Mahashivratri Mantra: শিবের মাথায় দুধ, দই, ঘি মধু জল ঢালার মন্ত্র
মূলত মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রী ব্রত (Mahashivratri) পালন করা হয়ে থাকে। কিন্তু কখনো কখনো এই তিথিটি ফাল্গুন মাসের মধ্যে পড়ে যায়। বিবাহিত অবিবাহিত মহিলা ও পুরুষ নিষ্ঠা ভরে এই ব্রত পালন করে থাকেন।
শিব চতুর্দশীর (Shiv Chaturdashi) আগের দিন হবিষান্ন বা নিরামিষ খেয়ে সংযম করে থাকতে হয়। তারপরের দিন অর্থাৎ শিচতুর্দশীর দিন সন্ধ্যা কাল থেকে পূজা আরম্ভ করে সারা রাত শিবরাত্রী ব্রত পালন করতে হয়। এই ব্রত মুলত চার প্রহরে পূজা হয়ে থাকে।
চার প্রহরে শিবের মাথায় চারবার স্নান করাতে হয়। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘৃত ও শেষ প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় এবং প্রত্যেক প্রহরে স্নানের পর অর্ঘ্য দিতে হয়। প্রত্যেক বারের আলাদা আলাদা মন্ত্র আছে।
আজকের আমরা জানব এই চার প্রহরে শিব স্নান করানোর মন্ত্র, নিয়ম, ও শিবরাত্রী ব্রত পারণ মন্ত্র । শুদ্ধাসনে বসে প্রথমে আচমন বিষ্ণু স্মরণ, পুষ্প শুদ্ধি, জল শুদ্ধি, আসন শুদ্ধি ইত্যাদি নিত্য ক্রিয়া সেরে তারপর শিবের ধ্যান মন্ত্র পাঠ করবেন। তারপর শিব এর স্নান করবেন। Mahashivratri Mantra
প্রথম প্রহরে দুধ দ্বারা স্নান করাবেন; মন্ত্র : — ইদং স্নানীয়দুগ্ধং হৌং ঈশানায় নমঃ । এরপর প্রথম প্রহরের অর্ঘ্য প্রদান করবেন।
প্রথম প্রহরে অর্ঘ্য প্রদানের মন্ত্র : — (নমঃ) শিবরাত্রিব্রতং দেব পূজাজপ-পরায়ণঃ। করোমি বিধিবদ্দত্তং গৃহাণার্ঘ্যং মহেশ্বর ৷৷
দ্বিতীয় প্রহরে দই দ্বারা স্নান করাবেন; মন্ত্র : — ইদং স্নানীয় দধিং (নমঃ) হৌং অঘোরায় নমঃ। এরপর দ্বিতীয় প্রহরের অর্ঘ্য প্রদান করবেন।
দ্বিতীয় প্রহরে অর্ঘ্য প্রদানের মন্ত্র : — নমঃ শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ। শিবরাত্রৌ দদামার্ঘ্যং প্রসীদ উময়া সহ ।।
তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা স্নান করাবেন; মন্ত্র : —ইদং স্নানীয় ঘৃতং নমঃ হৌং বামদেবায় নমঃ। এরপর তৃতীয় প্রহরের অর্ঘ্য প্রদান করবেন।
তৃতীয় প্রহরে অর্ঘ্য প্রদানের মন্ত্র : — নমঃ, দুঃখ-দারিদ্র্য-শোকেন দগ্ধোহহং পার্বতীশ্বর।। শিবরাত্রৌ দদামর্ঘ্যং-উমাকান্ত গৃহাণ মে।।
চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাবেন; মন্ত্র : — ইদং স্নানীয় মধু নমঃ হৌং সদ্যোজাতায় নমঃ। এরপর চতুর্থ প্রহরের অর্ঘ্য প্রদান করবেন।
চতুর্থ প্রহরে অর্ঘ্য প্রদানের মন্ত্র : — নমঃ ময়া কৃতান্যনেকানি পাপানি হর শঙ্কর । শিবরাত্রৌ দদাম্যর্ঘ্যং-উমাকান্ত গৃহাণ মে ৷৷
তারপর শিবের প্রণাম মন্ত্র পাঠ করে বাবা ভোলানাথের প্রনাম করবেন। শেষে শিবরাত্রী ব্রতকথা পাঠকরবেন / শুনবেন।
তারপরের দিন সকালে স্নান সেরে শিবের কবচ মন্ত্র, স্তব, স্তোত্রম মন্ত্র পাঠ করে আবার প্রণাম মন্ত্র পাঠ করে প্রণাম সেরে ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজে পারণ করবেন।
পারণ মন্ত্র – ও সংসারক্লেশদগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর। প্রসীদ সুমুখো নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব ৷৷
আরও পড়ুন – শিব পূজায় নিষিদ্ধ ফুল
ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App