (শ্রীভগবদ্দুর্গাপ্রীতিকামো বা) বার্ষিক শরৎকালীন-দেবীপুরাণোক্ত বিধিনা শ্রী ভগবদ্দুর্গা পূজা কর্ম্মাহং করিষ্যে [ পরার্থে—“অমুকগোত্রস্য শ্রীঅমুকদেবশর্ম্মণঃ” বলিবেন এবং করিষ্যে স্থলে ‘করিষ্যামি’ হইবে ]

[ প্রতিপদাদি কল্পে ] “শুক্লেপক্ষে প্রতিপদি তিথাবারভ্য” ॥ [ ষষ্ঠ্যাদিকল্পে] “শুক্লেপক্ষে ষষ্ঠ্যাং তিথাবারভ্য” ॥ [ সপ্তম্যাদিকল্পে ] “শুক্লেপক্ষে সপ্তম্যাং তিথাবারভ্য” ॥ মহাষ্টম্যাদি কল্পে ] “শুক্লেপক্ষে মহাষ্টম্যং তিথাবারড্য” ॥ [ কেবল মহাষ্টমীকল্পে “শুক্লপক্ষে মহাষ্টম্যাং তিথৌ” [ কেবল মহানবমী কল্পে ] “শুক্লেপক্ষে মহানবম্যাং তিথৌ” ॥

সঙ্কল্প শেষে সেই জল ঈশান কোণে কিঞ্চিৎ ফেলিয়া পাত্রটি উপুড় করিয়া পুষ্প বা আতপ চাল বিকিরণ করিতে করিতে স্ববেদোক্ত সঙ্কল্পসূক্ত পাঠ করিবেন।

সামবেদীয় সঙ্কল্পসূক্ত— ওঁ দেবো বো দ্রবিণোদাঃ পূর্ণাং বিবষ্ট্যা সিচম্। উদ্ধা সিঞ্চধ্বমুপবা পূণধ্বমাদিদ্বো দেব ও হতে ।

যজুর্ব্বেদীয় সঙ্কল্পসূত্র— ওঁ যজ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং তদুসুপ্তস্য তথৈবেতি। দূরং গমং জ্যোতিষাং জ্যোতিরেকম্। তন্মে মনঃ শিব সঙ্কল্পমস্তু।

ঋবেদীয় সঙ্কল্পসূত্র— ওঁ যা গুং গূরা সিনীবালী যা রাকা যা সরস্বতী। ইন্দ্রাণীমহব উতয়ে বরুণানীং স্বস্তয়ে।

চণ্ডীপাঠ সঙ্কল্প | Durga Puja Chandi Path Sankalp—

চণ্ডীপাঠক স্বয়ং আচমন, বিষ্ণুস্মরণাদি করিয়া সঙ্কল্প করিবেন। [ নবম্যাদিকল্পে ] বিষ্ণুৱোঁ তৎসদদ্য অমুক মাসি শুক্ল পক্ষে নবম্যাং তিথাবারভ্য মহানবমীং যাবৎ অমুকগোত্রঃ শ্রীঅমুকদেবশর্ম্মা

Maa Durga
Maa Durga

(পরার্থে-অমুকগোত্রস্য শ্রীঅমুকদেবশর্ম্মণঃ দাসঃ বা মৎসঙ্কল্পিত-বার্ষিক-শরৎকালীনদুর্গামহাপূজায়াং সৰ্ব্ববিঘ্নোপশমনপুর্ব্বকম্ অতুলধনধান্যসুতান্বিতত্বকামঃ (শ্রীদুর্গাপ্রীতিকামো বা শ্রীকৃষ্ণদ্বৈপায়নাভিধান মহর্ষিবেদব্যাসপ্রোক্ত-জয়াখ্য মার্কণ্ডেয়পুরাণান্তর্গত—“সাবণিঃ সূর্যতনয়ঃ” ইত্যারভ্যঃ “সাবণির্ভবিতা মনুঃ” ইত্যন্তং দেবীমাহাত্ম্যস্য পঞ্চদশকৃত্বঃ পাঠকৰ্ম্মাহং করিষ্যে (পরার্থে—করিষ্যামি)।

[ প্রতিপদাদিকল্পে ] পঞ্চদশকৃত্বঃ স্থলে “নবকৃত্বঃ”, [ ষষ্ঠ্যাদিকল্পে, সপ্তম্যাদিকল্পে ] “ত্রিঃ কৃত্ব”, (মহাষ্টম্যাদি কেবলমহাষ্টমী, কেবলমহানবমীকল্পে) সকৃৎ’ বলিবেন। অতঃপর চণ্ডীর পূজান্তে প্রত্যহ চণ্ডীপাঠ করিবেন।

সঙ্কল্প শেষে সেই জল ঈশান কোণে কিঞ্চিৎ ফেলিয়া পাত্রটি উপুড় করিয়া পুষ্প বা আতপ চাল বিকিরণ করিতে করিতে উপরি উক্ত স্ববেদোক্ত সঙ্কল্পসূক্ত পাঠ করিবেন।

দেবী দুর্গার ধ্যান মন্ত্র | Durga dhyan mantra-

ওঁ জটাজুটসমাযুক্তা-মৰ্দ্ধেন্দুকৃতশেখরাম্। লোচনত্রয়সংযুক্তাং পূর্ণেন্দুসদৃশাননাম্ ॥ তপ্তকাঞ্চনবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম্। নবযৌবন-সম্পন্নাং সর্ব্বাভরণ-ভূষিতাম্ ৷৷

Devi Durga All Mantra

Durgar Dhyan mantra

সুচারুদশনাং দেবীং পীনোন্নত-পয়োধরাম্। ত্রিভঙ্গস্থানসংস্থানাং মহিষাসুরমদ্দিনীম্।। মৃণালায়ত-সংস্পর্শ দশবাহুসমন্বিতাম্। ত্রিশূলং দক্ষিণে ধ্যেয়ং খড়্গং চক্রং ক্রমাদধঃ৷॥

তীক্ষ্ণবাণং তথাশক্তিং দক্ষিণে সন্নিবেশয়েৎ।খেটকং পূর্ণচাপঞ্চ পাশমঙ্কুশমেব চ।। ঘণ্টাং বা পরশুং বাপি বামতঃ সন্নিবেশয়েৎ। অধস্তান্মহিষং তদ্বদ্বিশিরস্কং প্রদর্শয়ে্ত্ঠ্র্৷৷

Devi Durga All Mantra

শিরশ্ছেদোদ্ভবং বীহ্মেদ্দানবং খড়্গপাণিনম্। হৃদি শূলেন নির্ভিন্নং নিৰ্যদন্ত্ৰবিভূষিতম্ ৷৷ রক্তারক্তীকৃতাঙ্গঞ্চ রক্তবিস্ফুরিতেক্ষণম্। বেষ্টিতং নাগপাশেন ভ্রুকুটী ভীষণাননম্।।

সপাশ-বামহস্তেন ধৃতকেশঞ্চ দুর্গয়া। রমদ্রুধিরবজ্রঞ্চ দেব্যাঃ সিংহং প্ৰদৰ্শয়েত্ ॥ দেব্যাস্ত দক্ষিণং পাদং সমং সিংহোপরিস্থিতম্। কিধিদূৰ্দ্ধং তথা বাম-মঙ্গুষ্ঠং মহিষোপরি ৷৷

(প্রসন্নবদনাং দেবীং সৰ্ব্বকাম ফলপ্রদাম্। শত্রুঙ্কয়করীং দেবীং দৈত্যদানব দর্পহাং।। স্তুয়মানঞ্চ তদ্রূপ-মমরৈঃ সন্নিবেশয়েৎ। উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্ৰা চণ্ডনায়িকা ৷৷

চণ্ডা চণ্ডবর্তী চৈব চণ্ডরূপাতিচণ্ডিকা। অষ্টাভিঃ শক্তিভিস্তাভিঃ সততং পরিবেষ্টিতাম্।
চিন্তয়েজ্জগতাং ধাত্রী ধৰ্ম্মকামার্থমোক্ষদাম্।

দেবী দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র | Durga pushpanjali mantra

প্রথম মন্ত্র – ওঁ মহিষঘ্নি মহামায়া চামুন্ডে মুণ্ডমালিনী। আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে।।
ওঁ সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। উমে ব্রহ্মাণি কৌমারী বিশ্বরূপে প্রসীদ মে।।

ওঁ ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে। কালকৃত কৌশিকী ত্বং হি কাত্যায়নী নমস্তুতে।। এষ স্ব-চন্দন গন্ধ পুষ্প-বিল্বপত্রাঞ্জলি সয়ুধবাহনায়া সপরিবারায়া শ্রী শ্রী দূর্গা দেবৈ নমো নমঃ।

প্রনাম করে মা দুর্গার চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে দ্বিতীয় মন্ত্র পাঠ করবেন।

Devi Durga All Mantra
Durga Puspanjali Mantra
দেবী দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র | Durga Puspanjali Mantra

দ্বিতীয় মন্ত্র – ওঁ প্রচন্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে। কুলদ্যোতকরে চোগ্রে জবাব দেহি নমোহস্তুতে।
ওঁ রুদ্রচন্ডে প্রচন্ডাসি প্রচণ্ডগণ নাশিনী। রক্ষ মাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে।। এষ স্ব-চন্দন গন্ধ পুষ্প-বিল্বপত্রাঞ্জলি সয়ুধবাহনায়া সপরিবারায়া শ্রী শ্রী দূর্গা দেবৈ নমো নমঃ।

প্রনাম করে মা দুর্গার চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে তৃতীয় মন্ত্র পাঠ করবেন।

Devi Durga All Mantra

তৃতীয় মন্ত্র – ওঁ দুর্গোত্তারিনি দুর্গে ত্বং সর্বা শুভ বিনাশিনী। ধর্মার্থ কামোক্ষায় নিত্যং মে বরদা ভব।‌
ওঁ প্রচন্ডে চন্ড মুন্ডারে মুণ্ডমালা বিভূষিতে। ওঁ নমস্তুভ্যং নিশূম্ভারে শুম্ভভীষণ কারিণী।।

ওঁ দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে। মহিষাসৃঙ মদোন্মত্তে প্রনোতস্মি প্রসীদ মে।। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনি। গুনাশ্রয়ে গুণময়ে নারায়নী নমস্তুতে।। এষ স্ব-চন্দন গন্ধ পুষ্প-বিল্বপত্রাঞ্জলি সয়ুধবাহনায়া সপরিবারায়া শ্রী শ্রী দূর্গা দেবৈ নমো নমঃ।

এইভাবে মা দুর্গার চরণে বা ঘটে তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং তারপর মা দুর্গার প্রনাম মন্ত্র পাঠ করবেন। দেবী দুর্গার সম্পূর্ণ পুষ্পাঞ্জলির নিয়ম ও মন্ত্র জানতে এখানে ক্লিক করুন বা উপরের চিবিতে ক্লিক করুন।

শ্রী শ্রী মা দুর্গার প্রণাম মন্ত্র | Durga Pranam mantra

ওঁ সৰ্ব্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্ব্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তু তে ৷৷

দুর্গা গায়ত্রী মন্ত্র | Durga Gayatri Mantra –

মহাদৈব্যে বিশ্বহে দুর্গায়ৈ ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াৎ।।

শ্রী দুর্গাস্টক স্তোত্রম | Durgastak Stotram

ওম্ নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে। নমস্তে জগদ্বন্দ্য-পাদারবিন্দে, নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে॥১॥

নমস্তে জগচ্চিন্ত্যমান-স্বরূপে, নমস্তে মহাযোগিনি জ্ঞানরূপে। নমস্তে সদানন্দরূপস্বরূপে, নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে ॥ ২॥

অনাথস্য দীনস্য ক্ষুধার্ত্তস্য, ভয়ার্ত্তস্য ভীতস্য বন্ধস্য জন্তোঃ। ত্বমেকা গতিদেবি নিস্তারদাত্রী, নমস্তে জগত্তাৱিণি ত্রাহি দুর্গে ॥ ৩॥অরণ্যে রণে দারুণে শত্রুমধ্যে, ইনলে সাগরে প্রান্তরে রাজগেহে। ত্বমেকা গতিৰ্দ্দেবি নিস্তারহেতু, নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে॥৪॥

অপারে মহাদুস্তরে হত্যন্তঘোরে, বিপৎসাগরে মজ্জতাং মানবানাম্। ত্বমেকা গতিৰ্দ্দেবি নিস্তারনৌকা, নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে ॥ ৫॥নমশ্চণ্ডিকে চণ্ডদোর্দণ্ডলীলা-লসৎখণ্ডিতা খণ্ডলাশেষভীতে। ত্বমেকা গতির্বিঘ্নসন্দোহহন্ত্রী, নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে৷৷ ৬ ৷

Devi Durga All Mantra
Durga Sasthi Vrat Katha
Durga Sasthi Vrat Katha

ত্বমেকাজিতারাধিতা সত্যবাদিন্যমেয়াজিতা ক্রোধনাক্রোধনিষ্ঠা। ইড়া” পিঙ্গলা ত্বং সুষুম্না চ নাড়ী, নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে ॥৭॥নমো দেবি দুর্গে শিবে ভীমনাদে, সরস্বত্যরুন্ধত্যমোঘস্বরূপে। বিভূতিঃ শচী কালরাত্রিঃ সতী ত্বং নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে ॥৮॥

শরণমসি সুরাণাং সিদ্ধবিদ্যাধরাণাং। নৃপতিগৃহগতানাং ব্যাধিভিঃ পীড়িতানাম্। মুনিদনুজনরাণাং দস্যুভিস্ত্রাসীতানাম্‌। ত্বমসি শরণমেকা দেবি দুর্গে প্ৰসীদ৷৷ ৯॥

ইদং স্তোত্রং ময়া প্রোক্তমাপদুদ্ধার হেতুকম্। ত্রিসন্ধ্যমেক-সন্ধ্যং বা পঠনাদের সঙ্কটাৎ। মুচ্যতে নাত্র সন্দোহো ভুবি স্বর্গে রসাতলে ৷৷ ১০॥

সমস্তং শ্লোকমেকং বা যঃ পঠেদ ভক্তিতঃ সদা। সৰ্ব্বদুষ্কৃতিংতীত্ত্বা প্রাপ্নোতি পরমাং গতিম্ ॥১১৷ পঠনাদস্য দেবেশ কিং ন সিধ্যতি ভূতলে ৷৷ ১২॥ ইতি শ্রীবিশ্বসারতন্ত্রে আপদুদ্ধারকল্পে শ্রীদুর্গাষ্টকস্তোত্রং সমাপ্তম্।

শ্রী শ্রী দুর্গাস্তোত্রম্ | Durga Stotram —

ওঁ ঐং দুর্গাং শিবাং শান্তিকরীং ব্রহ্মাণীং ব্রহ্মণঃ প্রিয়াম্। সৰ্ব্বলোকপ্রণেত্রীঞ্চ প্রণমামি সদাশিবাং ॥ মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাম্। বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহম্ ॥

সৰ্ব্বদেবময়ীং দেবীং সৰ্ব্বলোকভয়াপহাম্। ব্রহ্মেশ বিষ্ণুনমিতাং প্রণমামি সদা উমাম্ ॥ বিন্ধ্যস্থাং বিন্ধ্যনিলয়াং দিব্যস্থাননিবাসিনীম্। যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমাম্যহম্ ॥

ঈশানমাতরং দেবীমীশ্বরীমীশ্বরপ্রিয়াম্। প্রণতোহস্মি সদা দুর্গাং সংসারার্ণবতারিণীম্ ॥ য ইদং পঠতি স্তোত্রং শৃণুয়াদ বাপি যো নরঃ। স মুক্তঃ সৰ্ব্বপাপেভ্যো মোদতে দুর্গয়া সহ ॥

ওঁ আয়ুৰ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে। পুত্রান্ দেহি ধনং দেহি সৰ্ব্বান্ কামাংশ্চ দেহি মে। প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে। কুলদ্যোতকরে চোগ্রে জয়ং দেহি নমোহস্তুতে ॥

‘রুদ্রচণ্ডে প্রচণ্ডাসি প্রচণ্ডবলশালিনী। রক্ষ মাং সর্ব্বতো দেবী বিশ্বেশ্বরি নমোহস্তুতে ॥ দুর্গোত্তারিণী দুর্গে ত্বং সর্ব্বাশুভ নিবারিণী। ধর্মার্থমোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব ৷।

দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্করপ্রিয়ে। মহিষাসৃঙ্ মদোন্মত্তে প্রণতোহস্মি প্রসীদ মে ॥ হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখং। হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে ।।

কালি কালি মহাকালি কালিকে পাপহারিণী। ধর্মকামপ্রদে দেবি নারায়ণি নমোহস্তুতে ॥ সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে। ধর্মকামার্থ সম্পত্তিং দেহি দেবি নমোহস্তুতে ॥

Devi Durga All Mantra
শ্রীশ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম। Durga Ashtottara Shatnam Bengali
শ্রীশ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম। Durga Ashtottara Shatnam Bengali

মহিষঘ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী। আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবি নমোহস্তুতে ॥ আয়ুর্দদাতু মে কালি পুত্রান্ দেহি সদাশিবে। ধনং দেহি মহামায়ে নারসিংহী যশো মম ॥

শিরো মে চণ্ডিকা পাতু কণ্ঠং পাতু মহেশ্বরী। হৃদয়ং পাতু চামুণ্ডা সৰ্ব্বতঃ পাতু কালিকা ॥ আন্ধাং কুষ্ঠঞ্চ দারিদ্র্যং রোগ শোকঞ্চ দারুণং। বন্ধুস্বজন-বৈরাগ্যং দুর্গে ত্বং হর দুর্গতিং ॥

রাজ্যং তস্য প্রতিষ্ঠা চ লক্ষ্মীস্তস্য সদা স্থিরা। প্রভুত্বং তস্য সামর্থ্যং যস্য ত্বং মস্তকোপরি ॥ ধন্যোঽহং কৃতকৃত্যোঽহং সফলং জীবিতং মম। আগতাসি যতো দুর্গে মাহেশ্বরী মামলয়ং ॥

অর্ঘ্যং পুষ্পঞ্চ নৈবেদ্যং মাল্যং মলয়বাসিনী। গৃহাণ বরদে দেবি কল্যাণং কুরু মে সদা ৷৷ ও কৃতা পূজা ময়া ভক্ত্যা নবদুর্গে সুরার্চিতে। ভুক্তা ভোগান্ বরং দত্ত্বা কুরু ক্রীড়াং যথাসুখং ৷৷

Devi Durga All Mantra

ওঁ মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং মহেশ্বরি। যদর্চিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে ॥ গ্রহীতুং শারদীং পূজাং মর্ত্যমণ্ডল সংস্থিতাং । চণ্ডিকে ত্বাং নমাম্যদ্য স্বয়মর্থ্যাদি গৃহ্যতাং ॥

কায়েন মনসা বাচা তত্ত্বো নান্যা গতিমর্ম । অন্তশ্চারেণ ভূতানাং দ্রষ্টী ত্বং পরমেশ্বরি ॥ ওঁ সৰ্ব্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তুতে ॥

দেবী দুর্গার বীজ মন্ত্র

ওঁ দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা, ওঁং হ্রীং দুং দুর্গায়ৈ নমঃ।

শান্তিমন্ত্ৰ—

ওঁ ঋচং বাচং প্রপদ্যে, মনো যজুঃ প্রপদ্যে, সামপ্রাণং প্রপদ্যে, চক্ষুঃ শ্রোত্রং প্রপদ্যে, রাগো যঃ সহজো ময়ি, প্রাণাপানৌ যন্মে ছিদ্রং চক্ষুষো হৃদয়স্য ব্যতিতীর্ণং বৃহস্পতিৰ্ম্মে দধাতু শন্নো ভবতু ভুবনস্য যস্পতিঃ।

ওঁ স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তিনস্তার্নোঽরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতিৰ্দ্দদাতু ৷৷ ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ৷৷

অন্তরীক্ষঃ শান্তিঃ, বনস্পতয়ঃ শান্তিঃ, ওষধয় শান্তিঃ, সর্ববা রোগাদি পচ্ছান্তি শান্তি, গ্রাহপীড়দি শান্তি, শান্তিরেব শান্তিঃ। ওম্ শান্তিঃ ওম্ শান্তিঃ ওম্ শান্তিঃ।

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

Scroll to Top
Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ