শিবের প্রিয় ফুল — এই সব ফুল দিয়ে শিবের পূজা করতে হয় Shivaratri
ভগবান শিবের প্রিয় ফুল। এই সব ফুল দিয়ে বাবা ভোলানাথের পূজা করতে হয়।
ধুস্তূরং শতপুষ্পঞ্চ দূর্ব্বা বিল্বদলানি চ। কেশরং কুঙ্কুমং দদ্যাৎ শিবপূজন কৰ্ম্মণি ৷৷ শস্কুলী মোদকং পুষ্পং দধিদুগ্ধং সিতাযুতং । নানোপহার সহিতং শঙ্করায় নিবেদয়েৎ।। —৯০ পটল, পূৰ্ব্বখণ্ড, কৈলাস তন্ত্র ।
অর্থাৎ — ধুতরা পুষ্প, শতপুষ্প ( পদ্মফুল ), দূৰ্ব্বা, বিল্বপত্র, নাগকেশর, কুঙ্কুম ইত্যাদি দ্বারা শিবপূজা করিবে। শস্কুলী (পুলী পীঠা ), মোদক (লাডু ), পুষ্প, দধি, চিনিযুক্ত দুগ্ধ ইত্যাদি নানা উপহার দ্বারা বাবা শঙ্কর ভোলানাথের অর্চনা করিবে।
বিল্বপত্রং মহেশানি কীটাদি দোষবৰ্জ্জিতং। কোমলং মধুরং পত্রং পত্ৰত্ৰয়যুতং প্রিয়ে। সজলঞ্চৈব তৎ পত্ৰং নিধায় বজ্রহীনকং। যত্তেনৈব প্রদাতব্যং সর্ব্বদা তদধোমুখং। —লিঙ্গার্চ্চন তন্ত্র।
আর্থাৎ — হে মহেশানি! কীটাদি দোষ বর্জিত কোমল, মধুর ও ত্রিপত্রযুক্ত বিল্বপত্র জলে ধৌত ও বজ্র পরিত্যাগ করিয়া তদ্বারা মহাদেবের অর্চ্চনা করিবে। বিশ্বপত্র অর্পণ করিবার সময় অধোমুখ করিয়া দিবে অর্থাৎ উপুড় করে দিবে।
আরও পড়ুন – শিবের প্রণাম মন্ত্র
ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App