সরস্বতী পুজার সকল মন্ত্র

Saraswati Puja All Mantra

সরস্বতী পুজার সকল মন্ত্র | Saraswati Puja All Mantra

বিদ্যার দেবী হলেন মা সরস্বতী। মাঘী শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে (Vasant Panchami) মা সরস্বতীর পূজা হয়ে থাকে। ওই দিনে সমস্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষিক শিক্ষিকা সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, ক্লাবে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতী দেবীর মুর্তি স্থাপন করে ও ঘট বসিয়ে দেবীর পূজা ও আরাধনা করেন।

আজকে আমরা জানব সরস্বতী পূজার সমস্ত মন্ত্র। যে সকল মন্ত্র দিয়ে বিদ্যার দেবী সরস্বতীর পূজা হয়ে থাকে সেই সকল মন্ত্র আমরা আজ জানব।

অপবিত্র পাঠ মন্ত্র —

অপবিত্রঃ পবিত্রো বা সৰ্ব্বাবস্থাং গতোঽপি বা। যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচিঃ ।।

বিষ্ণু স্মরণ মন্ত্র —

তদ্ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরততম।  নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি । মাধব স্মরন্তি সাধব সর্ব কার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধবায় নমঃ।। (আরও জানতে এখানে ক্লিক করুন)

সরস্বতী পূজার সংকল্প মন্ত্র —

কোশাতে বা কুশীতে কৃষ্ণতিল, হরিতকী, জল, গন্ধ, পুষ্প ও কুশের ত্রিপত্র লইয়া উত্তর বা পূৰ্ব্বমুখে আসনে বসিয়া সঙ্কল্প করিবে।

বিষ্ণুরোম্ তৎসদদ্য মাঘে মাসি মকর রাশিস্থে ভাস্করে শুক্লেপক্ষে পঞ্চম্যাং তিথৌ অমুকগোত্রঃ শ্রীঅমুকদেবশর্মা বা প্রভূত বিদ্যালাভকামঃ শ্রীসরস্বতী প্রীতকামো বা গণপত্যাদি নানাদেবতা পূজাপূর্ব্বকং মস্যাধার-লেখনীসহিত শ্রীসরস্বতী পূজনকর্মাহং করিষ্যামি (স্বার্থে করিয্যে)।

Saraswati Puja All Mantra

কুশীটির জল ঈষৎ নৈর্ঝত্ কোণে ফেলিয়া সর্ব্বসমেত কুশীটি তামার টাটে উপুড় করিয়া দিয়া একটি গন্ধপুষ্প লইয়া—এতে গন্ধপুষ্পে সঙ্কল্পসূক্তায় নমঃ বলিয়া তাহার উপর দিয়া ঘণ্টা বাজাইতে বাজাইতে স্ব-স্ব বেদোক্ত সঙ্কল্পসূক্ত পাঠ করিবে।

সামবেদীয় সঙ্কল্পসূক্ত— ওঁ দেবো বো দ্রবিণোদাঃ পূর্ণাং বিবষ্ট্যা সিচম্। উদ্ধা সিঞ্চধ্বমুপবা পূণধ্বমাদিদ্বো দেব ও হতে ।

যজুর্ব্বেদীয় সঙ্কল্পসূত্র— ওঁ যজ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং তদুসুপ্তস্য তথৈবেতি। দূরং গমং জ্যোতিষাং জ্যোতিরেকম্। তন্মে মনঃ শিব সঙ্কল্পমস্তু।

ঋবেদীয় সঙ্কল্পসূত্র— ওঁ যা গুং গূরা সিনীবালী যা রাকা যা সরস্বতী। ইন্দ্রাণীমহব উতয়ে বরুণানীং স্বস্তয়ে।

বীজ মন্ত্র —

ওম্ ঐং সরস্বতৈ নমঃ

সরস্বতীর ধ্যান মন্ত্র —

ওঁ তরুণশকল-মিন্দোবিভ্ৰতী শুভ্রকান্তিঃ, কুচভর-নমিতাঙ্গী সন্নিষণ্ণা সিতাবজে । নিজকর-কমলোদ্যল্লেখনী পুস্তকশ্ৰীঃ সকলবিভবসিদ্ধ্যৈ পাতু বাগ্দেবতা নমঃ ৷৷

সরস্বতীর প্রণাম মন্ত্র —

ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে।।

মা সরস্বতীর বন্দনা মন্ত্র —

জয়জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তা হারে । বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে।।

সরস্বতীর প্রার্থনা মন্ত্র —

ওম্ যথা ন দেবো ভগবান্ ব্রহ্মা লোকপিতামহঃ। ত্বাং পরিত্যজ্য সন্তিষ্ঠেৎ তথা ভব বরপ্রদা।। ও বেদাঃ শাস্ত্রাণি সর্ব্বাণি নৃত্যগীতাদিকঞ্চ যৎ। ন বিহীনং ত্বয়া দেবী তথা মে সন্তু সিদ্ধয়ঃ। ওঁ লক্ষ্মীৰ্ম্মেধা ধরা তুষ্টিগৌরী পুষ্টিঃ প্রভা ধৃতিঃ। এতাভিঃ পাহি তনুভিরষ্টাভিৰ্ম্মাং সরস্বতী।

Saraswati Puja All Mantra

পুষ্পাঞ্জলির মন্ত্র –

ও্ঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমঃ নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ।।

তারপর মায়ের  সকলে প্রণাম করে মায়ের ঘটের উপর পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। এই ভাবে  তিন বার সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন।

সরস্বতী কবচম্—

ব্রহ্মোবাচ। শৃণু বৎস প্রবক্ষ্যামি কবচং সৰ্ব্বকামদম্। শ্রুতিসারং শ্রুতিসুখং শ্রুত্যুক্তং শ্রুতিপূজিতম্।। উক্তং কৃষ্ণেণ গোলকে মহ্যং

” বৃন্দাবনে বনে। রামেশ্বরেণ বিভূনা রাসেন রাসমণ্ডলে।। অতীব গোপনীয়ঞ্চ কল্পবৃক্ষসমং পরম্। অশ্রুনাদ্ভুতমন্ত্রাণাং সমুহৈশ্চ সমন্বিতম্।। যক্ষ্মতা ভগবান্ শুক্রঃ সৰ্ব্বদৈত্যশ্চপূজিতঃ।।

পাঠনাদ্ধার ণাদ্বাগ্মী কবীন্দ্রো বাল্মীকো মুনিঃ। স্বায়ম্ভবো মনুশ্বৈচ যদ্ধত্বা সৰ্ব্বপূজিতঃ৷৷ কণাদো গৌতমঃ কন্ধঃ পাণিনিঃ শাকটায়নঃ। গ্রন্থকারযষ্কৃত্বা দক্ষঃ কাত্যায়নঃ স্বয়ম্।।

কৃত্বা বেদবিভাগঞ্চ পুরাণাখ্যাখিলানি চ। চকার লীলামাত্রেণ কৃষ্ণদ্বৈপায়নঃ স্বয়ম্। শাতাতপশ্চ সংবৰ্ত্তো বশিষ্ঠশ্চ পরাশরঃ। যদ্ধত্বা পঠনাদ গ্রন্থং যাজ্ঞবল্ক্যশ্চকার সঃ।

ঋষ্যশৃঙ্গো ভরদ্বাজশ্চান্তীকো দেবলস্তথা। জৈগীষব্যোহথ জাবালিমদ্ধত্বা সৰ্ব্বপূজিতঃ৷৷ কবচস্যাস্য বিপ্রেন্দ্রঋষিরেষঃ প্রজাপতিঃ । স্বয়ং বৃহস্পতিশ্ছন্দো দেবো রাসেশ্বরঃ প্রভুঃ।

Saraswati Puja All Mantra

সৰ্ব্বতত্ত্ব পরিজ্ঞান সৰ্ব্বার্থসাধনেষু চ। কবিতাসু চ সৰ্ব্বাস বিনিয়োগঃ প্রকীৰ্ত্তিতঃ।। ওঁ হ্রীং সরস্বত্যৈ স্বাহা, শিরো মে পাতু সৰ্ব্বতঃ শ্রীবাগদেবতায়ৈ স্বাহা ভালং সৰ্ব্বদাবভু।।

ওঁ সরস্বত্যৈ স্বাহেতি শ্রোত্রং পাতু নিরন্তরম্। ওঁ শ্রীং হ্রীং ভারত্যৈ স্বাহা নেত্রযুগ্মং সদাবতু।। ঐং হ্রীং বাপ্পাদিন্যৈ স্বাহা নাসাং সৰ্ব্বতোইবতু। হ্রীং বিদ্যাধিষ্ঠাতৃদৌব্য স্বাহা ওষ্ঠ সদাবতু।।

ওঁ শ্রীং হ্রীং ব্রাহ্মৈস্বাহেতি দস্তপংক্তিঃ সদাবভু। ঐং ইতোকাক্ষরো মন্ত্রৌ মম কণ্ঠং সদাবতু।। ওঁ হ্রীং হ্রীং পাতু মে গ্রীবাং স্কন্ধং মে শ্রীং সদাবতু। বিদ্যাধিষ্ঠাতৃদেব্যৈ স্বাহা রক্ষঃ সদাবতু।।

ওঁ হ্রীং হ্রীং বাণ্যৈ স্বাহেতি মম পৃষ্ঠঃ সদাবতু। ওঁ সৰ্ব্ববৰ্ণাত্মিকায়ৈ স্বাহা পাদযুগ্মং সদাবতু।। ওঁ বাগাধিষ্ঠাতৃদেবো স্বাহা সৰ্ব্বাঙ্গং মে সদাবতু। ওঁ সৰ্ব্বকণ্ঠবাসিন্যৈ স্বাহা প্রাচ্যাং সদাবভু।।

ওঁ ঐং হ্রীং জিহ্বাপ্রবাসিন্যৈ স্বাহাদিশি রক্ষতু।। ওঁ ঐং হ্রীং শ্রীং সরস্বত্যৈ বধুজননৈা স্বাহা। সততং মন্ত্রহদ্ৰোহয়ং দক্ষিণে মাং সদাবতু। ওঁ হ্রীং শ্রীং এ্যক্ষরো মন্ত্রো নৈঋত্যাং মে সদাবতু।।

কবিজিহ্বাএবাসিন্যৈ স্বাহা মাং বারুণেহবত্। ওঁ সদাম্বিকায়ৈ স্বাহা বায়বো মাং সদাবতু।। গদাপদ্যবাসিন্যৈ স্বাহা মামুত্তরেই বতু।। ওঁ সৰ্ব্বশাস্ত্রবাসিন্যৈ স্বাহৈশানাং মাং সদাবতু।

ওঁ হ্রীং সৰ্ব্বপূজিতায়ৈ স্বাহা চৌদ্ধং সদাবতু।। ওঁ হ্রীং পুস্তকবাসিন্যৈ স্বাহাধ্যে মাং সদাবতু। ওঁ গ্ৰন্থৰীজরূপায়ৈ স্বাহা মাং সৰ্ব্বতোহ বতু।। ইতি তে কথিতং বিপ্ৰ সৰ্ব্বমন্ত্রৌঘবিগ্রহম্।। ইদং বিশ্বজয়ং নাম কবচং ব্রহ্মরূপিণম্।।

পুরা শ্রুতঃ ধৰ্ম্মবক্ত্রাৎ পৰ্ব্বতে গন্ধমাদনে। তব স্নেহান্নয়াখ্যাতং প্রবক্তব্যং ন কস্যচিৎ।। গুরুমভ্যর্চ্চা বিধিবৎ বস্ত্রালঙ্কারচন্দনৈঃ। প্রণম্য দণ্ডবস্তুমৌ কবচং ধারয়েৎ সুধীঃ।

পঞ্চলক্ষজপেনৈৰ সিদ্ধস্ত কবচং ভবেৎ। যদি স্যাৎ সিদ্ধকৰচো বৃহস্পতিসমো ভবেৎ।। মহাবাগ্মী কবিন্দ্রশ্চ ত্রৈলোক্যবিজয়ী ভবেৎ। শক্নোতি সৰ্ব্ব জেতুং স কবচস্য প্রসাদতঃ।।

ইদং তে কাণ্বশাখোক্তং কথিতং কবচং মুনে। স্তোত্রং পূজাবিধানাঞ্চ ধ্যানঞ্চ বন্দনং তথা।

Saraswati Puja All Mantra

হোমের মন্ত্র

ওম্ বদ বদ বাগ্বাদিনি স্বাহা

শান্তিমন্ত্ৰ—

ওঁ ঋচং বাচং প্রপদ্যে, মনো যজুঃ প্রপদ্যে, সামপ্রাণং প্রপদ্যে, চক্ষুঃ শ্রোত্রং প্রপদ্যে, রাগো যঃ সহজো ময়ি, প্রাণাপানৌ যন্মে ছিদ্রং চক্ষুষো হৃদয়স্য ব্যতিতীর্ণং বৃহস্পতিৰ্ম্মে দধাতু শন্নো ভবতু ভুবনস্য যস্পতিঃ।

ওঁ স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তিনস্তার্নোঽরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতিৰ্দ্দদাতু ৷৷ ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ৷৷

অন্তরীক্ষঃ শান্তিঃ, বনস্পতয়ঃ শান্তিঃ, ওষধয় শান্তিঃ, সর্ববা রোগাদি পচ্ছান্তি শান্তি, গ্রাহপীড়দি শান্তি, শান্তিরেব শান্তিঃ। ওম্ শান্তিঃ ওম্ শান্তিঃ ওম্ শান্তিঃ।

সরস্বতী পূজা (Saraswati Puja) সমুরণ হলে শেষে দক্ষিনান্ত করিয়া বিসর্জন করিবেন। এবং শান্তি জল ছড়া দেবেন সকলের মাথায় মাথায়।

আরও পড়ুন – সরস্বতীর পুষ্পাঞ্জলি নিয়ম ও মন্ত্র

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook,  What’s App এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

Scroll to Top
Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ