অলক্ষ্মীর ধ্যান | Alakshmi Dhyan Mantra In Bengali
দ্বীপান্বিতা লক্ষ্মীপূজার (Dwipanwita Lakshmi Puja) দিন অলক্ষ্মীর পূজা হয়ে থাকে। ওইদিন অলক্ষ্মীর পূজা করে বাড়ি থেকে অলক্ষ্মীর বের করে দিয়ে এসে তারপর লক্ষ্মী পূজা করতে হয়। আজ আমরা জানব অলক্ষ্মীর ধ্যান মন্ত্র। যথা –
ওঁ অলক্ষ্মীং কৃষ্ণবর্ণাঞ্চ ক্রোধনাং কলহপ্রিয়াম্। কৃষ্ণবস্ত্র পরীধানাং লৌহাভরণভূষিতাম্। ভগ্নাসনস্থাং দ্বিভুজাং শর্করাখৃষ্টচন্দনাম্।। সম্মানীসব্যহস্তাং দক্ষহস্তস্থশূর্প-কাম্। তৈলাভ্যঙ্গিতগাত্রাঞ্চ গর্দ্দভারোণাং ভজে।
এই মন্ত্রে অলক্ষ্মীর ধ্যান করে পঞ্চপচারে পূজা করে তারপর অলক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করবেন। এবং তারপর অলক্ষ্মী কে বাড়ি থেকে বের করে দিয়ে আসবেন।
পড়তে থাকুন – মহালক্ষ্মী স্তোত্রম
ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook, What’s App এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App