বৃহস্পতি দেবের আরতী

বৃহস্পতি দেবের আরতী

বৃহস্পতি দেবের আরতী

ওঁ বৃহস্পতি দেবা, জয় বৃহস্পতি দেবা। ছিন ছিন্ ভোগ লাগাও কদলী ফল মেওয়া।। ওঁ ।।

ও বৃহস্পতি দেবের আরতী এ তুমি পূর্ণ পরমাত্মা তুমি অন্তৰ্য্যামী। জগৎপতি জগদীশ্বর তুমি সকলের স্বামী।। ওঁ ।।

চরণামৃত নিত্য নির্মল সব পাতক হর্তা। সকল মনোরথ দায়ক কৃপা করো ভর্তা।। ওঁ ।।

বৃহস্পতি দেবের আরতী

তবু মন মন অর্পণ কর জো তোমার শরণ পড়ে। প্রভু পরগট্ তার আগে খড়ে।। ওঁ ।।

দীন দয়াল কৃপানিধি, ভক্তের হিতকারী। পাপ দোষ দুঃখ হর্তা, ভব বন্ধন মোচন কারী।। ওঁ ।।

সকল মনোরথ দায়ক সব সংশয়হারী। বিষয় বিকারো মিটাও সাধু না সুখকারী।। ওঁ ।।

জো কো আরতী তেরী ভক্তি সহিত গায়ে। জ্যেষ্ঠানন্দ বসন্ত সো ফল নিশ্চয় পাবে।। ওঁ ।।

জয় শ্রীবিষ্ণু ভগবান কী জয়। জয় বৃহস্পতিদেব ভগবান কী জীয়।

আরও পড়ুন – দেবগুরু বৃহস্পতির কাহিনী

শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে পেয়ে যাবেন (Join Telegram)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ Radha Krishna Leela Happy Holi Shivratri: শিবের এই ফুলগুলি খুব প্রিয় Mahashivratri: চার প্রহরে শিবের মাথায় যা দিয়ে স্নান করাতে হয় Top 5 Shiva powerfull mantra