শ্রী হরির পার্শ্ব পরিবর্তন

Shri Hari Parshwa Ekadashi

শ্রী হরির পার্শ্ব পরিবর্তন | Shri Hari Parshwa Ekadashi

শ্রবণা নক্ষত্র যুক্ত ভাদ্র শুক্ল পক্ষের একাদশী তিথিকে পার্শ্ব একাদশী (Parshwa Ekadashi) বলে। কারণ সেইদিন শ্রী হরি জগন্নাথ দেব (Jagannath) পাশ ফেরেন।

কিন্তু শ্রী হরির পার্শ্ব পরিবর্তন করাতে হয় ঐ দিন দ্বাদশীর সন্ধ্যার সময় শ্রীহরির পার্শ্বপরিবর্তন করাইতে হয়। তদভাবে একাদশী, ত্রয়োদশী, চতুৰ্দ্দশী, পূর্ণিমাতে শ্রবণার মধ্যপাদ যোগে পার্শ্বপরিবর্তন হইয়া থাকে।

তদভাবে কেবল দ্বাদশীর সন্ধ্যার সময় হয়। সন্ধ্যার সময় স্বস্তিবাচনাদি করিয়া গণেশাদি দেবতাগণকে পূজা করতঃ শ্রীনারায়ণ মূর্ত্তিকে জলাশয় সমীপে লইয়া গিয়া যথাসম্ভব উপচারাদি দ্বারা পূজা করিবে।

স্থান বিশেষে বা কুলাচার-বিশেষে গৃহেও পূজা হইয়া থাকে। পূজান্তে জপাদি করিয়া নিম্ন মন্ত্র পাঠপূৰ্ব্বক দেবতাকে পুষ্পাঞ্জলি দিবে।

যথা—ওঁ বাসুদেব জগন্নাথ প্রাপ্তেয়ং দ্বাদশী তব। পার্শ্বেন পরিবর্ত্তস্ব সুখং স্বপিহি মাধ৷৷ ওঁ ত্বয়ি সুপ্তে জগন্নাথ জগৎ সুপ্তং ভবেদিদম্। বিরুদ্ধে ত্বরি বুধ্যেত জগৎ সর্ব্বং চরাচরম্।

তৎপরে লক্ষ্মী ও সরস্বতীর পূজা করিয়া নিম্ন মন্ত্র পাঠপূর্ব্বক দেবতাকে শয়ন করাইবে। মন্ত্ৰ যথা— ওঁ দেবদেব জগন্নাথ যোগিগময় নিরঞ্জন। কটাদানং কুরুম্বাদ্য মাসি ভাদ্রপদে শুভে৷৷

অনন্তর নাম সংকীর্ত্তন করিয়া শ্রী হরি জগন্নাথ দেবকে (Jagannath) মন্দিরে আনয়ন করিয়া, দক্ষিণা ও দান প্রভৃতি করিবে।

আরও পড়ুন: শ্রীশ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

 

Scroll to Top
Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ