শ্রী বিষ্ণু ষোড়শনামস্তোত্র Vishnu Stotram

Vishnu Stotram

শ্রী বিষ্ণু ষোড়শনামস্তোত্র – Vishnu Stotram

ভগবান শ্রী বিষ্ণুর এই ষোড়শনাম স্তোত্রম্ টি সকালে, মধ্যহ্ণে এবং সন্ধ্যাকালে পাঠ করলে সর্ব্বপাপ থেকে মুক্তি পেতে পারেন এবং বিষ্ণুলোক প্রাপ্ত করবেন।

ভগবান শ্রী বিষ্ণুর পূজা কালে বা শালগ্রাম শিলায় পূজার পর এই স্তোত্রম্ টি পাঠ করবেন।

শ্রী বিষ্ণু ষোড়শনামস্তোত্র

ওঁ ঔষধে চিন্তয়েদ্ বিষ্ণুং ভোজনে চ জনার্দন। শয়নে পদ্মনাভঞ্চ বিবাহে চ প্রজাপতিম্।। ১ ।।

যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে চ ত্রিবিক্রমম্। নারায়ণং তনু ত্যাগে শ্রীধরং প্রিয়সঙ্গমে।। ২ ।।

দুঃস্বপ্নে স্মর গোবিন্দং সঙ্কটে মধুসূদনম্। কাননে নরসিংহঞ্চ পাবকে জলশায়িনম্।। ৩।।

জলমধ্যে বরাহঞ্চ পর্ব্বতে রঘুনন্দনম্।। গমনে বামনঞ্চৈব সর্ব্বকর্যেষু মাধবম্।। ৪।।

ষোরশৈতানি নামানি প্রারুথ্থায় যঃ পঠেৎ। সর্ব্বপাপবিনির্মুক্তো বিষ্ণুলোকে মহীয়তে।। ৫।।

ইতি শ্রীবিষ্ণোঃ ষোড়শনামস্তোত্রং সমাপ্তম্।

স্তোত্রম্ টি পাঠ হয়ে গেলে শ্রী বিষ্ণু ভগবানকে প্রনাম করবেন। 

শ্রী বিষ্ণুর প্রনাম মন্ত্র

ওঁ নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণ হিতায় চ।
জগদ্ধিতায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।।

তারপর শ্রী বিষ্ণুর প্রার্থনা মন্ত্র পাঠ করুন।

আরও পড়ুন –

তুলসীর প্রনাম মন্ত্র,

গঙ্গার প্রনাম মন্ত্র

ভারত শাস্ত্রের সমস্ত আপডেট এখন টেলিগ্রামে। (Join Telegram)

                  

 

Scroll to Top
Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ