মহাভারতের গান্ধারীর একশ জন পুত্রের নাম : Gandhari 100 sons names

মহাভারতের গান্ধারীর একশ জন পুত্রের নাম : Gandhari 100 sons names

ব্যাসদেব রচিত মহাভারতের গান্ধারীর চরিত্র টি এক অনন্য চরিত্র। আমরা সকলেই জানি মহাভারতে হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধার কন্যা গান্ধারীর বিবাহ হয়েছিল এবং তাঁদের ১০১ টি সন্তান জন্ম গ্রহন করে ছিল ।

তাঁদের একশ জন পুত্র সন্তান  ও একজন কন্যা সন্তান ছিল । আজকে আমরা ধৃতরাষ্ট্র ও গান্ধারীর একশ জন ছেলে ও একজন মেয়ের নাম জানব।

গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের একশজন পুত্র গুলির নাম – 

১. দুর্যোধন ২. যুযুতসুরাজ ৩. দুঃশাসন ৪. দুঃসহ ৫. দুঃসল ৬. জলসনদ্ধ ৭. সম ৮. সহ ৯ বিন্দ ১০. অনুবিন্দ  ১১. দুর্ধর্ষ ১২. সুবাহু ১৩. দূষপ্রধর্ষণ ১৪. দুমর্শন ১৫. দুর্মুখ ১৬. দূষকর্ণ ১৭. কর্ণ ১৮. বীবিংসতী ১৯. বিকর্ণ ২০. শল ২১. সত্ত্ব ২২. সুলোচন ২৩. চিত্র

২৪. ঊপচিত্র ২৫. চিত্রাক্ষ ২৬. চারুচিত্র ২৭. শরাসন ২৮. দুর্মদ ২৯. দুরবিগহ ৩০. বিবিতসু ৩১. বিকটানন ৩২. ঊর্ণনাভ ৩৩. সুনাভ ৩৪. নন্দ ৩৫. উপনন্দ ৩৬. চিত্রবান ৩৭. চিত্রবর্মা ৩৮. সুবর্মা ৩৯. দুরবিমচন ৪০. অয়বাহু ৪১. চিত্রাঙ্গ

৪২. চিত্রকুণ্ডল ৪৩. মহাবহু ৪৪. ভীমবেগ ৪৫. ভীমবাল ৪৬. বলাকি ৪৭. বলবর্ধন ৪৮. ঊগ্রাউধ ৪৯. শূরসেন ৫০. কুন্ডধার ৫১. মহোদয় ৫২. চিত্রাঊধ ৫৩. নিষঙ্গী ৫৪. পাশী ৫৫. বিন্দরক ৫৬. দীরবর্মা ৫৭. দীরক্ষেত্র ৫৮. সমকীর্তি ৫৯. অনুদর

৬০. দীরসনদ্ধ ৬১. সত্যসনদ্ধ ৬২. জরাসনদ্ধ ৬৩. সদ ৬৪. সুবাক ৬৫. অগ্রশ্রবাঃ ৬৬. অগ্রসেন ৬৭. দূস্পরাজয় ৬৮. অপরাজিত ৬৯. কুণ্ড শায়ী ৭০. বিশালক্ষ ৭১. দুরাধর ৭২. দৃঢ় হস্ত ৭৩. সুহস্ত ৭৪. বতবেগ ৭৫. সুবরচা ৭৬. আদিত্যকেতু ৭৭. বহাসি ৭৮. নাগদত্য ৭৯. অগ্রজায়ু

৮০. কবচী ৮১. ক্রথ্ন ৮২. কুন্ত ৮৩. ধনুর্ধর ৮৪. উগ্র ৮৫. ভিমরথ ৮৬. বিরবাহু ৮৭. আলোলুপ ৮৮. অভয় ৮৯. অনঅধৃষ্য ৯০. কুণ্ডভেদী ৯১. বিরাধী ৯২. দীর্ঘলোচন ৯৩. প্রমথ ৯৪. প্রমথি ৯৫. দীর্ঘরমা ৯৬. দীর্ঘওবাহু ৯৭. ব্যুঢ়রু ৯৮. কনকধজ ৯৯. কুন্ডশি ১০০. বিরজা।

গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের একজন কন্যা সন্তান ছিল – তার নাম দুঃশলা

 

পড়তে থাকুন – সঙ্কট মঙ্গলচণ্ডীর ব্রত: Sankat Mangalchandi

ভারতশাস্ত্রের সমস্ত আপডেট এখন টেলিগ্রামে (Join Telegram)

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment

Veer Bal Diwas: A Tribute to Courage and Sacrifice হিন্দু ধর্মে পঞ্চ দেবতা কারা ? HIndu Gods HD Wallpaper Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga