মা মনসা দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র | Manasa Pushpanjali mantra in bengali
শুদ্ধবস্ত্র পরিধান করে শুদ্ধাশনে বসে মা মনসা দেবীর প্রতিমার সামনে বা ঘটে বা স্নুহি বৃক্ষে (মনসা গাছ) ফল, ফুল, পুষ্প, চন্দন, পদ্ম ফুল, বেল পাতার মালা ফলের নৈবেদ্য
মিষ্টির নৈবেদ্য, দুধ চাটিম কলা, চিনি সন্দেশ এর নৈবেদ্য ইত্যাদি যথাশক্তি উপচারে মামনসার পূজা (ManasaPuja) করে শেষে মা মনসার চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন।
পুষ্পাঞ্জলি নিয়ম –
চন্দন নিয়ে প্রত্যেকের কপালে ফোটা নেবেন তারপর প্রথমে আচমন করে নেবেন। বাম হাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙুল দিয়ে ঐ জল মুখে ছিটা দেবেন আর মন্ত্র বলবেন “নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু” এই ভাবে তিনবার করবেন। তারপর দু হাত জোর করে অপবিত্র পাঠ করবেন ও বিষ্ণু স্মরণ করবেন।
অপবিত্র পাঠ – অপবিত্রঃ পবিত্রো বা সৰ্ব্বাবস্থাং গতোঽপি বা। যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচিঃ ।।
Manasa Pushpanjali mantra in bengali
বিষ্ণু স্মরণ – নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি । মাধব স্মরন্তি সাধব সর্ব কার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধবায় নমঃ।। (আরও জানতে এখানে ক্লিক করুন)
এরপর ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে করজোরে নিচের মন্ত্রগুলি পাঠ করবেন।
Manasa Pushpanjali mantra in bengali
প্রথম মন্ত্র – আস্তিকস্য মনীন্দ্ৰস্য মাতা সা চ তপস্বিনী। আস্তিকমাতা বিখ্যাতা জগৎসু সুপ্রতিষ্ঠীতা। প্রিয়া মুনের্জরৎকারোমুনীন্দ্রস্য মহাত্মনঃ। যোগিনো বিশ্বপূজ্যস্য জরৎকারোঃ প্রিয়া ততঃ৷৷ এষ সগন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ মাং মনসা দেবৈ নমঃ।
প্রনাম করে মা মনসার চরণে বা ঘটে মনসার পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে দ্বিতীয় মন্ত্রটি পাঠ করবেন।
দ্বিতীয় মন্ত্র – (ওঁ নমো মনসায়ৈঃ) জরৎকারুজগদ্গৌরী মনসা সিদ্ধযোগিনী। বৈষ্ণবী নাগভগিনী শৈবী নাগেশ্বরী তথা। জরৎকারুপ্রিয়া দেবী খ্যাতা বিষহরীতি চ। মহাজ্ঞানযুতা চৈব সা দেবী বিশ্বপূজিতা ৷৷ এষ সগন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ মাং মনসা দেবৈ নমঃ।
প্রনাম করে মা মনসার চরণে বা ঘটে মনসার পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে তৃতীয়মন্ত্রটি পাঠ করবেন।
তৃতীয় মন্ত্র – নাগানাং প্রাণরক্ষিত্রী যজ্ঞে জন্মেজয়স্য চ। নাগেশ্বরীতি বিখ্যাতা সা নাগভগিনীতি চ৷৷ বিষং সংহর্ত্তুমীশা সা তেন বিষহরীতি চ।
সিদ্ধং যোগং হরাৎ প্রাপ্তা তেনাপি সিদ্ধযোগিনী ৷ অজ্ঞান-জ্ঞানদাত্রীঞ্চ মৃতসঞ্জীবনীং পরাম্। মহাজ্ঞানযুতাং তাঞ্চ প্ৰবদন্তি মনীষিণঃ৷৷ এষ সগন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ মাং মনসা দেবৈ নমঃ।
এইভাবে মা মনসার চরণে বা ঘটে তিনবার পুষ্পাঞ্জলি (Manasa Pushanjali mantra in bengali) অর্পণ করবেন এবং তারপর মা বিষহরি মনসা দেবীর প্রনাম মন্ত্র পাঠ পূর্বক প্রণাম করবেন।
মনসার প্রনাম মন্ত্র জানার জন্য আমাদের প্রনাম মন্ত্র চেক করুন অথবা এখানে ক্লিক করুন। সম্ভব হলে মা মনসা দেবীর স্তোত্রম টি পাঠ করবেন।
শেষে দক্ষিনান্ত করিয়া বিসর্জন করিবেন। এবং শান্তি জল ছড়া দেবেন সকলের মাথায় মাথায়।
ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App