গণেশ পূজার সকল মন্ত্র

Ganesh Puja All Mantra in bengali

গণেশ পূজার সকল মন্ত্র | Ganesh puja all mantra in bengali

সকল দেব দেবীর পূজার প্রথমে গণেশ এর পূজা হয়ে থাকে। আমরা ভগবান গণেশ কে সিদ্ধিদাতা বলে সম্বোধন করে থাকি কারণ তিনি সমস্ত কাজকে সুসম্পন্ন বা সফল করেন।

প্রতি বছরে দুইবার গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)পূজা হয়ে থাকে। ভাদ্র শুক্লা পক্ষের চতুর্থী তিথি এবং। সরস্বতী পূজার আগেরদিন শুক্লা চতুর্থীর দিন ভগবান গণেশ এর (Ganesh Chaturthi) গণেশ চতুর্থী পূজা হয়।

আমরা আজকে সিদ্ধিবিনায়ক (Siddhi Vinayak Ganapati) গণেশ পূজার (Ganesh Chaturthi Puja) সমস্ত মন্ত্র জানব। যে সকল মন্ত্র দিয়ে সিদ্ধি দাতা গণেশ দেবের পূজা হয়ে থাকে সেই সকল মন্ত্র আমরা আজ জানব।

অপবিত্র পাঠ মন্ত্র —

অপবিত্রঃ পবিত্রো বা সৰ্ব্বাবস্থাং গতোঽপি বা। যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচিঃ ।।

বিষ্ণু স্মরণ মন্ত্র —

তদ্ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরততম।  নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি । মাধব স্মরন্তি সাধব সর্ব কার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধবায় নমঃ।। (আরও জানতে এখানে ক্লিক করুন)

গণেশ-প্রাতঃস্মরণ-স্তোত্রম্—

শ্রী গণেশ প্রাতঃ স্মরণ স্তোত্রম টি প্রতিদিন সকালে উঠে পাঠ করলে গণপতি মহাশয় তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে সকুল সুখ সাম্রাজ্য দিয়ে থাকে।

শ্রীগণেশায় নমঃ

প্রাতঃ স্মরামি গণনাথমনাথবন্ধুং, সিন্দুরপুর-পরিশোভিত-গণ্ডযুগ্মম্। উদ্দণ্ডবিঘ্ন পরিখণ্ডনচণ্ডদণ্ড মাখগুলাদিসুরনায়কবৃন্দ-বন্দ্যম্ ॥ ১

প্রাতর্নমামি চতুরাননবন্দ্যমান- মিচ্ছানুকুলমখিলঞ্চ বরং দদানম্। তং তুন্দিলং দ্বিরসনাধিপ-যজ্ঞসূত্রং পুত্রং বিলাসচতুরং শিবয়োঃ শিবায় ॥ ২

প্রাতর্ভজাম্যভয়দং খলু ভক্তশোক- দাবানলং গণবিভূং বরকুঞ্জরাস্যম। অজ্ঞান-কানন-বিনাশন-হব্যবাহ মুৎসাহবৰ্দ্ধনমহং সুতমীশ্বরস্য ॥ ৩

শ্লোকত্ৰয়মিদং পূণ্যং সদা সাম্রাজ্যদায়কম্। প্রাতরুত্থায় সততং প্রপঠেৎ প্রযতঃ পুমান্ ॥ ৪ ইতি শ্রীগণেশপ্রাতঃস্মরণ-স্তোত্রং সম্পূর্ণম্।

Ganesh Dhyan Mantra in bengali
Ganapati

গণেশ পূজার সংকল্প মন্ত্র —

কোশাতে বা কুশীতে কৃষ্ণতিল, হরিতকী, জল, গন্ধ, পুষ্প ও কুশের ত্রিপত্র লইয়া উত্তর বা পূৰ্ব্বমুখে আসনে বসিয়া সঙ্কল্প করিবে।

যথা— বিষ্ণুরোম্ তৎসদদ্য অমুক মাসি অমুকে পক্ষে অমুক তিথৌ অমুক গোত্রঃ শ্রীঅমুক দেবশর্ম্মা (পরার্থে অমুক গোত্রঃ অমুক দাস যজমানের অক্ষে আর অমুক গোত্রঃ শ্রীঅমুক দেবশর্ম্মা পুরোহিতের পক্ষে) শ্রীবিষ্ণু প্রীতিকামঃ নানা দেবতা পূজাপূর্ব্বক শ্রীশ্রী গণেশ পূজাদী কৰ্ম্মাহং করিষ্যে (পরার্থে করিষ্যামি)।

কুশীটির জল ঈষৎ নৈর্ঝত্ কোণে ফেলিয়া সর্ব্বসমেত কুশীটি তামার টাটে উপুড় করিয়া দিয়া একটি গন্ধপুষ্প লইয়া—এতে গন্ধপুষ্পে সঙ্কল্পসূক্তায় নমঃ বলিয়া তাহার উপর দিয়া ঘণ্টা বাজাইতে বাজাইতে স্ব-স্ব বেদোক্ত সঙ্কল্পসূক্ত পাঠ করিবে।

সামবেদীয় সঙ্কল্পসূক্ত— ওঁ দেবো বো দ্রবিণোদাঃ পূর্ণাং বিবষ্ট্যা সিচম্। উদ্ধা সিঞ্চধ্বমুপবা পূণধ্বমাদিদ্বো দেব ও হতে ।

যজুর্ব্বেদীয় সঙ্কল্পসূত্র— ওঁ যজ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং তদুসুপ্তস্য তথৈবেতি। দূরং গমং জ্যোতিষাং জ্যোতিরেকম্। তন্মে মনঃ শিব সঙ্কল্পমস্তু।

ঋবেদীয় সঙ্কল্পসূত্র— ওঁ যা গুং গূরা সিনীবালী যা রাকা যা সরস্বতী। ইন্দ্রাণীমহব উতয়ে বরুণানীং স্বস্তয়ে।

গণেশের ধ্যান মন্ত্র

ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরম্, প্রস্যদন্মদগন্ধলুব্ধমধুপব্যালোলগণ্ড স্থলম্। দন্তাঘাত বিদারি তারিরুধিরেঃ সিন্দূরশোভাকরং। বন্দে শৈলসুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্ (কর্মসূ)৷৷

গণেশের বীজ মন্ত্র

ওম্ গাং গণপতয়ে নমঃ।

গণেশের প্রণাম মন্ত্র

ওঁ একদন্তং মহাকায় লম্বোদর গজাননম্। বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণামাম্যহম্।।

আথবা – ওঁ দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দ কণারূণাঃ। বিঘ্নং হেরন্তু হেরম্ব চরণাম্বুজরেণবঃ।।

সিদ্ধিদাতা গণেশের আরও একটি প্রণাম মন্ত্র রয়েছে সেটি ও নিচে দেওয়া হল।

সর্ববিঘ্ন বিনাশয় সর্ব মঙ্গল হেতবে। পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমঃ।

হোমের মন্ত্র

ওম্ গাং গণপতয়ে স্বাহা ইদম্ গণেশায়।

Ganesh puja all mantra in bengali
Ganesh puja all mantra in bengali
Ganesh puja all mantra in bengali

গণেশের পুষ্পাঞ্জলি মন্ত্র —

ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে করজোরে নিচের মন্ত্রগুলি পাঠ করবেন।

সর্ববিঘ্ন বিনাশয় সর্ব মঙ্গল হেতবে। পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমঃ।১

প্রনাম করে গণেশের চরণে বা ঘটে বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে দ্বিতীয় মন্ত্রটি পাঠ করবেন।

ওঁ একদন্তং মহাকায় লম্বোদর গজাননম্। বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণামাম্যহম্।। ২৷৷

আবার প্রনাম করে গণেশের চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে তৃতীয় মন্ত্রটি পাঠ করবেন।

ওঁ দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দ কণারূণাঃ। বিঘ্নং হেরন্তু হেরম্ব চরণাম্বুজরেণবঃ৷৷ ৩৷৷

এইভাবে গণেশের চরণে বা ঘটে তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং তারপর ভগবান গণেশের প্রনাম মন্ত্র পাঠ পূর্বক প্রণাম করবেন।

বিসর্জ্জন মন্ত্র —

আচারবশতঃ শ্রীগণেশ পূজার পরে, সংক্ষেপে শ্রীগণেশর পূজা করিয়া দধি, খৈ ইত্যাদি উৎসর্গ করিয়া, ভোগ ও আরতি কর্ম্ম করিয়া, ঘট ও প্রতিমা নাড়িয়া বলিবে— ওঁ শ্রীগণপতয়ে ক্ষমস্ব সংবৎসর ব্যতীতে তু পুনরাগমনায় চ৷৷

গণেশোষ্টোত্তর শতনাম-স্তোত্রম্ —

যম উবাচ। – গণেশ হেরম্ব গজাননেতি মহোদয় স্বানুভব প্রকাশিন্। বরিষ্ঠ সিদ্ধিপ্রিয় বুদ্ধিনাথ বদন্তমেবং তজ্যত প্রভীতাঃ ॥ ১।

অনেক বিঘ্নান্তক বক্রতুণ্ড স্বসঙ্গবাসিংশ্চ চতুর্ভূজেতি। কবীশ দেবান্তকনাশকারি বদন্তমেবং ত্যজত প্ৰভীতাঃ ॥ ২। মহেশসূনো গজদৈত্যশত্রো বরেণ্যসূনো বিকট ত্রিনেত্র। পরেশ পৃথ্বীধর একদন্ত বদন্তমেবং ত্যজত প্রভীতাঃ ॥ ৩।

প্রমোদ মোদেতি নৱাস্তকারে ষড়র্ম্মিহস্তর্গজকর্ণঢুণ্ডে। দ্বন্দ্বারিসিন্ধো স্থিরভাবকারি বদস্তমেবং ত্যজত প্ৰভীতাঃ ॥ ৪। বিনায়ক জ্ঞানবিঘাতশত্রো পরেশ শৰ্ব্বাত্মজ বিষ্ণুপুত্র ॥ অনাদিপূজ্যাখুগ সৰ্ব্বপূজ্য বদস্তমেবং ত্যজত প্রভীতাঃ ॥ ৫।

বিধীশ লম্বোদর ধূম্রবর্ণ ময়ুরপালাথ ময়ুরবাহিন্। সুরাসুরৈঃ সেবিত পাদপদ্ম বদস্তমেবং ত্যজত প্ৰভীতাঃ ॥ ৬। হরিম্মহাখুধ্বজ শূর্পকর্ণ শিবাজ সিংহস্থ অনন্তবাহ । দিতৌজ বিশ্বেশ্বর শেষনাভে বদস্তমেবং ত্যজত প্ৰভীতাঃ ॥ ৭।

অমোরণীয়ো মহতো মহীয়ো রবের্ত যোগেশজ জ্যেষ্ঠরাজ। নিধীশ মন্ত্ৰেশ চ শেষপুত্র বদত্তমেবং ত্যজত প্ৰভীতাঃ ॥ ৮ বরপ্রদাতগিরিজেশ-সূনো পরাৎপর জ্ঞানদ তারবত্ত্ব। গুহাগ্রজ ব্রহ্মপ পার্শ্বপুত্র বদন্তমেবং ত্যজত প্রবীরাঃ ॥ ৯।

সিন্ধোশ্চ শত্রো পরশুপ্রয়াণ শমীশপুষ্পপ্রিয় বিঘ্নহারিন্। দূর্ব্বাভরৈরচিত দেবদেব বদন্তমেবং ত্যজত প্রবীরাঃ ॥ ১০ ধিয়ঃ প্রদাতশ্চ শমীপ্রিয়েতি সুসিদ্ধিদাতশ্চ সুশান্তিদাতঃ। অমেয়মায়ামিত-বিক্রমেতি বদন্তমেবং ত্যজত প্রবীরাঃ ॥ ১১।

Ganesh puja all mantra in bengali

দ্বিধাচতুর্থীপ্রিয় কশ্যপায় ধনপ্ৰদ জ্ঞানপ্রদপ্রকাশ ৷ চিন্তামণে চিত্তবিহারকারিন্ বদন্তমেবং ত্যজত প্রবীরাঃ ॥ ১২। যশস্য শত্রো হ্যভিমানশত্রো দৈতেয়হন্তঃ কপিলস্য সূনো। বিদেহ সানন্দ অযোগযোগ বদন্তমেবং ত্যজত প্রবীরাঃ ॥ ১৩

আরও পড়ুন – জানুন রাধাষ্টমী ব্রত

ভারত শাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে পেয়ে যাবেন। এখনি যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্য়ানেলে । টেলিগ্রামে যুক্ত হতে এখানে ক্লিক করুন (Join Telegram)

Scroll to Top
Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ