শ্যামা কালী পূজার সকল মন্ত্র | Shyama Kali Puja all mantra in bengali
শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার পর যে অমাবস্যা আসে সেই অমাবস্যায় শ্যামা কালী পূজা হয়ে থাকে। এই পূজা প্রায় বাড়িতে বাড়িতে এবং বিভিন্ন ক্লাবে , কেউ কেউ শ্যামা মায়ের অপরূপ প্রতিমা তুলে পূজা করেন আবার কেউ কেউ ঠাকুর ঘরে ঘটে মা শ্যামা দেবীর পূজা করে থাকেন।
আজকে আমরা জানব শ্রী শ্রী শ্যামা কালী পূজার সমস্ত মন্ত্র। যে সকল মন্ত্র দিয়ে শ্রী শ্যামা কালীর পূজা হয়ে থাকে সেই সকল মন্ত্র আমরা আজ জানব। এই পূজায় শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টা ও ঢাক বাজিয়ে ধুম ধাম করে পূজাকরতে হয়। বাড়ির সমস্ত জায়গায় আলো জ্বালিয়ে সারা রাত জেগে এই পূজা করতে হয়।
শ্যামা কালী পূজার প্রয়োজনীয় দ্রব্য সমূহ —
সিন্দুর, পূজকের বরণ ১. তন্ত্রধারকের বরণ ১, গুরুবরণ ১, বরণাঙ্গুরী ৩. যজ্ঞোপবীত ৩, তিল, হরীতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ব, পঞ্চপল্লব, ঘট ১, একসরা আতপতন্ডুল, কুণ্ডহাঁড়ি ১, তেকাঠা ১, দর্পণ ১, আরতির গামছা ১. মাষকলাই, সশীষ ডাব ১, তীর ৪, ঘটাচ্ছাদন গামছা ১, জায়ফল, লবঙ্গ, ককোলচুর্ণ, শ্যামাঘাস, পদ্ম, অপরাজিতা, স্নানীয়জল সাড়ে চার সের, অষ্টাঙ্গুল রজতাসন ১, মধুপর্কের সাচ্ছাদন কাঁসার বাটী ১, শ্যামাপূজার শাড়ী ১, মহাকালের ধুতি ১, বিষ্ণুপূজার ধুতি ১, শিব-পূজার ধুতি ১, আসনাঙ্গুরী ৪, দধি, মধু, চিনি, পাণিশঙ্খ ২, পুষ্প, দুর্ব্বা, তুলসী, অষ্ট-গন্ধ, যব, শ্বেতসর্ষপ, গন্ধ, বিল্বপত্র, ধূপ, দীপ, ধুনা, নৈবেদ্য ৪, কুঁচানৈবেদ্য ১, চন্দ্রমাল্য ১, পুষ্পমাল্য ১, বিল্বপত্রমাল্য ১, থাল ১, ঘটী ১, লোহা ১, নত ১, শঙ্খ ২, রচনাদ্রব্য ১ দফা, সিন্দুরচুবড়ি ১, বালি, কাষ্ঠ, খোড়কে, গব্যঘৃত আধ সের, হোমের বিল্বপত্র ১০৮, ভোগের দ্রব্যাদি, কপূর, পান, পানের মসলা, পূর্ণপাত্র ১, ছাগবলি বা কুষ্মাণ্ড কিম্বা ইক্ষুদণ্ডবলি, আরতিদ্রব্য, দক্ষিণা।
Shyama Kali Puja all mantra in bengali
অপবিত্র পাঠ মন্ত্র —
অপবিত্র পাঠ মন্ত্র জানতে এখানে ক্লিক করুন।
বিষ্ণু স্মরণ মন্ত্র —
তদ্ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরততম। নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি । মাধব স্মরন্তি সাধব সর্ব কার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধবায় নমঃ।। (আরও জানতে এখানে ক্লিক করুন)
শ্যামা পূজার সংকল্প মন্ত্র —
কোশাতে বা কুশীতে কৃষ্ণতিল, হরিতকী, জল, গন্ধ, পুষ্প ও কুশের ত্রিপত্র লইয়া উত্তর বা পূৰ্ব্বমুখে আসনে বসিয়া সঙ্কল্প করিবে।
যথা— বিষ্ণুরোম্ তৎসদদ্য অমুকে মাসি অমুকরাশিস্থে ভাস্করে’ কৃষ্ণে পক্ষে অমুকতিথৌ (দীপান্বিতা পূজাস্থলে-“দীপান্বিতামাবস্যায়াং তিথৌ”) অমুকগোত্রঃ শ্রীঅমুকদেবশর্ম্মা জীববদেতৎস্থূলশরীরাবিরোধেন সর্ব্বাপচ্ছান্তিপূর্ব্বক শ্রীমদ্দক্ষিণাকালিকাপ্রীতিকামঃ শ্রীমদ্দক্ষিণাকালিকাপুজনকর্মাহং করিয্যে।” (পরার্থে-“করিষ্যামি”)।
কুশীটির জল ঈষৎ নৈর্ঝত্ কোণে ফেলিয়া সর্ব্বসমেত কুশীটি তামার টাটে উপুড় করিয়া দিয়া একটি গন্ধপুষ্প লইয়া—এতে গন্ধপুষ্পে সঙ্কল্পসূক্তায় নমঃ বলিয়া তাহার উপর দিয়া ঘণ্টা বাজাইতে বাজাইতে স্ব-স্ব বেদোক্ত সঙ্কল্পসূক্ত পাঠ করিবে।
Shyama Kali Puja all mantra in bengali
সামবেদীয় সঙ্কল্পসূক্ত— ওঁ দেবো বো দ্রবিণোদাঃ পূর্ণাং বিবষ্ট্যা সিচম্। উদ্ধা সিঞ্চধ্বমুপবা পূণধ্বমাদিদ্বো দেব ও হতে ।
যজুর্ব্বেদীয় সঙ্কল্পসূত্র— ওঁ যজ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং তদুসুপ্তস্য তথৈবেতি। দূরং গমং জ্যোতিষাং জ্যোতিরেকম্। তন্মে মনঃ শিব সঙ্কল্পমস্তু।
ঋবেদীয় সঙ্কল্পসূত্র— ওঁ যা গুং গূরা সিনীবালী যা রাকা যা সরস্বতী। ইন্দ্রাণীমহব উতয়ে বরুণানীং স্বস্তয়ে।
এইরূপে সঙ্কল্প পূর্ব্বক নিম্নলিখিত প্রকারে ঘটস্থাপন করিতে হইবে।
কালী পূজার ঘটস্থপন মন্ত্র —
“ক্লীং” মন্ত্রে ঘট প্রোক্ষণ পূর্ব্বক “ঐ” মন্ত্রে শোধন করতঃ “হ্রীং” বীজমন্ত্রে ঘটস্থাপন করিতে হইবে। অতঃপর “হ্রীং” মন্ত্রে বিশুদ্ধ জলদ্বারা ঘট পূর্ণ করতঃ- ” গঙ্গাদ্যাঃ সরিতঃ সর্ব্বাঃ সরাংসি জলদা নদাঃ। হ্রদাঃ প্রস্রবণাঃ পুণ্যাঃ স্বর্গপাতালভূগতাঃ। সর্ব্বতীর্থানি পুণ্যাণি ঘটে কুৰ্ব্বস্তু সন্নিধিং।।” এই মন্ত্র পাঠ করিতে হইবে। অতঃপর “শ্রীং” বীজমন্ত্র উচ্চারণপূর্ব্বক পল্লব, “হূং” বীজমন্ত্রে ফল, “স্ত্রীং স্থাং স্থীং স্থিরা ভব” মন্ত্রে স্থিরীকরণ, “রং” মন্ত্রে সিন্দুর, “যং” মন্ত্রে পুষ্প, মূলমন্ত্রে দূর্ব্বা প্রদান করতঃ “ও” মন্ত্রে অভ্যুক্ষণপূর্ব্বক “হুং ফট্ স্বাহা” মন্ত্রে কুশদ্বারা তাড়ন করিতে হইবে।
বীজ মন্ত্র —
হ্রীং ক্রীং কালীকৈ নমঃ।
শ্যামা বা দক্ষিণা কালিকার ধ্যান মন্ত্র —
ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালাবিভূষিতাম্ ৷৷ সদ্যশ্ছিন্নশিরঃ-খড়্গ-বামাধোর্দ্ধ্ব করাম্বুজাম্। অভয়ং বরদঞ্চৈব দক্ষিণাধোর্দ্ধ্ব পাণিকাম্॥ মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্। কণ্ঠাবসক্তমুণ্ডালী-গলদ্রুধির-চর্চ্চিতাম্॥
কর্ণাবতংসতানীত-শবযুগ্ম-ভয়ানকাং। ঘোরদংষ্ট্রাং করালাস্যাং পীনোন্নতপয়োধরাং॥ শবানাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীং হসন্মুখীং। সৃক্কদ্বয় গলদ্রক্ত-ধারা-বিস্ফরিতাননাং॥ ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশানালয়বাসিনীং। বালার্ক-মণ্ডলাকার-লোচনত্রিতয়ান্বিতাং॥
দত্তরাং দক্ষিণব্যাপি মুক্তালম্বী কচোচ্চয়াং। শবরূপ-মহাদেব হৃদয়োপরি সংস্থিতাং॥ শিবাভির্ঘোররাবাভিশ্চতুৰ্দ্দিক্ষু সমন্বিতাং। মহাকালেন চ সমং বিপরীত-রতাতুরাং।। সুখপ্রসন্নবদনাং স্মেরানন-সরোরুহাং। এবং সঞ্চিন্তয়েৎ কালীং ধৰ্ম্মকামার্থসিদ্ধিদাং॥
পূজার মন্ত্ৰ—
ক্রীং ক্রীং ক্রীং হুঁ হুঁ হ্রীং হ্রীং দক্ষিণে কালিকে ক্রীং ক্রীং ক্রীং হুঁ হুঁ হ্রীং হ্রীং স্বাহা। এই দ্বাবিংশত্যক্ষর মন্ত্রকে বিদ্যারাজ্ঞী মন্ত্র বলে।
শ্রী শ্রী মা কালী প্রণাম মন্ত্র
ওঁ কালি কালি মহাকালি কালিকে পাপহারিণি। ধর্ম্মার্থ মোক্ষদে দেবি নারায়ণি নমোহস্তুতে৷ ৷।
কোজাগরী লক্ষ্মীর প্রার্থনা মন্ত্র —
ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। মহালক্ষ্মি নমস্তুভ্যং সুখরাত্রিং কুরুষ্ব মে।। বর্ষাকালে মহাঘোরে যন্ময়া দুষ্কৃতং কৃতম্। সুখরাত্রিপ্রভাতেহদ্য [সুখরাত্রিপ্রভাবেণ] তন্মে লক্ষ্মীব্যপোহতু ।। ও যা লক্ষ্মী সর্ব্বভূতানাং যা চা দেবেয়বস্থিতা। সম্বৎসরপ্রিয়া যা চ সা মমাস্তু সুমঙ্গলা।। মাতা ত্বং সর্ব্বভূতানাং দেবানাং সৃষ্টিসম্ভবা। আয়াতা ভূতলে দেবি সুখরাত্রি নমোহস্তু তে।।”
মা কালি পুষ্পাঞ্জলি মন্ত্র | Maa Kali Pushpanjali Mantra
প্রথম মন্ত্র – ওঁ কালি কালি মহাকালি কালিকে পাপহারিণি। ধর্ম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোহস্তুতে।। মহিষঘ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনি। আয়ুরারোগ্যবিজয়ং দেহি দেবি নমোহস্তুতে । এষ স্ব চন্দন পুষ্পাঞ্জলিঃ শ্ৰীমদ্ দক্ষিণাকালিকায়ৈ নমঃ৷৷ প্রনাম করে মা কালির চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে দ্বিতীয় মন্ত্রটি পাঠ করবেন।
দ্বিতীয় মন্ত্র – ওঁ সৰ্ব্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্ব্বার্থসাধিকে। উমে ব্রহ্মাণি কৌমারি বিশ্বরূপে প্রসীদ মে৷ ভগবতি ভয়চ্ছেদে কাত্যায়নি চ কামদে। কালকৃৎ কৌশিকি ত্বং হি কাত্যায়নি নমোহস্তুতে ।। এষ স্ব চন্দন পুষ্পাঞ্জলিঃ শ্ৰীমদ্ দক্ষিণাকালিকায়ৈ নমঃ৷৷ আবার প্রনাম করে মা কালির চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে তৃতীয় মন্ত্রটি পাঠ করবেন।
তৃতীয় মন্ত্র – ওঁ প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে। কুলদ্যোতকরে চোগ্রে জয়ং দেহি নমোহস্তুতে ।। সৃষ্টিস্থিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি। গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোহস্তুতে ।। এষ স্ব চন্দন পুষ্পাঞ্জলিঃ শ্ৰীমদ্ দক্ষিণাকালিকায়ৈ নমঃ৷৷
এইভাবে মা কালির চরণে বা ঘটে তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং তারপর মা কালির প্রনাম মন্ত্র পাঠ পূর্বক প্রণাম করবেন। মা কালির প্রনাম মন্ত্র জানার জন্য আমাদের প্রনাম মন্ত্র চেক করুন অথবা এখানে ক্লিক করুন। তারপর দক্ষিণান্ত করবেন। তার পরে সময় থাকলে মা কালির স্তোত্রম, স্তব, কবচ পাঠ করবেন। সম্পূর্ণ হলে শেষে শান্তি জল ছড়া দেবেন সকলের মাথায় মাথায়
হোমের মন্ত্র —
ওম্ ক্রীং কালীকৈ স্বাহা।
শান্তিমন্ত্ৰ—
ওঁ ঋচং বাচং প্রপদ্যে, মনো যজুঃ প্রপদ্যে, সামপ্রাণং প্রপদ্যে, চক্ষুঃ শ্রোত্রং প্রপদ্যে, রাগো যঃ সহজো ময়ি, প্রাণাপানৌ যন্মে ছিদ্রং চক্ষুষো হৃদয়স্য ব্যতিতীর্ণং বৃহস্পতিৰ্ম্মে দধাতু শন্নো ভবতু ভুবনস্য যস্পতিঃ। ওঁ স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তিনস্তার্নোঽরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতিৰ্দ্দদাতু ৷৷ ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ৷৷ অন্তরীক্ষঃ শান্তিঃ, বনস্পতয়ঃ শান্তিঃ, ওষধয় শান্তিঃ, সর্ববা রোগাদি পচ্ছান্তি শান্তি, গ্রাহপীড়দি শান্তি, শান্তিরেব শান্তিঃ। ওম্ শান্তিঃ ওম্ শান্তিঃ ওম্ শান্তিঃ।
আরও পড়ুন – কালী পূজা পদ্ধতি
ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App