সরস্বতী কবচ মন্ত্র

saraswati kavach mantra

সরস্বতী কবচ মন্ত্র – Saraswati Kavach Mantra

বিদ্যার দেবী হলেন মা সরস্বতী। মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে (Basant Panchami) সরস্বতী পূজা করার বিধি। ওই দিনে সমস্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষিক শিক্ষিকা মণ্ডলি সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাবে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে , বাড়িতে মা সরস্বতী দেবীর মুর্তি স্থাপন করে ও ঘট বসিয়ে দেবীর পূজা ও আরাধনা করা হয়।

পূজার দিন (Saraswati Puja) দেবীর সামনে ঘট বসিয়ে প্রচুর নৈবেদ্য সাজিয়ে পূজা করতে হয়। পূজার শেষে সকলে পুষ্পাঞ্জলি দিবেন।পুষ্পাঞ্জলি অর্পণ করার নিয়ম ও মন্ত্র আমরা আগে জেনেছি আপনার এখানে ক্লিক করে জেনে নিতে পারেন Saraswati Pushpanjali Mantra

সরস্বতী ধ্যান মন্ত্র Dhyan mantra পাঠ করে যথাবিধি পূজার শেষে প্রণাম মন্ত্র এবং প্রার্থনা মন্ত্র পাঠ করে স্তোত্রম এবং কবচ মন্ত্র পাঠ করতে হয়। নিচে দেবীর কবচ মন্ত্র Saraswati Kavach Mantra সম্পূর্ণ দেওয়া হল।

সরস্বতী কবচম্—

ব্রহ্মোবাচ। শৃণু বৎস প্রবক্ষ্যামি কবচং সৰ্ব্বকামদম্। শ্রুতিসারং শ্রুতিসুখং শ্রুত্যুক্তং শ্রুতিপূজিতম্।। উক্তং কৃষ্ণেণ গোলকে মহ্যং

” বৃন্দাবনে বনে। রামেশ্বরেণ বিভূনা রাসেন রাসমণ্ডলে।। অতীব গোপনীয়ঞ্চ কল্পবৃক্ষসমং পরম্। অশ্রুনাদ্ভুতমন্ত্রাণাং সমুহৈশ্চ সমন্বিতম্।। যক্ষ্মতা ভগবান্ শুক্রঃ সৰ্ব্বদৈত্যশ্চপূজিতঃ।।

পাঠনাদ্ধার ণাদ্বাগ্মী কবীন্দ্রো বাল্মীকো মুনিঃ। স্বায়ম্ভবো মনুশ্বৈচ যদ্ধত্বা সৰ্ব্বপূজিতঃ৷৷ কণাদো গৌতমঃ কন্ধঃ পাণিনিঃ শাকটায়নঃ। গ্রন্থকারযষ্কৃত্বা দক্ষঃ কাত্যায়নঃ স্বয়ম্।।

কৃত্বা বেদবিভাগঞ্চ পুরাণাখ্যাখিলানি চ। চকার লীলামাত্রেণ কৃষ্ণদ্বৈপায়নঃ স্বয়ম্। শাতাতপশ্চ সংবৰ্ত্তো বশিষ্ঠশ্চ পরাশরঃ। যদ্ধত্বা পঠনাদ গ্রন্থং যাজ্ঞবল্ক্যশ্চকার সঃ।

Saraswati Kavach Mantra

ঋষ্যশৃঙ্গো ভরদ্বাজশ্চান্তীকো দেবলস্তথা। জৈগীষব্যোহথ জাবালিমদ্ধত্বা সৰ্ব্বপূজিতঃ৷৷ কবচস্যাস্য বিপ্রেন্দ্রঋষিরেষঃ প্রজাপতিঃ । স্বয়ং বৃহস্পতিশ্ছন্দো দেবো রাসেশ্বরঃ প্রভুঃ।

সৰ্ব্বতত্ত্ব পরিজ্ঞান সৰ্ব্বার্থসাধনেষু চ। কবিতাসু চ সৰ্ব্বাস বিনিয়োগঃ প্রকীৰ্ত্তিতঃ।। ওঁ হ্রীং সরস্বত্যৈ স্বাহা, শিরো মে পাতু সৰ্ব্বতঃ শ্রীবাগদেবতায়ৈ স্বাহা ভালং সৰ্ব্বদাবভু।।

ওঁ সরস্বত্যৈ স্বাহেতি শ্রোত্রং পাতু নিরন্তরম্। ওঁ শ্রীং হ্রীং ভারত্যৈ স্বাহা নেত্রযুগ্মং সদাবতু।। ঐং হ্রীং বাপ্পাদিন্যৈ স্বাহা নাসাং সৰ্ব্বতোইবতু। হ্রীং বিদ্যাধিষ্ঠাতৃদৌব্য স্বাহা ওষ্ঠ সদাবতু।।

ওঁ শ্রীং হ্রীং ব্রাহ্মৈস্বাহেতি দস্তপংক্তিঃ সদাবভু। ঐং ইতোকাক্ষরো মন্ত্রৌ মম কণ্ঠং সদাবতু।। ওঁ হ্রীং হ্রীং পাতু মে গ্রীবাং স্কন্ধং মে শ্রীং সদাবতু। বিদ্যাধিষ্ঠাতৃদেব্যৈ স্বাহা রক্ষঃ সদাবতু।।

Saraswati Kavach Mantra bengali

ওঁ হ্রীং হ্রীং বাণ্যৈ স্বাহেতি মম পৃষ্ঠঃ সদাবতু। ওঁ সৰ্ব্ববৰ্ণাত্মিকায়ৈ স্বাহা পাদযুগ্মং সদাবতু।। ওঁ বাগাধিষ্ঠাতৃদেবো স্বাহা সৰ্ব্বাঙ্গং মে সদাবতু। ওঁ সৰ্ব্বকণ্ঠবাসিন্যৈ স্বাহা প্রাচ্যাং সদাবভু।।

ওঁ ঐং হ্রীং জিহ্বাপ্রবাসিন্যৈ স্বাহাদিশি রক্ষতু।। ওঁ ঐং হ্রীং শ্রীং সরস্বত্যৈ বধুজননৈা স্বাহা। সততং মন্ত্রহদ্ৰোহয়ং দক্ষিণে মাং সদাবতু। ওঁ হ্রীং শ্রীং এ্যক্ষরো মন্ত্রো নৈঋত্যাং মে সদাবতু।।

কবিজিহ্বাএবাসিন্যৈ স্বাহা মাং বারুণেহবত্। ওঁ সদাম্বিকায়ৈ স্বাহা বায়বো মাং সদাবতু।। গদাপদ্যবাসিন্যৈ স্বাহা মামুত্তরেই বতু।। ওঁ সৰ্ব্বশাস্ত্রবাসিন্যৈ স্বাহৈশানাং মাং সদাবতু।

ওঁ হ্রীং সৰ্ব্বপূজিতায়ৈ স্বাহা চৌদ্ধং সদাবতু।। ওঁ হ্রীং পুস্তকবাসিন্যৈ স্বাহাধ্যে মাং সদাবতু। ওঁ গ্ৰন্থৰীজরূপায়ৈ স্বাহা মাং সৰ্ব্বতোহ বতু।। ইতি তে কথিতং বিপ্ৰ সৰ্ব্বমন্ত্রৌঘবিগ্রহম্।। ইদং বিশ্বজয়ং নাম কবচং ব্রহ্মরূপিণম্।।

পুরা শ্রুতঃ ধৰ্ম্মবক্ত্রাৎ পৰ্ব্বতে গন্ধমাদনে। তব স্নেহান্নয়াখ্যাতং প্রবক্তব্যং ন কস্যচিৎ।। গুরুমভ্যর্চ্চা বিধিবৎ বস্ত্রালঙ্কারচন্দনৈঃ। প্রণম্য দণ্ডবস্তুমৌ কবচং ধারয়েৎ সুধীঃ।

পঞ্চলক্ষজপেনৈৰ সিদ্ধস্ত কবচং ভবেৎ। যদি স্যাৎ সিদ্ধকৰচো বৃহস্পতিসমো ভবেৎ।। মহাবাগ্মী কবিন্দ্রশ্চ ত্রৈলোক্যবিজয়ী ভবেৎ। শক্নোতি সৰ্ব্ব জেতুং স কবচস্য প্রসাদতঃ।।

ইদং তে কাণ্বশাখোক্তং কথিতং কবচং মুনে। স্তোত্রং পূজাবিধানাঞ্চ ধ্যানঞ্চ বন্দনং তথা।।

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে পেয়ে যাবেন। এখনি যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্য়ানেলে  (Join Telegram)

Scroll to Top
Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ