পৃথিবীর ধ্যান
পৃথিবী পূজার সময় বা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই ধরিত্রীর ধ্যান মন্ত্র ও প্রণাম মন্ত্র পাঠ করা আবশ্যক। এখানে তিনটি ধ্যান মন্ত্র দেওয়া হল। যেকোনো একটি ধ্যান মন্ত্র পাঠ করলেই হবে।
(১) ও সুরূপাং প্রমদারূপাং দিব্যাভরণভূষিতাম্। ধ্যাত্বা তামৰ্চয়ে দেবীং পরিতুষ্টাং স্মিতাননাম।
(২) ও শ্বেতচম্পক বর্ণাভাং শরচ্চন্দ্র সমপ্রভাম্। চন্দনোক্ষিত সর্বাঙ্গীং রত্নভূষণ ভূষিতাম্।। রত্নাধারাং রত্নগর্ভাং রত্নাকর সমন্বিতাম্। চন্দনোক্ষিত সর্বাঙ্গীং রত্নভূষণ ভূষিতাম্।।
(৩) ধ্যায়ে তাং বসুধাং দেবীং ত্রিদশৈরপি পূজিতাম্। প্রিয়কলিকাশ্যামাং মুকুটাদ্যৈরলম্ তাম্।। দিব্যবস্ত্র পরীধানাং দিব্যগন্ধানুলেপনাম্। যজ্ঞপুণ্যপ্রদাং সৌম্যাৎ পীনোন্নত পয়োধরাম্।।
এরপর পৃথিবীর প্রণাম মন্ত্র ও প্রার্থনা মন্ত্র পাঠ করবেন। সম্ভব হইলে পৃথিবীর স্তোত্রম পাঠ করুন।
পৃথিবী পূজার সঠিক নিয়ম জানতে পূজা প্রকরণ এ যান।
ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে। এখনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।