মা দুর্গার প্রাণপ্রতিষ্ঠা মন্ত্র

Durga Pranpratistha Mantra

মা দুর্গার প্রাণপ্রতিষ্ঠা মন্ত্র – Durga Pranpratistha Mantra

প্রাণপ্রতিষ্ঠা—প্রথমে দেবীর মস্তকে ১০৮ বার মূলমন্ত্র (হ্রীং) জপ করিবেন। পরে পুষ্পাদি দক্ষিণহস্তে লইয়া দেবীর হৃদয় (অঙ্গুষ্ঠ ও অনামিকার দ্বারা) স্পর্শ করিয়া মন্ত্রপাঠ করিবেন—

যথা—“ওঁ আং হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হংসঃ শ্রীদুর্গায়াঃ প্রাণাঃ ইহ প্রাণাঃ। ওঁ আং হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হংসঃ শ্রীদুর্গায়াঃ জীব ইহ স্থিতঃ। ওঁ আং হ্রীং ক্রাং যং রং লং বং শং ষং সং হৌং হং সঃ শ্রীদুর্গায়াঃ সৰ্ব্বেন্দ্রিয়াণি জীব ইহ স্থিতানি।

ওঁ আং হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হংসঃ শ্রীদুর্গায়াঃ বাত্মনশ্চক্ষুঃ স্বশ্রোত্র ঘ্রাণ প্রাণা ইহাগত্য সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা। ওঁ মনোজ্যোতির্জ তামাজস্য বৃহস্পতিযজ্ঞমিমং তনোত্ব অরিষ্টং যজ্ঞং সমিমং দধাতু। বিশ্বেদেবাস ইহ মাদয়ন্তামোম্ প্রতিষ্ঠ ॥

ওঁ অস্যৈ প্রাণা প্রতিষ্ঠন্তু অস্যৈ প্রাণা ক্ষরন্তু চ। অস্যৈ দেবত্ব সংখ্যায়ৈ স্বাহা ॥” পাঠ করিয়া মূলমন্ত্র “হ্রীং” দশবার জপ করিয়া গায়ত্রী পাঠ করিবেন।

অনন্তর প্রতিমায় হাত দিয়া মন্ত্র পাঠ করিবেন। যথা—“ওঁ আগচ্ছ মদগৃহে দেবি অষ্টাভি শক্তিভিঃ সহ।” পূজাং গৃহাণ বিধিবং সৰ্ব্বকল্যাণকারিণি ৷ এহ্যেহি ভগবত্যম্ব শত্রুক্ষয়জয়প্রদে। ভক্তিতঃ পূজয়ামি ত্বাং নবদুর্গে সুরাচ্চিতে ৷ দুর্গে দেবি সমাগচ্ছ সন্নিধ্যমিহ কল্পয় । যজ্ঞভাগং গৃহাণ ত্বমষ্টাভিঃ শক্তিভিঃ সহঃ ৷৷

শারদীয়ামিমাং পূজাং করোমি কমলেক্ষণে। আজ্ঞাপয় মহাদেবি দৈত্যদর্পবিনাশিনি ৷ সংসারার্ণব দুষ্পারে সর্ব্বমায়ানিকৃস্তনি। ব্রায়ম্ব বরদে দেবী নমস্তে শঙ্করপ্রিয়ে । যে দেবা যাশ্চ দেব্যশ্চ চলিতায়াং চলন্তি বৈ। আবাহয়ামি তান্ সৰ্ব্বান্ চণ্ডিকে পরমেশ্বরি।

প্রাণান্ রক্ষো যশো রক্ষ পুত্রদারা ধনং সদা। সর্বক্ষাকরীং যস্মা ত্বং হি দেবি জগৎ প্রিয়ে ৷ প্রবিশ্য তিষ্ঠ যজ্ঞেঽস্মিন্ যাবৎ পূজাং করোম্যহং। মেনানন্দকরে দেবি সৰ্ব্বসিদ্ধিঞ্চ দেহি মে ৷৷ আগচ্ছ চণ্ডিকে দেবি সর্বকল্যাণ হেতবে। পূজাং গৃহাণ সুমুখি নমস্তে শঙ্করপ্রিয়ে ॥

Durga Pranpratistha Mantra

আবাহরামি দেবি ত্বাং মৃন্ময়ে শ্রীফলেঽপি চ। কৈলাস শিখরাদ্দেবি বিন্ধাদ্রে হিমপৰ্ব্বতা‍ ॥ আগত্য বিল্বশাখায়াং চণ্ডিকে কুরু সন্নিধিং। স্থাপিতাসি ময়া দেবি পূজয়ে ত্বাং প্রসীদ মে ৷ আয়ুরারোগ্যমৈশ্বর্য্যং দেহি দেবি নমোঽস্তু তে ৷ দেবি চণ্ডাত্মিকে চণ্ডি চণ্ডবিগ্রহকারিণী। বিল্বশাখাং সমাশ্রিত্য তিষ্ঠ দেবি গণৈঃ সহ ॥

দেবি ত্বং জগতাং মাতঃ সৃষ্টি সংহারকারিণী। পত্রিকাসু সমস্তাসু সান্নিধ্যমিহ কল্পয় !! পল্লবৈশ্চ ফলোপেতেঃ শাখাভিঃ সুরনায়িকে পল্লবে সংস্থিতে দেবি পূজাং গৃহ প্রসীদ মে ॥ ওঁ আবাহিতাসি দেবি ত্বং মৃন্ময়ে শ্রীফলেহপি চ ৷৷ স্থিরাত্যন্তং হি নো ভূত্বা গৃহে কামপ্ৰদা ভব ৷৷ ওঁ চণ্ডি ত্বং চণ্ডরূপাসি সুরতেজোমহাবলে। প্রবিশ্য তিষ্ঠ যজ্ঞেঽস্মিন্ যাবৎ পূজাং করোম্যহম্ ॥”

অতঃপর দেবীর হৃদয়ে হাত দিয়া পঞ্চমন্ত্র জপ করিবে। যথা—“ওঁ হংসঃ শুচিষদ্বসুরন্তরিক্ষসদ্ধোতা বেদিষদতিথিদুরোণসৎ নৃষদ্বরসদৃতসদ্ব্যোমসজ্জা গোজা ঋতজা অদ্রিজা ঋতং বৃহৎ। ১।

Durga Pranpratistha Mantra

ওঁ প্র তদ্ধিষ্ণুস্তবতে বীর্য্যেণ মৃগো ন ভীমঃ কুচরো গিরিষ্ঠাঃ। যস্যোরুষ ত্রিষু বিক্রমণেষুধিক্ষিয়ন্তি ভুবনানি বিশ্বা। ২। ওঁ বিষ্ণুর্যোনিং কল্পয়তু ত্বষ্টা রূপাণি পিংষতু। আসিঞ্চতু প্রজাপতিধাতা গর্ভং দধাতু তে। ৩। ওঁ ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং

ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। ৪। ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং। উর্বারুকনির বন্ধনাস্মৃত্যোর্মুকীয় মামৃতা।

৫। অনন্তর নিমোক্ত দেবতাদিগের প্রাণপ্রতিষ্ঠা করিবেন।

পূর্ব্বোক্তরূপে লক্ষ্মী, সরস্বতী, কার্ত্তিক, গণেশ, মহিষাসুর, মহাসিংহ, মুষিক, পেচক, ময়ুর, হংস ও নাগপাশের চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠা করিবেন। অনন্তর দেবীশরীরে ষড়ঙ্গন্যাস করিয়া (হ্রীং) মূলমন্ত্রে তিনবার পুষ্পাঞ্জলি দিবেন।

আরও পড়ুন – দেবী দুর্গার সকল মন্ত্র | Devi Durga All Mantra

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook,  What’s App এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

Scroll to Top
Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ