কার্ত্তিক পূজার ফর্দমাল বা প্রয়োজনীয় দ্রব্য

কার্ত্তিক পূজার ফর্দমাল প্রয়োজনীয় দ্রব্য

কার্ত্তিক পূজার প্রয়োজনীয় দশকর্মার দ্রব্য – সিদ্ধি ১.০০, সিঁদুর ২৫ গ্রাম, তিল ১.০০, যব ১.০০, হরিতকি ৫, সুপারি ১৫, আলতাপাতা ২, রাঙাসুতা ২, পৈতা ৫, লালজোর ২, সাদা জোর ১, ধুপ, ধুনা, মোমবাতি, তুলা ৫.০০, গব্য ঘৃত, মধু, মাষকলাই, শ্বেত সরিষা ১.০০, পঞ্চশস্য ১.০০, সর্ববৌষধি ১, মহৌষধি ১, গ্রহঔষধি ১। কুমকুম ১, মৃগনাভি ১, পঞ্চরত্ন ১, নবরত্ন ১, গোরচনা১, পঞ্চগুড়ি ১০০x৫, গুগগুল ১০.০০, পান মসলা, কাঠের মালা ৩, ঘুমসি ৪, রুদ্রাক্ষের মালা ১, বরণাঙ্গুরি ৫, মধু পর্ক ১,, ঘট চাঁদ মালা ২, হাতের চাঁদমালা ১, সাদা চন্দন, লাল চন্দন, কড়ি, ঐ চুপড়ি, ঐ সাজ, বরন সাজ, আবাটা, আভরণ দ্রব্য ১, কর্পূর, দর্পণ ১, অগুরু ১, সেন্ট, গোলাপ জল ১, সপ্ত সমুদ্রের জল ১, তিল তেল ১, বিষ্ণু তেল ১, নামাবলী ১, চৌকি ১, পাট কাঠি, কুশ, কুশাসন, ছোট্ট টোপর ১, তীর ধনু, লৌহ-খড়গ ১।

karttikeya

কার্ত্তিক পূজায় মাটির জিনিস পত্র – দেব ঘাট ১, শান্তি ঘাট ১, দ্বারপাল ঘট ৮, দর্পণ ঘাট ১, দ্বীপ দীপাসন ১, ধুনাচি, সরা ২, রচনা ১ (চার প্রহরে পূজা হলে ৪ টে), মালসা ১, খুরী ৬, সহস্র ঝারা ১, স্ব-সাজ বরণডালা ১,

কার্ত্তিক পূজায় বস্ত্রাদী – নারায়ণের বস্ত্র ১, কার্ত্তিকের ধুতি ১ (চার প্রহরে পূজা হলে কার্ত্তিকের ৪ টে বস্ত্র), ময়ূরের ধুতি (চার প্রহরে পূজা হলে ময়ূরের ধুতি ৪ টে), শান্তির শাড়ি ১, গুরুর বরণ  বস্ত্র ১, পুরোহিত বরণ বস্ত্র ১, ব্রতীর বস্ত্র ১, মোট গামছা – ৫ ( কার্ত্তিকের ঘটে ১, শান্তি ঘটে ১, ঝুলি ১, মোকামে ১, হোমে উষনিক ১)।

Lord Karttikeya
Lord Karttikeya

অন্ন জল ও শয্যাদ্রব্য – কাঁসার থালা, গ্লাস, বাটি, চামচ, গোদল, একটি করে। শয্যা দ্রব্যের জন্য মাদুর, বিছানার চাদর, বালিশ, পাখা একটি করে। তবে যদি চার প্রহরে কার্ত্তিক পূজা হয় তাহলে সমস্ত কিছুই চারটে করে লাগবে।

হোমের দ্রব্য – ইট, বালি, কাঠ, গব্য ঘৃত, উড়ম্বর – ১০৮ (যজ্ঞেশ্বর), বিল্বপত্র – ১০৮ (কার্ত্তিক), ২৮ শিব, আহুতি দ্রব্য – শ্বেত নারকেল, পূর্ণপাত্র – ২৫৬ মুষ্টি চাল, স্বর্ণ, রৌপ্য।

Homa

বাড়ির যোগাড় – দধি, দুগ্ধ, গমুত্র, গোময়, ফুল, চন্দন, দুর্ববা, গোনা দুর্ববা ১০৮, গোনা আতপ চাল ১০৮, তুলসী পাতা, বেলপাতা, কলাপাতা, কলাগাছ, তীর ৪, তেকাটা ১, পঞ্চপল্লব ৩, আম্রশার বেষ্টন, আল্টা ২, ফুলের মালা, স্বস্তিক, এয়ো স্ত্রী, পদ্মফুল, গঙ্গা জল, গঙ্গা মৃত্তিকা, কশাকুশী , শঙ্খ, ঘণ্টা, বসার আসন, আলপনা, বাটা হরিদ্রা, সিরণী, ক্ষীর, পঞ্চব্যঞ্জন, পিঠা, আরও অন্যান্য নৈবেদ্য।

এছাড়া বিভিন্ন রকম খেলনা, ভেটা, ঘেটু, ঘুড়ি, লাটাই, দোলনা, নুতন জামা প্যান্ট ইত্যাদি ১ টি করে প্রয়োজন, যদি ৪ প্রহরে পূজা হয় তাহলে সমস্ত কিছু ৪ টে করে লাগবে। আতপ চাল, সিদ্ধ চাল, ধান, খুচরা টাকা, ব্রাহ্মণ এর দক্ষিণা, ব্রাহ্মণ ভোজন ও দান।

কার্ত্তিক পূজার পুরোহিত বুক করার জন্য এখানে ক্লিক করুন। আমাদের এই পোস্ট টি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন।

আরও পড়ুন – কার্তিকেয় ব্রতকথা

Join Bharatsastra Telegram channelJoin Whatsapp bharatsastra

Leave a Comment