কোজাগরী লক্ষ্মী পূজার সকল মন্ত্র

কোজাগরী লক্ষ্মী পূজার সকল মন্ত্র | Kojagari Lakshmi Puja all mantra in bengali

সাধারণতঃ আমাদের দেশে তথা ভারতবর্ষে আশ্বিন মাসের পূর্ণিমার দিনে অর্থাৎ দুর্গা পূজার পর যে পূর্ণিমা আসে সেই পূর্ণিমার দিনে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে। এই পূজা প্রায় বাড়িতে বাড়িতে এবং বিভিন্ন ক্লাবে অনুষ্ঠিত হয়। কেউ কেউ প্রতিমা তুলে পূজা করেন আবার কেউ কেউ ঠাকুর ঘরে ঘটে মা লক্ষ্মী দেবীর পূজা করে থাকেন।

আজকে আমরা জানব শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার সমস্ত মন্ত্র। যে সকল মন্ত্র দিয়ে কোজাগরী লক্ষ্মী দেবীর পূজা হয়ে থাকে সেই সকল মন্ত্র আমরা আজ জানব। এই পূজায় ঘণ্টা বাজানো নিষিদ্ধ থাকায় শুধুমাত্র শঙ্খধ্বনি ও উলুধ্বনি করতে হয়।

কোজাগরী লক্ষ্মীপূজার প্রয়োজনীয় দ্রব্য সমূহ —

সিন্দুর, পূজকের বরণ ১, আচার্য্য ঐ, বরণাঙ্গুরী ২, বরণের আসন ২, যজ্ঞোপবীত ৬, অধিবাসডালা, শ্রী-আগ, তিল, হরীতকী, ঘট ১, একসরা আতপতণ্ডুল, ঘটাচ্ছাদন গামছা ১, কুণ্ডহাঁড়ি ২, তেকাঠা ১, দর্পণ ১, আরতির গামছা ১, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, সশীষ ডাব ১, তীর ৪, আসনাঙ্গুরী ৩, মধুপর্কবাটী ৩, দধি, মধু, চিনি, নৈবেদ্য ৩, কুঁচানৈবেদ্য ১, লক্ষ্মীর শাড়ী ১, নারায়ণের ধুতি ১. কুবেরের ধুতি ১, পুষ্প, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, ধূনা, লোহা, শঙ্খ ২. নত ১, সিন্দুরচুবড়ি ১, বালি, কাষ্ঠ, খোড়কে, ঘৃত আধ পোয়া, হোমের বিল্বপত্র ২৮, ভোগের দ্রব্যাদি, কপূর, চিপিটক, নারিকেল, পান, পানের মশলা, থালা ১. ঘটী ১. রচনা ১, পুষ্পমাল্য ১, চন্দ্রমাল্য ১, পূর্ণপাত্র ১, দক্ষিণা।

অপবিত্র পাঠ মন্ত্র —

অপবিত্রঃ পবিত্রো বা সৰ্ব্বাবস্থাং গতোঽপি বা। যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচিঃ ।।

বিষ্ণু স্মরণ মন্ত্র —

তদ্ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরততম।  নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি । মাধব স্মরন্তি সাধব সর্ব কার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধবায় নমঃ।। (আরও জানতে এখানে ক্লিক করুন)

কোজাগরী লক্ষ্মী পূজার সংকল্প মন্ত্র —

কোশাতে বা কুশীতে কৃষ্ণতিল, হরিতকী, জল, গন্ধ, পুষ্প ও কুশের ত্রিপত্র লইয়া উত্তর বা পূৰ্ব্বমুখে আসনে বসিয়া সঙ্কল্প করিবে।

যথা— বিষ্ণুরোম্ তৎসদদ্য আশ্বিন মাসি শুক্লে পক্ষে পৌর্ণমাস্যান্তির্থৌ অমুক গোত্রঃ শ্রীঅমুক দেবশর্ম্মা (পরার্থে অমুক গোত্রঃ বা গোত্রা এবং অমুক দাসঃ বা দাসী যজমানের, অমুক গোত্রঃ বা গোত্রা এবং শ্রীঅমুক দেবশর্ম্মা বা দেব্য়া ব্রাহ্মণ গণের) পরমবিভূতিলাভকামো শ্রীলক্ষ্মীদেব্যা দ্বারোদ্ধভিত্ত্যাদিদেবতা-প্রীতিকামো গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্ব্বক শ্রীশ্রীকোজাগরী লক্ষ্মী পূজা কৰ্ম্মাহং করিষ্যে (পরার্থে করিষ্যামি)।

কুশীটির জল ঈষৎ নৈর্ঝত্ কোণে ফেলিয়া সর্ব্বসমেত কুশীটি তামার টাটে উপুড় করিয়া দিয়া একটি গন্ধপুষ্প লইয়া—এতে গন্ধপুষ্পে সঙ্কল্পসূক্তায় নমঃ বলিয়া তাহার উপর দিয়া ঘণ্টা বাজাইতে বাজাইতে স্ব-স্ব বেদোক্ত সঙ্কল্পসূক্ত পাঠ করিবে।

সামবেদীয় সঙ্কল্পসূক্ত— ওঁ দেবো বো দ্রবিণোদাঃ পূর্ণাং বিবষ্ট্যা সিচম্। উদ্ধা সিঞ্চধ্বমুপবা পূণধ্বমাদিদ্বো দেব ও হতে ।

যজুর্ব্বেদীয় সঙ্কল্পসূত্র— ওঁ যজ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং তদুসুপ্তস্য তথৈবেতি। দূরং গমং জ্যোতিষাং জ্যোতিরেকম্। তন্মে মনঃ শিব সঙ্কল্পমস্তু।

ঋবেদীয় সঙ্কল্পসূত্র— ওঁ যা গুং গূরা সিনীবালী যা রাকা যা সরস্বতী। ইন্দ্রাণীমহব উতয়ে বরুণানীং স্বস্তয়ে।

বীজ মন্ত্র —

শ্রীং লক্ষ্মী দেবী নমঃ।

লক্ষ্মীর ধ্যান মন্ত্র —

ওঁ পাশাক্ষমালিকাম্ভোজসৃর্ণিভৰ্য্যাম্যসৌম্যয়োঃ। পদ্মাসনস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্। গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্ব্বালঙ্কারভূষিতাম্। রৌক্মপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু ৷।

লক্ষ্মীর প্রণাম মন্ত্র —

নমো-বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সৰ্ব্বতঃ পাহি মাং দেবি মহালক্ষ্মী নমোহস্তুতে ॥

কোজাগরী লক্ষ্মীর প্রার্থনা মন্ত্র —

ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। মহালক্ষ্মি নমস্তুভ্যং সুখরাত্রিং কুরুষ্ব মে।। বর্ষাকালে মহাঘোরে যন্ময়া দুষ্কৃতং কৃতম্। সুখরাত্রিপ্রভাতেহদ্য [সুখরাত্রিপ্রভাবেণ] তন্মে লক্ষ্মীব্যপোহতু ।। ও যা লক্ষ্মী সর্ব্বভূতানাং যা চা দেবেয়বস্থিতা। সম্বৎসরপ্রিয়া যা চ সা মমাস্তু সুমঙ্গলা।। মাতা ত্বং সর্ব্বভূতানাং দেবানাং সৃষ্টিসম্ভবা। আয়াতা ভূতলে দেবি সুখরাত্রি নমোহস্তু তে।।”

লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র –

ওম্ নমস্তে সর্ব্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে। যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভুয়াত্তদর্চনাৎ॥ এষ সগন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ।।

প্রনাম করে মা লক্ষ্মীর চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে উপরিউক্ত মন্ত্র টি বলে আবার পুষ্পাঞ্জলি দেবেন। এইভাবে তিনবার মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন। তবে অবশ্য এর পর লক্ষ্মী স্তোত্রম টি পাঠ করিবেন (মহা লক্ষ্মী স্তোত্রম )।

হোমের মন্ত্র —

ওম্ শ্রীং লক্ষ্মী দেবী স্বাহা।

শান্তিমন্ত্ৰ—

ওঁ ঋচং বাচং প্রপদ্যে, মনো যজুঃ প্রপদ্যে, সামপ্রাণং প্রপদ্যে, চক্ষুঃ শ্রোত্রং প্রপদ্যে, রাগো যঃ সহজো ময়ি, প্রাণাপানৌ যন্মে ছিদ্রং চক্ষুষো হৃদয়স্য ব্যতিতীর্ণং বৃহস্পতিৰ্ম্মে দধাতু শন্নো ভবতু ভুবনস্য যস্পতিঃ। ওঁ স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তিনস্তার্নোঽরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতিৰ্দ্দদাতু ৷৷ ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ৷৷ অন্তরীক্ষঃ শান্তিঃ, বনস্পতয়ঃ শান্তিঃ, ওষধয় শান্তিঃ, সর্ববা রোগাদি পচ্ছান্তি শান্তি, গ্রাহপীড়দি শান্তি, শান্তিরেব শান্তিঃ। ওম্ শান্তিঃ ওম্ শান্তিঃ ওম্ শান্তিঃ।

লক্ষ্মী পূজা সম্পূর্ণ হলে শেষে দক্ষিনান্ত করিয়া বিসর্জন করিবেন। এবং শান্তি জল ছড়া দেবেন সকলের মাথায় মাথায়।

আরও পড়ুন – মহা লক্ষ্মী স্তোত্রম

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment