শ্রী বিষ্ণু নাম

Shree Vishnu Nam

শ্রী বিষ্ণু নাম |Shree Vishnu Nam

শ্রী বিষ্ণু নারায়ণের পূজা অথবা বলকবেশী গোপাল এর জন্মাষ্টমি পূজা, রাধাকৃষ্ণের রাসলীলা পূজা হোক  বা শালগ্রাম শিলায় ভগবান নারয়নের পূজা, সময়ত পূজার শেষে এই মন্ত্র টি পাঠ করা অবশ্য কর্তব্য।

নিম্নোক্ত মন্ত্রটি শ্রী ভগবানের যে কোন পূজায় পাঠ করিলে ভগবান খুবই সন্তুষ্ট হন। এবং সেই ভক্ত আশীর্বাদ দেন।

শ্রী বিষ্ণু নাম —

ওঁ অনঘং বামনং শৌরিং বৈকুণ্ঠং পুরুষোত্তম। বাসুদেবং হৃষীকেশং মাধবং মধুসূদন। বরাহং পুণ্ডরীকাক্ষং নৃসিংহং দৈত্যসুদনম্। দামোদরং পদ্মনাভং কেশবং গরুড়ধ্বজম্ ।

গোবিন্দমচ্যুতং কৃষ্ণমনন্ত পরাজিতম্। অধোক্ষজং জগন্নাথং স্বর্গস্থিত্যন্তকারিণম্। অনাদিনিধনং বিষ্ণুং ত্রিলোকেশং ত্রিবিক্রমম্। নারায়ণং চতুৰ্ব্বাহুং শঙ্খচক্রগদাধরম্।।

পীতাম্বরধরম্ নিত্যং বনমালাবিভূষিতম্। শ্রীবৎসাঙ্কং জগৎসেতুং শ্রীকৃষ্ণং শ্রীধরং হরিম্।। প্রপদ্যেহহং সদা দেবং সৰ্ব্বকামার্থসিদ্ধয়ে। প্রণমামি সদা দেবং বাসুদেবং জগৎপতিম্।

তারপর প্রণাম মন্ত্র পাঠ করিবেন। বিষ্ণু প্রণাম মন্ত্র জানতে এখানে চলিকক করুন। বিষ্ণুর প্রণাম মন্ত্র পাঠ হয়ে গেলে প্রার্থনা মন্ত্র পাঠ করিবেন।

শ্রী বিষ্ণু প্রার্থনা মন্ত্ৰ। —

ত্রাহি মাং সর্ব্বলোকেশ হরে সংসারসাগরাৎ। ত্রাহি মাং সৰ্ব্বপাপঘ্ন দুঃখশোকার্ণবাৎ প্রভো৷ সৰ্ব্বলোকেশ্বর ত্রাহি পতিতং মাং ভবার্ণবে। দেবকীনন্দন শ্রীশ হরে সংসারসাগরাৎ।।

ত্রাহি মাং সৰ্ব্বদুঃখম রোগশোকার্ণবাদ্ধরে। দুর্গাৎ তারয়সে বিষ্ণো যে স্মরন্তি সকৃত সকৃত সকৃৎ।। সোহহং দেবাতিদুৰ্ব্বৃত্তস্ত্রাহি মাং শোকসাগরাৎ। পুষ্করাক্ষ নিমগ্নোহতং মায়াবিজ্ঞান সাগরে।

ত্রাহি মাং দেবদেবেশ ত্বত্তো নান্যোহস্তি রক্ষিতা ।। যদ্বাল্যে যজ্ঞ কৌমারে বার্দ্ধক্যে যচ্চ যৌবনে। তৎপুণ্যং বুদ্ধিমাপ্নোতি পাপং হর হলায়ুধ।।

আরও পড়ুন : – জন্মাষ্টমী ব্রত

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ Radha Krishna Leela Happy Holi