মহা সপ্তমী তে মা দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র

মহা সপ্তমী তে মা দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র । Maa durga pushpanjali mantra on Maha Soptami

বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা। প্রতিবছর শরৎকালে যে শারদীয়া দুর্গাপূজা হয় সেই দুর্গাপূজায় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক নর-নারী মা দুর্গার পূজার্চনায় মেতে থাকেন।

বেশিরভাগ মানুষ দুর্গা মন্ডপে গিয়ে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রতিদিন পুষ্পাঞ্জলী দিয়ে থাকেন কিন্তু যারা যারা দুর্গা মন্ডপে যেতে পারেন না বা যাদের ঘরে মা দুর্গার মূর্তি রয়েছে বা ঘট রয়েছে প্রত্যেকেই ঘরে বসে মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলী দিতে পারবেন।

আজ এখানে মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সঠিক নিয়ম ও মন্ত্র শিখে নিতে পারবেন। এই আর্টিকেল এ আজ আমরা জানব মহা সপ্তমী তে মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র।

মহা সপ্তমী তে শুদ্ধাসনে শুদ্ধ বস্ত্রে ধুপ দ্বিপ জেলে ধুনর ধোয়া ধীয়ে মা দুর্গাকে নিজের যথা শক্তি উপচারে পূজা করে সব শেষে মাকে মায়ের চরণে তিন বার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন।

পুষ্পাঞ্জলি নিয়ম – চন্দন নিয়ে প্রত্যেকের কপালে ফোটা নেবেন তারপর প্রথমে আচমন করে নেবেন। বাম হাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙুল দিয়ে ঐ জল মুখে ছিটা দেবেন আর মন্ত্র বলবেন “নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু” এই ভাবে তিনবার করবেন। তারপর দু হাত জোর করে অপবিত্র পাঠ করবেন ও বিষ্ণু স্মরণ করবেন।

অপবিত্র পাঠ – অপবিত্রঃ পবিত্রো বা সৰ্ব্বাবস্থাং গতোঽপি বা। যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচিঃ ।।

বিষ্ণু স্মরণ – নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি । মাধব স্মরন্তি সাধব সর্ব কার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধবায় নমঃ।। (আরও জানতে এখানে ক্লিক করুন)

Maa durga pushpanjali mantra on Maha Soptami

(সামনে মা লক্ষ্মীর পূজা যারা নিজেদের ঘরে মা লক্ষ্মীর প্রতিমা তুলে পূজা দেবেন। কিন্তু পুরোহিত পাচ্ছেন না অথবা কাজের চাপে বাজারে যেতে পারছেন না।

কোন চিন্তা নেই আমাদের ভারতশাস্ত্র শপ (Bharatsastra Shop) থেকে মা লক্ষ্মী পূজার সমস্ত দশকর্মার জিনিস কিনতে পারবেন ও পুরোহিত ও বুক করতে পারবেন। শুধু মাত্র বাড়িতে বসে বুক ও অর্ডার করে দিন লক্ষ্মী পূজার আগে আপনার ঠিকানায় সমস্ত দশকর্মার জিনিস পৌছে যাবে এবং পুজোর দিন সঠিক সময়ে পুরোহিত পৌছে যাবে।)

এরপর ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে করজোরে নিচের মা দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র গুলি পাঠ করবেন

মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাম্। বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহম্ ॥ সৰ্ব্বদেবময়ীং দেবীং সর্ব্বলোকভয়াপহাম্। ব্রহ্মেশ বিষ্ণুনমিতাং প্রণমামি সদা উমাম্ ॥

প্রনাম করে মা দুর্গার চরণে বা ঘটে মা দুর্গার পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে মহাসপ্তমী তে মা দুর্গার দ্বিতীয় পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করবেন।

Maa durga pushpanjali mantra on Maha Soptami

বিন্ধ্যস্থাং বিন্ধ্যনিলয়াং দিব্যস্থাননিবাসিনীম্। যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমাম্যহম্ ॥ ঈশানমাতরং দেবীমীশ্বরীমীশ্বরপ্রিয়াম্। প্রণতোহস্মি সদা দুর্গাং সংসারার্ণবতারিণীম্ ॥

প্রনাম করে মা দুর্গার চরণে বা ঘটে মা দুর্গার পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে তৃতীয় মন্ত্রটি পাঠ করবেন।

দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্করপ্রিয়ে। মহিষাসৃঙ্ মদোন্মত্তে প্রণতোহস্মি প্রসীদ মে ॥ হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখং। হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে ।।

এইভাবে দুর্গার চরণে বা ঘটে মা দুর্গার তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং তারপর ভগবাতি দুর্গার  প্রনাম মন্ত্র পাঠ পূর্বক প্রণাম করবেন। এবং দুর্গার স্তোত্রম টি পাঠ করবেন। দেবী দুর্গার স্তোত্রম টি পাঠ করার জন্য এখানে ক্লিক করুন

Maa durga pushpanjali mantra on Maha Soptami

শেষে ব্রাহ্মণ কে যথা শক্তি দক্ষিনান্ত করিবেন এবং ব্রাহ্মণ সকলের মাথায় শান্তি জল ছড়া দেবেন।

আরও পড়ুন – মা দুর্গার সকল মন্ত্র

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook,  What’s App এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

 

 

1 thought on “মহা সপ্তমী তে মা দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র”

Average 
 5 Based On 1

Leave a Comment