দুর্গা পূজায় দেবী দূর্গা স্তুতি মন্ত্র পাঠ করুন

দেবী দূর্গা স্তুতি মন্ত্র । Devi Durga Stuti mantra

দেবী দূর্গা স্তুতি মন্ত্র । Devi Durga Stuti mantra

সাধারণতঃ আমাদের দেশে তথা ভারতবর্ষের সবচেয়ে বড় পূজা হল দুর্গা পূজা। আশ্বিন শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার কল্পারম্ভ, বোধন (Devi Durga Bodhon) ও অধিবাস দিয়ে শুরু করে দশমী তিথি পর্যন্ত মায়ের পূজা হয়ে থাকে।

এই দশমী তে মায়ের বিসর্জন (Devi Durga Bisorjon) হয়ে থাকে যা অনেক জায়গায় দুষেরা (Dushera) নামে প্রচলিত।

ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমই ও দশমী প্রতিদিন মা দুর্গা র পূজার শেষে স্তব স্তোত্রম অষ্টোত্তর শতনাম ও স্তুতি পাঠ করতে হয়।

আজকের আমরা জানব মা দুর্গার স্তুতি মন্ত্র। এই মন্ত্র পাঠে মা (দুর্গা) অনেক সন্তুষ্ট হন।

দূর্গা স্তুতি | Devi Durga Stuti mantra –

ওঁ আয়ুৰ্দ্দেহি যশো দেহি ভাগ্যং দেহি ভবতি মে। পুত্রান দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাংশ্চ দেহি মে।। ওঁ ভগবতি ভয়োচ্ছোস ভবভাবিনি কামদে। শঙ্করি কৌশিকি ত্বং হি কাত্যায়নি নমোহস্ত তে।।

ওঁ প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে। কুলদ্যোতকরে দেবি জয়ং দেহি নমোস্তুতে।। ওঁ রুদ্রচণ্ডে প্রচণ্ডে ত্বং প্রচণ্ডবলশালিনী। রক্ষ মাং সর্ব্বতো দেবি বিশ্বেশ্বরি নমোহস্তু তে।।

ওঁ দুর্গোত্তারিণি দুর্গে ত্বং সর্ব্বাশুভনিবারিণি। ধর্মার্থমোক্ষদে দেবি নিত্যং মে বরদা ভব।। ওঁ দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্করপ্রিয়ে। মহিষাসুরমদোন্নাথে প্রণতোহস্মি প্রসীদ মে।।

ওঁ হর পাপং হর ক্লেশং হর শোকং হরাশুভম্। হর রোগং হর ক্ষোভং হর দেবি হরপ্রিয়ে।। ওঁ কালি কালি মহাকালি কালিকে পাপহারিণি। ধর্ম্মার্থমোক্ষদে দেবি নারায়ণি নমোহস্তু তে।।

ওঁ সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে। ধৰ্ম্মকামার্থসম্পত্তিং দেহি দেবি নমোহস্তু তে।। ওঁ মহিষঘ্নি মহামারে চামুণ্ডে মুণ্ডমানিনি। আয়ুরারোগ্যবিজয়ং দেহি দেবি নমোহস্তু তে।।

আয়ুৰ্দ্দাতু মে কালি পুত্রান্ দেহি সদা শিবে। ধনং দেহি মহামায়ে নারসিংহি যশো মম।। ওঁ শিরো মে চণ্ডিকা পাতু কণ্ঠং পাতু মহেশ্বরি। হৃদয়াং পাতু চামুণ্ডা সৰ্ব্বতঃ পাতু কালিকা।।

ওঁ আন্ধ্যং কুষ্ঠঞ্চ দারিদ্র্যং রোগং শোকঞ্চ দারুণম্। বন্ধু-স্বজন-বৈরাগ্যং দুর্গে মে হর দুর্গতিম্। ও রাজ্যং তস্য প্রতিষ্ঠা চ লক্ষ্মীস্তস্য সদা স্থিরা। প্রভুত্বং তস্য সামর্থ্যং যস্য ত্বং মস্তকোপরি।।

Devi Durga Stuti mantra

ওঁ ধন্যোহহং কৃতকৃত্যোহহং সফলং জীবনং মম। আগতাসি যতো দুর্গে মাহেশ্বরি মদাশ্রমম্।। ওঁ অর্ঘ্যং পুষ্পঞ্চ নৈবেদ্য মাল্যং মলয়বাসিনি। গৃহাণ বরদে দেবি কল্যাণং কুরু মে সদা।। ওঁ কৃতা পূজা ময়া ভক্ত্যা নবদুর্গে সুরার্চ্চিতে। ভুত্ত্বা ভোগং বরং দত্ত্বা কুরু ক্রীড়াং যথাসুখম্।।

আরও পড়ুন – দেবী দুর্গার সকল মন্ত্র | Devi Durga All Mantra

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

Scroll to Top
Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ