মা লক্ষ্মী প্রণাম মন্ত্র ও প্রার্থনা মন্ত্র

মা লক্ষ্মী প্রণাম মন্ত্র ও প্রার্থনা মন্ত্র

আসুন আজকে আমরা লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র ও প্রার্থনা মন্ত্র জানব।

মা লক্ষ্মী প্রণাম মন্ত্র যথা—

ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সৰ্ব্বতঃ পাহি মাং দেবি মহালক্ষ্মী নমোহস্তু তে।।

মা লক্ষ্মী প্রার্থনা মন্ত্র —

ও বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। মহালক্ষ্মী নমস্তুভ্যং সুখরাত্রিং কুরুস্ব মে ॥ বর্ষকালে মহাঘোরে যন্ময়া দুষ্কৃতং কৃতম। সুখরাত্রিপ্রভাতেহদ্যতন্মে লক্ষ্মীর্ব্যাপোহতু ॥

যা রাত্রিঃ সর্ব্বভূতানাং যা চ দেবেষ্ববস্থিতা। সংবৎসরপ্রিয়া যা চ সা মমাস্ত সুমঙ্গলা ॥ মাতা ত্বং সর্ব্বভূতানাং দেবানাং সৃষ্টিসম্ভবা। আয়াতা ভূতলে সেবি সুখরাত্রি নমোহস্ত তে ৷

লক্ষ্মী স্তোত্রম —

ওঁ ত্রৈলোক্য-পূজিতে দেবি কমলে বিষ্ণুবল্লভে। যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা৷৷ ১ ৷৷ ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতিহরিপ্রিয়া। পদ্মা পদ্মালয়া সম্পদ রমা শ্রীঃ পদ্মধারিণী । ২। দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সংপূজ্য যঃ পঠেং। স্থিরা লক্ষ্মীর্ভবেৎ তস্য পুত্রদারাদিভিঃ সহ ।।৩।।

ইতি শ্রীপদ্মপুরাণে শ্রীলক্ষ্মীস্তোত্রং সমাপ্তম্।

Lakshmi Stotram Bengali

মা লক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র —

ওঁ নমস্তে সর্ব্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে। যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াত্তদৰ্চ্চনাৎ ॥ এষ সগন্ধপুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ। এইরূপে পুষ্পাঞ্জলি দিয়া নমস্কার করিবেন।

পড়তে থাকুন – বিষ্ণুর প্রণাম মন্ত্র ও বিষ্ণুর প্রার্থনা মন্ত্র

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে পেয়ে যাবেন। এখনি যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেল (Join Telegram)

Leave a Comment