শ্রীশ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম

শ্রীশ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম। Durga Ashtottara Shatnam Bengali

শ্রীশ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম। Durga Ashtottara Shatnam Bengali

দেবীর আবাহন। –

এসো মাতা গৃহে বসো গণেশ জননী। অবস্থান কর মাগো শান্তি প্রদায়িনী।। মোর গৃহে কর বাস দুঃখ বিনাশিনী। অধম সন্তানে যেন ভুলোনা জননী।। সকল বিপদে রক্ষা কর মা জননী।

কি দিয়ে পূজিব তব শিব শিমন্তিনী।। বাঁধিব ভক্তির ডোরে সৌভাগ্যদায়িনী। ত্রিভূবন পূজ্যা তুমি হও মা তারিনী। জানি না ভকতি স্তুতি আমি মূঢ়মতি। তুমি বিনা কেহ নাই অগতির গতি।।

বিপদে দাসীরে যদি রক্ষা নাহি কর। কেন তবে জগৎ জননী নাম ধর।। কুপুত্র যদ্যপি হয় শিবের শিবাণী। কুমাতা কখনো নয় শাস্ত্রে ইহা শুনি।করজোড়ে দাসী তব করে আবাহন। কৃষ্ণা কহে তব পদে থাকে যেন মন ।।

শ্রীশ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম | Durga Ashtottara Shatnam

ভক্তগণ ডাকে তব বলি মা শঙ্করী। ১। নাম তব দেবগণ দেন সুরেশ্বরী।। ২। শ্রীমন্ত রাখিল নাম কল্যানী কমলে। ৩ গায়ত্রী নামে মাতা থাকহ পাতালে।। 8। মহোদরী মহারাত্রি কর মোরে দয়া। ৫। মহাদেবপ্রিয়া তুমি কৃত্তিবাস প্রিয়া।। ৬। মাতঙ্গী নামে তোমা ডাকয়ে সকলে। ৭। মহেশ নিকটে তুমি হইলে বগলে।। ৮।

পণ্ডিতগণ বলেন কপাল মালিকে। ৯। করালবদনী কৃপা কর মা কালিকে।। ১০। পবন রাখিল নাম ভূবন ঈশ্বরী। ১১। রাজগণ নাম দিল রাজ রাজেশ্বরী।। ১২। দয়া কর দয়াময়ী ত্রিদিব জননী। ১৩। নাম দিল নিশাপতি কাল করালিনী।। ১৪

বিশ্ববাসী বলে উমা জগৎ জননী। ১৫। নাম দিল সখীগণ মহেশগৃহিনী।। ১৬। তবু নাম কংসধামে দিল মহামায়া। ১৭। কালজায়া হেতু নাম দিল কালজয়া।। ১৮। যমরায় কহে তোমা কৃতান্ত দলনী। ১৯। ভক্তবৃন্দ বলে সদা দেবী কাত্যায়নী।। ২০। নারায়ণ নাম রাখে সৰ্ব্ববিশোদরী। ২১।

শুভকার্য্যে সকলেই কহে শুভঙ্করী।। ২২।দেবলোকে নাম তব হইল উৰ্ব্বশী। ২৩। কুমারী রূপেতে তুমি হইলে ষোড়শী।। ২৪। কেহ বলে ক্ষান্তিক্ষেম দেবী ক্ষেমঙ্করী। ২৫। মহিষমদিনী নাম দিল অসুরারি।। ৬। ছিন্নমস্তা নামে নিজ শিরছিন্ন কর। ২৭।

Durga Ashtottara Shatnam

দৈত্যদর্প নিসৃদিনা তব নাম ধর।। ২৮। দেবদেবীগণে বলে বিরিঞ্চি নন্দিনী। ২৯।  পাপীগণ কহে দেবী পাপবিনাশিনী।। ৩০। দেবী দিগম্বরী নাম কহিলেন সবে। ৩১। দেবী দুর্গে তারি তাই নাম হয় শিবে।। ৩২। অপরাজিতা নাম ছিল যতেক ব্রাহ্মণ। ৩৩। উগ্রচণ্ডা নাম দিল, পবন নন্দন।। ৩৪।

ঈশ্বরী তোমার নাম দিল দিণমনি।। ৩৫। গণপতি মাতা তেঁই গণেশ জননী।। ৩৬। জগতের যত জন দুর্গা নামে জানে। ৩৭। প্রচলিত দুর্গা নাম এতিন ভূবনে।। ৩৮। এক নাম হয় তব সুখদা অন্নদা। ৩৯। মৃগেশ বাহিনী শিব কহিছেন সদা।। ৪০। মহেশের ঘরে থাকে মহেশ ভাবিনী। ৪৭। কালিকে কালিকা শ্যামা কহেন ইন্দ্রানী।। ৪২। সুরেশ বন্দিনী বামা কামাখ্যা রুদ্রাণী। ৪৩। বৃন্দাদূতী নাম রাখে হরা হররাণী। ৪৪।

উদ্ধব কহিল তোমা শমন ত্রাসিনী। ৪৫ দেবগণ কহে সবে অরিষ্ট নাশিনী।। ৪৬। তব নাম দাক্ষায়নী রাখে সরস্বতী। ৪৭। হিমাচলে নাম তব হইল পাৰ্ব্বতী।। ৪৮। দুৰ্ব্বাসা রাখিল নাম মৃগাঙ্ক আননী। ৪৯। প্রিয়ঙ্করী এক নাম রাখে দেবমণি।। ৫০। শঙ্করী সুন্দরী নামে কহে মন্দোদরী। ৫১। শিব সাথে বিরাজিতা শিব সহচরী।। ৫২। শিবদারা এক নাম রাখে স্বর্গপুরী। ৫৩।

শান্তিদানে নাম তব হয় কান্তিকরী।। ৫৪। শুভঙ্করী শুভকার্য্যে হও কপালিনী। ৫৫। \সবে বলে ওমা তারা ত্রিলোকতারিনী।। ৫৬ । কেহ কেহ বলে তোমা শ্রীদুর্গা ঈশানী। ৫৭। ইন্দ্রপুরে সকলেই কহে যে ইন্দ্ৰাণী।। ৫৮। ভবের ঘরনী মাতা অগতির গতি। ৫৯। সর্ব্বানী আর নাম রাখে রাধাপতি।। ৬০। জগত্তারিনী নাম রাখে বিশ্বপতি। ৬১। সৰ্ব্বসুখদাত্রী তাই তুমি ভগবতী।। ৬২।

পূর্ণ ছিলে অন্নে যাবে অন্নপূর্ণা নাম। ৬৩। তব নাম মহেশ্বরী রাখেন শ্রীরাম।। ৬৪। প্রকৃতির অংশজাতা ব্ৰহ্মাণ্ড জননী। ৬৫। শিব অলক্ষ্মী তুমি শিবের শিবানী। ৬৬। অসংখ্য প্রণাম তব সত্যসনাতনী। ৬৭। কৃপা কর এ দাসের তুমি মা ভবানী।। ৬৮। চণ্ডী নাম হয় তব চণ্ডীমণ্ডপে। ৬৯। নাম দিল এলোকেশী নহুষাদি ভূপে।। ৭০।

মায়া মহোদরী নাম রাখিল অর্যমা। ৭১। গঙ্গা রাখিলেন মহেশ্বরী হররমা।। ৭২। মুণিগন নাম রাখে সর্ব্বদা সারদা। ৭৩। বালখিল্য নাম তাই দিলেন বরদা।। ৭৪। ভীমা বলি ডাকিলেন ক্রোধী জহ্নুমুনি। ৭৫। প্রহ্লাদে রাখে নাম গিরিশ নন্দিনী।। ৭৬। রাখালে রাখে নাম গোমাতা গৌরী। ৭৭। রাখিল গান্ধারী নাম গোপেশ কুমারী।। ৭৮।

Durga Ashtottara Shatnam
Book purohit for Kali puja
কালী পূজায় পুরোহিত বুক করুন।

গিরীন্দ্র নন্দিনী নাম দিল ব্রজেশ্বরী। ৭৯। কেহ বা বলেন তোমা ভবের কৌমারী।। ৮০। আর এক নাম তব গজেন্দ্র জননী। ৮১। বিশ্বামিত্র নাম রাখে গোবিন্দ ভগিনী ।। ৮২। দেবকী রাখিল নাম যোগেশ যোগিনী। ৮৩। রৈবতক মুণি বলে পরা পরায়নী।। ৮৪। দেবী দাক্ষায়নী দক্ষ যজ্ঞ বিনাশিনী। ৮৫।

শিবা শাকম্ভরী নাম রাখে ঔর্ধ্বমুণি।। ৮৬। ত্রিজগৎ দুঃখ নাশি ত্রিতাপহারিনী। ৮৭। কহে তোমা নরগণ ভবেতে ভবানী।। ৮৮ কেহ বা বলিতেছে এসো মা ব্রহ্মানী। ৮৯ আর এক নাম তব কালী কপালিনী।। ৯০। শিব সাথে সততই শিব নিতম্বিনী। ৯১। অরি বিনাশিনী তুমি অরিষ্টস্তম্ভিনী।। ৯২। ভরনী ভাবিনী তুমি ভব মনোহরা। ৯৩ কৌমারী অপর নাম তব শিবকরা।। ৯৪। ছায়াবতী নাম তবে অর্পণা রাখিল। ৯৫।

অন্নদা বলিয়া নাম অন্নদা যে দিল।। ৯৬। সৰ্ব্বসিদ্ধিদাত্রী নাম ভৃগুমুণি রাখে। ৯৭। আয়ান কহিল নাম নৃমুণ্ডমালিকে।। ৯৮। আর এক নাম হয় দেবী প্রমোথিনী। ৯৯। জয়া নাম রাখিলেন সঙ্গের সঙ্গিনী।। ১০০ মহাকালী নাম দিল বিন্ধ্য নৃপমণি। ১০১। দানব দলনী মাতা বৈষ্ণবী জুম্ভিনী।। ১০২। পাতালেতে ছিল দেবী নাম ভদ্রকালী। ১০৩। গিরিরাজ গৃহে তুমি মেনকা দুলালী ।। ১০৪।

কামদেব নাম রাখে মন্মথমোহিনী। ১০৫। জগৎ বিখ্যাত তব নাম নারায়ণী।। ১০৬। চামুণ্ডে চণ্ডিকা নামে ত্রিভূবণে খ্যাত। ১০৭। দুর্গতিনাশিনী নাম জগতে বিখ্যাত।। ১০৮। ভক্তি ভরে তব পদ করিয়া স্মরণ। দীনা কৃষ্ণা দাসী কহে নাম সংকীর্তন।।

Durga Ashtottara Shatnam

Durga Stotram Bengali

এই নাম যেই নর করিবে পঠন। অবশ্যই হবে তার দুর্গতি মোচন।। এই গ্রন্থ যার ঘরে রহে বিদ্যমান। শ্রীদুর্গার বরে তার পূর্ণ মনস্কাম।। যাত্রাকালে দুর্গা বলি স্মরে যেইজন। তাদের সম্মানে মাতা দেন পদছায়া।। যেই জন এক মনে দুর্গা নাম ডাকে। শত্রু ভয় নাহি তার রক্ষা কর তাকে।।

দুর্গা নামে দুঃখ নাশ শাস্ত্র মধ্যে কয়।সৰ্ব্বকাৰ্য্যে জয়ী তিনি অবশ্যই হন।।নমো দেবী মহামায়া ত্রিদিব জননী। নমো মাতা চন্ডীদেবী জগৎ তারিণী।। পৃথিবীর নারী মাত্র অংশ মহামায়া। জনম মরণ নাশে দুর যম ভয়।। নমো দেবী দুর্গামাতা কাল-নিবারিণী। মহাকাল মনোহরা মহিষমৰ্দ্দিনী।।

নমো মাতা দুঃখহারী স্কন্দমাতৃ-ভীমা। কহিতে না পারি মাতা তোমার মহিমা ।। মহামায়ার গুণবার্তা দিতে নারি সীমা। এ দাসীরে কৃপা কর ওহে হররমাণ

দেবী দুর্গার অষ্টোত্তর শতনাম(Durga Ashtottara Shatnam) শ্রবণের ফলাফল –

অষ্টোত্তর শতনাম শ্রবণের ফল। বর্ণনা করিব এবে শুনহ সকল।। অঙ্গন্যাস করি ভক্ত যদি একবার। পূরিয়া দেবীর পদ ভকত প্রবর।। অষ্টোত্তর শতনাম করেন পঠন। অবশ্য তাহার হয় বৈকুণ্ঠে গমন।। উপসর্গ শান্তি তরে পাঠ তিনবার। গ্রহদোষ শান্তি হয় পাঠে পঞ্চবার।। মহাভয়ে সপ্তবার নববারে হয়। বাজপেয় যজ্ঞলাভ জানিও নিশ্চয়।। বশীভূত হয় নৃপ একাদশ পাঠে। তবে ষড়ৈশ্বর্য্যলাভ ফলিবে ললাটে।।

পাঠে অষ্টাবৃত্তি নর সিদ্ধকাম হয়। তার শত্রুনাশ হয় জানিবে নিশ্চয়।। চৌদ্দবার পাঠ কৈলে অবশ্য জানিবে। অজিত বৈরী দুষ্টাবধূ বশ হবে।। পঞ্চদশ বার পাঠে মিত্র হয় নর। সম্পদ লভিবে সেই ভকত প্রবর।। কলাবৃত্তি পাঠে লাভ ঘটিবে নিশ্চয়।.

পুত্র পৌত্র ধনরত্ন সুখ সমুদয়।। সপ্তদশা বৃত্তি পাঠে গত রাজভয়। শত্রু উচ্চাটন অষ্টদশাবৃত্তে হয়। দুষ্টব্রণ থেকে মুক্ত বিংশাবৃত্তিপাঠে। শতনাম ফল তার নিশ্চই প্রকাশে।। কারামুক্তি ঘটে যায় পঞ্চবিংশ পাঠে। দুরারোগ্য রোগমুক্তি তরিবে সঙ্কটে।। জাতিধ্বংস কুলনাশ আয়ুক্ষয় হতে। ধনক্ষয় ধননাশ ত্রিপ্রকার সম্পাতে।।শতাবধি শতনাম জপিলে নিশ্চয়। মুক্তিলাভ সিদ্ধি হয় চিদানন্দময়।। প্রার্থনা অধীনার শুন ওহে শিব সতী। এ দীনা কৃষ্ণা দাসী চাহে পদে মতি।।

আরও পড়ুন: মা দুর্গার পুষ্পাঞ্জলী মন্ত্র : Durga Puspanjali Mantra

ভারত শাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে পেয়ে যাবেন। এখনি যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্য়ানেলে । টেলিগ্রামে যুক্ত হতে এখানে ক্লিক করুন (Join Telegram)

 

 

Scroll to Top
Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ