গণেশ প্রাতঃস্মরণ স্তোত্রম্

গণেশ-প্রাতঃস্মরণ-স্তোত্রম্ | Ganesh Morning mantra —

সকল দেব দেবীর পূজার প্রথমে গণেশ এর পূজা হয়ে থাকে। আমরা ভগবান গণেশ কে সিদ্ধিদাতা বলে সম্বোধন করে থাকি কারণ তিনি সমস্ত কাজকে সুসম্পন্ন বা সফল করেন।

প্রতি বছরে দুইবার গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)পূজা হয়ে থাকে। ভাদ্র শুক্লা পক্ষের চতুর্থী তিথি এবং। সরস্বতী পূজার আগেরদিন শুক্লা চতুর্থীর দিন সিদ্ধি বিনায়ক (Siddhi Vinayak) ভগবান গণেশ এর (Ganesh Chaturthi) গণেশ চতুর্থী পূজা হয়।

শ্রী গণেশ প্রাতঃ স্মরণ স্তোত্রম টি প্রতিদিন সকালে উঠে পাঠ করলে গণপতি মহাশয় তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে সকল সুখ সাম্রাজ্য দিয়ে থাকে। যে এই স্তোত্রম টি সকালে ঘুম থেকে উঠে পাঠ করেন সিদ্ধিদাতা তার সকল কাজ সফল করেন।

Ganesh Morning mantra
Ganesh puja all mantra in bengali
Ganesh puja all mantra in bengali

গণেশ প্রাতঃস্মরণ স্তোত্রম্ | Ganesh morning mantra

ওম্ শ্রী গণেশায় নমঃ

প্রাতঃ স্মরামি গণনাথম নাথবন্ধুং, সিন্দুরপুর-পরিশোভিত-গণ্ডযুগ্মম্। উদ্দণ্ডবিঘ্ন পরিখণ্ড নচণ্ডদণ্ড মাখণ্ডলাদি সুরনায়ক বৃন্দ-বন্দ্যম্ ॥ ১

প্রাতর্নমামি চতুরানন বন্দ্যমান- মিচ্ছানুকুল মখিলঞ্চ বরং দদানম্। তং তুন্দিলং দ্বিরসনাধিপ-যজ্ঞসূত্রং পুত্রং বিলাসচতুরং শিবয়োঃ শিবায় ॥ ২

প্রাতর্ভজাম্য ভয়দং খলু ভক্তশোক- দাবানলং গণবিভূং বর কুঞ্জরাস্যম। অজ্ঞান-কানন-বিনাশন-হব্যবাহ মুৎসাহবৰ্দ্ধনমহং সুতমীশ্বরস্য ॥ ৩

শ্লোক ত্ৰয়মিদং পূণ্যং সদা সাম্রাজ্য দায়কম্। প্রাতরুত্থায় সততং প্রপঠেৎ প্রযতঃ পুমান্ ॥ ৪ ইতি শ্রী গণেশ প্রাতঃস্মরণ-স্তোত্রং সম্পূর্ণম্।

গণেশের প্রণাম মন্ত্র

ওঁ একদন্তং মহাকায় লম্বোদর গজাননম্। বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণামাম্যহম্।।

আথবা – ওঁ দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দ কণারূণাঃ। বিঘ্নং হেরন্তু হেরম্ব চরণাম্বুজরেণবঃ।।

সিদ্ধিদাতা গণেশের আরও একটি প্রণাম মন্ত্র রয়েছে সেটি ও নিচে দেওয়া হল।

সর্ববিঘ্ন বিনাশয় সর্ব মঙ্গল হেতবে। পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমঃ।

আরও পড়ুন – গণেশ পূজার সকল মন্ত্র

ভারত শাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে পেয়ে যাবেন। এখনি যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্য়ানেলে । টেলিগ্রামে যুক্ত হতে এখানে ক্লিক করুন (Join Telegram)

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment