গঙ্গাসাগর স্নান মন্ত্র | Gangasagar snan mantra
গঙ্গা যাত্রা বা গঙ্গা স্নান বা সাগর মেলা বা গঙ্গা সাগরমেলা হল ভারতবর্ষের এমন একটি উৎসব যা প্রতিবছর পৌষ মাসের সংক্রান্তি অর্থাৎ শেষ দিনে ইংরেজি জানুয়ারিতে 14 থেকে 20 তারিখের মধ্যে উনুষ্ঠিত হয়ে প্রায় একমাস এই অনুষ্ঠান টি থাকে। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ তীর্থ যাত্রীরা গঙ্গা সাগরে আসে এই মেলায়। এই মেলায় আয়োজক রাজ্য হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
বিশেষতঃ গঙ্গা স্নান বলতে পৌষমাসের সংক্রান্তি বা মকর সংক্রান্তি তে যে স্নান হয় তা বোঝায়। তবে আমরা এখানে পৌষমাসের সংক্রান্তি বা মকর সংক্রান্তি এবং মাঘী পূর্ণিমা এই দুটি গঙ্গা স্নান মন্ত্র জানব।
পৌষমাসে গঙ্গাসাগর সঙ্গমে স্নান সঙ্কল্পবাক্য –
“বিষ্ণুঃ ওম্ তৎসদদ্য পৌষে মাসি তুলারাশিস্থে ভাস্করে অমুকে পক্ষে উত্তরায়ণসংক্রান্ত্যাং অমুকতিথৌ অমুকগোত্রঃ শ্রীঅমুকদেবশর্মা বা দাসো বা সর্ব্বপাপক্ষয়কামঃ অস্মিন্ গঙ্গাসাগরসঙ্গমে স্নানমহং করিয্যে।”
পৌষমাসে গঙ্গাসাগর স্নানে বিশেষ মন্ত্র
ওঁ ত্বং দেব সরিতাং নাম ত্বং দেবি সরিতাং বরে। উভয়োঃ সঙ্গমে স্নাত্বা মুঞ্চামি দূরিতানি বৈ। ওঁ বিষ্ণুপাদার্থ্যসম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনি। ধর্মদ্রবীতি বিখ্যাতে পাপং মে হর জাহ্নবি ॥ শ্রদ্ধয়া ভক্তিসম্পন্নে শ্রীর্মাতর্দেবি জাহ্নবি। অমৃতেনাম্বুনা দেবি ভাগীরথি পুনীহি মাম্ ॥
উক্ত মন্ত্র পাঠ করিয়া গঙ্গাকে প্রণাম করতঃ জলে অবতরণ করিয়া অবগাহন স্নান করিবেন। তাহার পর জল হইতে উঠিয়া সামান্য গঙ্গা মৃত্তিকা লইয়া নিজ গাত্রে উহা লেপন করিবেন। মন্ত্র যথা –
গাত্রে গঙ্গামৃত্তিকা লেপন-মন্ত্র
ওঁ অশ্বক্রান্তে রথক্রান্তে বিষুদ্রান্তে বসুন্ধরে। মৃত্তিকে হর মে পাপং যন্ময়া দুষ্কৃতং কৃতম্ । উদ্ধতাসি বরাহেণ কৃষ্ণেন শতবাহুনা। আরুহা মম গাত্রাণি সর্বং পাপং প্রমোচয়। নমস্তে সর্বভূতানাং ভববারিণি সুরতে।
অনন্তর প্রথমে অঙ্গুলি দ্বারা চক্ষুদ্বয়, কর্ণদ্বয়, নাসিকাদ্বয় এবং মুখমণ্ডল আচ্ছাদন করতঃ পূর্ব্ব দিকে মুখ করিয়া তিনবার ডুব দিবেন। তদনন্তর নিম্ন লিখিত মন্ত্র পাঠ করিবেন। মন্ত্র যথা-
গঙ্গা স্নানান্তে পাঠ্য মন্ত্র
ওঁ গঙ্গা গঙ্গেতি যো ক্রয়া যোজনানাং শতৈরপি। মুচাতে সর্ব্বপাপেভ্যো বিষ্ণুলোকং স গচ্ছতি ॥ পাপোহহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবা। ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব্বপাপহরো হরিঃ।
তাহার পর গঙ্গাস্তোত্র পাঠ করিবেন এবং গঙ্গা প্রণাম মন্ত্র
মাঘমাসে গঙ্গাসাগর স্নান সঙ্কল্পবাক্য-
“বিষ্ণুঃ ওম্ তৎসদদ্য মাঘে মাসি মকররাশিস্থে ভাস্কার অমুকে পক্ষে অমুকতিথাবারভ্য মকরস্থরবিং যাবৎ অমুকগোত্রঃ শ্রীঅমুকদেবশর্মা দাসো বা শ্রীবিষ্ণুপ্রতিকামঃ প্রত্যহং প্রাতঃস্নানমহং করিয্যে।” (গঙ্গাস্নানে-“শ্রীঅমুকদেবশর্মা দাসো বা বিষ্ণুপ্রীতিকামঃ প্রত্যহং গঙ্গায়াং প্রাতঃস্নানকর্মাহং করিষ্যে” এইমাত্র বিশেষ হইবে)।
মাঘমাসে গঙ্গাসাগর স্নানে বিশেষ মন্ত্র
ওঁ মাঘমাসমিমং পুণ্যং স্নাম্যহং দেব মাধব। তীর্থস্যাস্য জলে নিত্যং প্রসীদ ভগবন্ হরে । ১ দুঃখদারিদ্র্যনাশায় শ্রীবিষ্ণোস্তোষণায় চ। প্রাতঃস্নানং করোমাদ্য মাঘে পাপবিনাশম্ ॥ ২ মকরস্থে রবৌ মাঘে গোবিন্দাচ্যুত মাধব। স্নানেনানেন মে দেব যথোক্তফলদো ভব । ওঁ বিষ্ণুপাদার্থ্যসম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনি। ধর্মদ্রবীতি বিখ্যাতে পাপং মে হর জাহ্নবি ॥ শ্রদ্ধয়া ভক্তিসম্পন্নে শ্রীর্মাতর্দেবি জাহ্নবি। অমৃতেনাম্বুনা দেবি ভাগীরথি পুনীহি মাম্ ॥
তাছাড়া বাকিটা পৌষ সংক্রান্তি স্নান এর মতই হবে।
গঙ্গাসাগর স্নান এর ফলাফল
মকর সংক্রান্তি তে গঙ্গাসাগরের পবিত্র জলে ডুব দিলে শরীর ও মনের সমস্ত পাপ দূর হয়ে যাবে এবং মুক্তির দিকে অগ্রসর হবে।
আমাদের এই পোস্ট টি ভাল লাগলে অন্যদেরকে শেয়ার করতে পারেন। আমরা সম্পূর্ণ ফ্রী তে হিন্দু ধর্মের মন্ত্র স্তোত্রম ব্রতকথা ইত্যাদি হিন্দু ধর্মের পূজা অর্চনা শেখানোর চেষ্টা করছি। আপনি আমাদের কে কিছু অর্থনৈতিক সাহায্য করলে আমরা আপনার কাছে বাধিত থাকিব। সাহায্য করতে নিচের বাটনে ক্লিক করুন।
আরও পড়ুন – গঙ্গা স্নানের নিয়ম ও মন্ত্র