শ্রী শ্রী চণ্ডী অধ্যায় ৪ সারাংশ

শ্রী শ্রী চণ্ডী অধ্যায় ৪ সারাংশ | Chandi Chapter 4 saramsha in bengali

শ্রী চণ্ডী পাঠের এই সারাংশ সেরিজে (Chandi Chapter 4 saramsha in bengali) আমরা আগের অধ্যায় গুলিতে জেনেছি মধুকৈটভ বধ, মহিষাসুরের সৈন্য বধ, মহিষাসুর বধ, আজ আমরা জানব, চণ্ডীর চতুর্থ অধ্যায়ে শত্রুাদিকৃত দেবীস্তুতি। যারা আগের অধ্যায় গুলি পড়েননি, তার অবশ্যই আগের অধ্যায়গুলি পরে তারপর চতুর্থ অধ্যায় (Chandi Chapter 4 in bengali) পড়লে অপনরার তবেই ভাল করে বুঝতে পারবেন।

চতুর্থ অধ্যায় (শত্রুাদিকৃত দেবীস্তুতি)

দেবী মহামায়া মহিষাসুরকে বধ করলে পর ইন্দ্র প্রভৃতি দেবতারা মাথা নীচু করে ভক্তিভরে আনন্দের সঙ্গে চার রকম বাক্যে দেবীর স্তুতি করতে লাগলেন। চার রকম বাক্য বলতে, (১) অর্থরূপা বৈখরী, (২) শ্রাব্য মধ্যমা, (৩) জ্ঞানগম্যা পশ্যন্তী আর (৪) ব্রহ্মরূপা সূক্ষ্মা।

যথা-বৈখরী শব্দনিষ্পত্তির্মধ্যমা শ্রুতি গোচরা। দ্যোতিতার্থা চ পশ্যন্তী সূক্ষ্মী চাপ্যনপায়িনী।।

Chandi chapter Praise to the Gods after the killing of Mahishasura
মহিষাসুর বধের পর দেবতাদের স্তুতি | Image credit freepik

নানারকম স্তুতিবাক্য দিয়ে স্তব করে দেবতারা মহামায়াকে নানান উপচার দিয়ে পুজোও করলেন। তাঁদের এই স্তবে ও পূজায় সন্তুষ্টা হয়ে দেবী বললেন, আমি তোমাদের স্তবে ও পূজায় সন্তুষ্ট হয়েছি; সুতরাং তোমরা আমার কাছে যা চাও বল, আমি দেব।

দেবতারা উপচারে দেবীর পুজো করছেন | Image credit freepik

দেবতারা বললেন, আপনি আমাদের শত্রু মহিষাসুরকে বধ করে আমাদের সব আশাই মিটিয়েছেন। আর আমাদের চাওয়ার কিছু নাই,তবে যদি আপনি দয়া করে বর দিতে চান, তাহলে আমাদের প্রার্থনা যে, যখনই আমরা আপনাকে ‘স্মরণ করব, তখনই আপনি আবির্ভূতা হয়ে আমাদের বিপদ নাশ করবেন এবং সেই সঙ্গে আর একটি প্রার্থনা, যে সমস্ত মানুষ আমাদের এই স্তুতি বাক্য দ্বারা আপনার স্তব করবে, তাদেরও আপনি জ্ঞান, সমৃদ্ধি, ঐশ্বর্য্য, স্ত্রী, পুত্রাদি বৃদ্ধি করবেন। দেবীও তাঁদের প্রার্থনা শুনে ‘তথাস্তু’ বলে অন্তর্হিত হ’য়ে গেলেন।

মেধস মুনি এই পর্যন্ত দেবীর মাহাত্ম্য-কথা বলে বললেন যে, এবার আমি তোমাদের দেবী গৌরী মূর্তিতে কিভাবে শুস্ত নিশুস্তকে বধ করে ছিলেন, সেই বৃত্তান্ত শোনাব।

মেধস্ মুনি দেবীর মাহাত্ম্য-কথা বলছেন | Chandi Chapter 4 saramsha in bengali

মেধস্ মুনির মুখ থেকে দেবী দুর্গার নানাভাবে আবির্ভাবের কথা জানুন শ্রী শ্রী দেবীমাহাত্ম্য / চণ্ডীর পরবর্তী অধ্যায় গুলিতে। তাই পড়তে থাকুন জানতে থাকুন ভারত শাস্ত্র

আগের অধ্যায় পড়ুন – শ্রী শ্রী চণ্ডী অধ্যায় ৩ সারাংশ

আমাদের এই পোস্ট টি ভাল লাগলে অন্যদেরকে শেয়ার করতে পারেন। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এছাড়া আপনার মতামত জানতে পারেন।

আমরা সম্পূর্ণ ফ্রী তে হিন্দু ধর্মের মন্ত্র স্তোত্রম ব্রতকথা ইত্যাদি হিন্দু ধর্মের পূজা অর্চনা শেখানোর চেষ্টা করছি। আপনি খুশি হয়ে আমাদের কে কিছু অর্থনৈতিক সাহায্য করলে আমরা আপনার কাছে বাধিত থাকিব। অর্থনৈতিক সাহায্য করতে এখানে ক্লিক করুন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment