শ্যামা বা দক্ষিণা কালিকার ধ্যান : Maa Kali Dhyan mantra

Maa Kali Dhyan mantra

শ্যামা বা দক্ষিণা কালিকার ধ্যান : Maa Kali Dhyan mantra

ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালাবিভূষিতাম্ ৷৷

সদ্যশ্ছিন্নশিরঃ-খড়্গ-বামাধোর্দ্ধ্ব করাম্বুজাম্। অভয়ং বরদঞ্চৈব দক্ষিণাধোর্দ্ধ্ব পাণিকাম্॥

মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্। কণ্ঠাবসক্তমুণ্ডালী-গলদ্রুধির-চর্চ্চিতাম্॥

Dakshina kali

শ্যামা বা দক্ষিণা কালিকার ধ্যান : Maa Kali Dhyan mantra

কর্ণাবতংসতানীত-শবযুগ্ম-ভয়ানকাং। ঘোরদংষ্ট্রাং করালাস্যাং পীনোন্নতপয়োধরাং॥

শবানাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীং হসন্মুখীং। সৃক্কদ্বয় গলদ্রক্ত-ধারা-বিস্ফরিতাননাং॥

ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশানালয়বাসিনীং। বালার্ক-মণ্ডলাকার-লোচনত্রিতয়ান্বিতাং॥

দত্তরাং দক্ষিণব্যাপি মুক্তালম্বী কচোচ্চয়াং। শবরূপ-মহাদেব হৃদয়োপরি সংস্থিতাং॥

শিবাভির্ঘোররাবাভিশ্চতুৰ্দ্দিক্ষু সমন্বিতাং। মহাকালেন চ সমং বিপরীত-রতাতুরাং।।

সুখপ্রসন্নবদনাং স্মেরানন-সরোরুহাং। এবং সঞ্চিন্তয়েৎ কালীং ধৰ্ম্মকামার্থসিদ্ধিদাং॥

পূজার মন্ত্ৰ—

ক্রীং ক্রীং ক্রীং হুঁ হুঁ হ্রীং হ্রীং দক্ষিণে কালিকে ক্রীং ক্রীং ক্রীং হুঁ হুঁ হ্রীং হ্রীং স্বাহা। এই দ্বাবিংশত্যক্ষর মন্ত্রকে বিদ্যারাজ্ঞী মন্ত্র বলে।

পড়তে থাকুন –

দক্ষিণা কালী স্তোত্রম

সঙ্কট মঙ্গলচণ্ডীর ব্রতকথা

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে পেয়ে যাবেন (Join Telegram)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ Radha Krishna Leela Happy Holi