মা কালির প্রণাম মন্ত্র | Maa kali Pranam mantra
দেবী মা কালির পুজোর শেষে (Kali Puja), চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করার পর কালী স্তোত্রম পাঠ করে দেবীকে প্রণাম করতে হয় নিম্নোক্ত মন্ত্র টি পাঠ করে।
যারা প্রতিদিন দেবী (কালীর) মায়ের ঘটে অথবা দেবী মূর্তি তে পুজো করেন তারাও প্রণাম করার সময় এই মন্ত্র পাঠ করবেন। যখনই মা কালী কে প্রণাম করবেন তখনই এই মন্ত্র টি পাঠ করা যাবে।
শ্রী শ্রী মা কালী প্রণাম মন্ত্র
ওঁ কালি কালি মহাকালি কালিকে পাপহারিণি। ধর্ম্মার্থ মোক্ষদে দেবি নারায়ণি নমোহস্তুতে৷ ৷।
দেবী কালীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি পড়ুন
দেবী কালীর স্তোত্রম টি পাঠ করুন
ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে। এখনি যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্য়ানেলে (Join Telegram)