সকল মা কালির ধ্যান মন্ত্র

All Maa Kali dhyan mantra in bengali

সকল মা কালির ধ্যান মন্ত্র | All Maa Kali dhyan mantra in bengali

মা কালির বিভিন্ন রূপ, শ্মশান কালী, রক্ষা কালী, ভদ্রকালী, শবরূপ কালী, শ্যামা মা,  দক্ষিণা কালী, তারা ইত্যাদি। আজ আমরা এই সকল মা কালির ধ্যান মন্ত্র জানব।

শ্মশানকালীর ধ্যান মন্ত্র | Shmashan Kali Dhyan Mantra—

ওম্ অঞ্জনারিনিভাং দেবীং শুশানালয়বাসিনীন। রক্তনেত্রাং মুক্তকেশীং শুষ্কমাংসাতিভৈরবাম্।। পিঙ্গাক্ষীং বামহস্তেন মদ্যপূর্ণং সমাংসকম্। সদ্যঃকৃত্তশিরো দক্ষহস্তেন দধতীং শিবাম্।। স্মিতবক্ত্রাং সদা চামমাংসচর্ব্বণতৎপরাম্। নানালঙ্কারভূষাঙ্গীং নগ্নাং মত্তাং সদাসবৈঃ।।

দক্ষিণা কালির ধ্যান মন্ত্র | Dakshina Kali Dhyan Mantra—

ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালাবিভূষিতাম্ ৷৷ সদ্যশ্ছিন্নশিরঃ-খড়্গ-বামাধোর্দ্ধ্ব করাম্বুজাম্। অভয়ং বরদঞ্চৈব দক্ষিণাধোর্দ্ধ্ব পাণিকাম্॥

মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্। কণ্ঠাবসক্তমুণ্ডালী-গলদ্রুধির-চর্চ্চিতাম্॥ কর্ণাবতংসতানীত-শবযুগ্ম-ভয়ানকাং। ঘোরদংষ্ট্রাং করালাস্যাং পীনোন্নতপয়োধরাং॥

শবানাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীং হসন্মুখীং। সৃক্কদ্বয় গলদ্রক্ত-ধারা-বিস্ফরিতাননাং॥ ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশানালয়বাসিনীং। বালার্ক-মণ্ডলাকার-লোচনত্রিতয়ান্বিতাং॥

দত্তরাং দক্ষিণব্যাপি মুক্তালম্বী কচোচ্চয়াং। শবরূপ-মহাদেব হৃদয়োপরি সংস্থিতাং॥ শিবাভির্ঘোররাবাভিশ্চতুৰ্দ্দিক্ষু সমন্বিতাং। মহাকালেন চ সমং বিপরীত-রতাতুরাং।। সুখপ্রসন্নবদনাং স্মেরানন-সরোরুহাং। এবং সঞ্চিন্তয়েৎ কালীং ধৰ্ম্মকামার্থসিদ্ধিদাং॥

শ্যামা মায়ের ধ্যান মন্ত্র | Shyama Kali Dhyan Mantra—

ওঁ শবারূঢ়াং মহাভীমাং ঘোরদংষ্ট্রাং বরপ্রদাম্। হাসাযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকর্তৃকাকরাম্।। মুক্তকেশীং ললজ্জিহ্বাং পিবন্তীং রুধীরং মুহুঃ। চতুর্ব্বাহুতাং দেবীং বরাভয়করাং স্মরেৎ।।

ভদ্রকালীর ধ্যান মন্ত্র | Bhadra Kali Dhyan Mantra—

ওঁ ক্ষুৎক্ষামা কোটরাক্ষী মসিমলিনমুখী মুক্তকেশী রুদন্তী, নাহং তৃপ্তা বদন্তী জগদখিলমিদং গ্রাসমেকং করোমি। হস্তাভ্যাং ধারয়ন্তী জ্বলদনলশিখাসন্নিভং পাশযুগ্মং, দন্তৈর্জ্জম্বুফলাভৈঃ পরিহরত্ব ভয়ং পাতু মাং ভদ্রকালী৷৷

রক্ষাকালীর ধ্যান | Raksha Kali Dhyan Mantra—

ওঁ কৃষ্ণাং লম্বোদরীং ভীমাং নাগকুগুলশোভিতাম্। রক্তমুখীং ললজ্জিহ্বাং রক্তাম্বরধরাং কটৌ।। পীনোন্নতস্তনীমুগ্ৰাং মহানাগেন বেষ্টিতাম্। শবস্যোপরি দেবেশীং তস্যোপরি কপালিকাম্৷৷

নাসাগ্রখ্যান নিরতা মহাঘোরাং বরপ্রদাম্। চতুর্ভুজাং দীর্ঘকেশীং দক্ষিণস্যোদ্ধবাহুনা।। বিভ্রতীং নলিনীমেকাং বামোর্দ্ধোপানপাত্রকম্। বরাভয়ধরাং দেবীমধতাদ্দক্ষরাময়োঃ। পিবন্তীং রৌধিরীং ধারাং পানপাত্রং সদাসবৈঃ।

সৰ্ব্বসিদ্ধিপ্রদাং দেবীং নিত্যং গিরিনিবাসিনীম। লোচনত্রয়সংযুক্তাং নাগযজ্ঞোপবীতিনীম্। দীর্ঘনাসাং দীর্ঘজংঘাং দীর্ঘাঙ্গীং দীর্ঘজিহ্বিকাম্।।

ন্দ্রসূর্য্যাগ্নিভেদেন লোচনত্রয়সংযুতাম্। মারীনাশকরীং দেবীং মহাভীমাং বরপ্রদাম্।। ব্যাঘ্রচর্ম্মশিরোবদ্ধাং জগত্রয়বিভাবিনীম্।। সাধকানাং সুখং কর্ত্রী সৰ্ব্বালোকভয়াপহাম্। এবম্ভূতম সদা কালীং রক্ষাদিং প্রণমাম্যহম্।।

পড়তে থাকুন – মা কালীর পুষ্পাঞ্জলি মন্ত্র

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook,  What’s App এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

 

 

 

Scroll to Top
Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ