মঙ্গল দেব কবচ মন্ত্র

Mangal Dev Kavach Mantra

মঙ্গল কবচ | Mangal Dev Kavach Mantra

শ্রীশিব উবাচ। শঃণু দেবি মহেশানি ভৌমস্য কবচং মুদা। পঠনাদ্ধারণাদ্ যস্য ভৌমরিষ্টং প্রণশ্যতি।। অস্য শ্রীমঙ্গলমহাগ্রহকবচস্য ভরদ্বাজঋষিঃ পঠনাষ্টকপক্তিছন্দঃ শ্রীমঙ্গলো দেবতা শ্রীমঙ্গলপ্রীত্যর্থং জপে বিনিয়োগঃ।

অং আং মে শিরঃ পাতু ইং ঈং পাতু কপালকং।। উং ঊং কর্ণো সদা পাতু ঋং স্বং মেপাতু ভালকং। ৯ং পাতু সদা গণ্ডৌ এং ঐং পাতু শ্রুতী মম।। অং পাতু মম হৃদয়ং অঃ সৰ্ব্বাঙ্গে মমাবতু। ইদং ভৌমস্য কবচং প্রাতরুথায় যঃ পঠেৎ। সৰ্ব্বব্যাধিবিনির্মুক্তো গ্রহপীড়া ন দারুণা।

Mangal Dev Kavach Mantra

ভৌমবারে নিশাভাগে উপবাসং করোতি যঃ। ঋণগ্রস্তো ঋণরেখামঙ্গারেণৈব কারয়েৎ। প্রোয়েদ বামপাদেন ঋণং ত্যক্ত্বা ধনং লভেৎ।। কবচং ত্রিঃ পঠেদ্দেবি নিশামধ্যে বরানেন। প্রাতঃ স্নাত্বা দ্বিজোহ ভ্যর্চ্চ পারণাঞ্চ স্বয়ঞ্চরেৎ।।

এবং সমাপ্তং দেবেইশ যঃ কুৰ্য্যাদ ভক্তিভাবতঃ। ঋণান্মুক্তো মহেশানি ধনমাপ্নোতি পুষ্কলং ।। ভূর্জ্জপত্রে ত্বিমাং বিদ্যাং রক্তচন্দনমিশ্রিতে। সিংহমূলাণ্বিতাং কৃত্বা তাম্রস্থাং ধারয়েদ্ যদি। শ্রুত-ব্রণাদি যাবন্তো দোষা নস্যন্তি পাৰ্ব্বতি।।

মঙ্গলগ্রহ ধ্যান মন্ত্র

ওঁ আবন্তং ক্ষত্রিয়ং রক্তং মেষস্থং চতুরঙ্গুলম্। আরক্তমাল্যবসনং ভারদ্বাজং চতুর্ভুজম্।। দক্ষিণোক্রমাচ্ছক্তিবরাভয়গদাকরম্। আদিত্যাভিমুখং দেবং তদ্বদেব সমাহুয়েৎ।।

স্কন্দাধিদৈবতং ভৌমং ক্ষিতিপ্রত্যধিদৈবতম্।। ধ্যান করে মানসপূজা, পুনর্ব্যান এবং ওঁ ভূর্ভুবঃ স্বঃ ভো মঙ্গল ইহাগচ্ছ ইত্যাদি মন্ত্রে আবাহনান্তে ওঁ

মঙ্গল গ্রহ প্রণাম মন্ত্র

ওঁ ধরণীগর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জসমপ্রভম্। কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম্।।

আরও পড়ুন – সোম (চন্দ্র দেব) কবচ

স্তব স্তোত্রম কবচ পাঠের নিয়ম

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga Top 5 Ganesh Mantra for Ganesh Chaturthi Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ Radha Krishna Leela Happy Holi