কালী পূজার ফর্দমালা বা প্রয়োজনীয় দ্রব্য
কালী পূজায় প্রয়োজনীয় দশকর্মার দ্রব্য – সিদ্ধি ১.০০, সিঁদুর ২৫ গ্রাম, তিল ১.০০, যব ১.০০, হরিতকি ৫, সুপারি ১৫, আলতাপাতা ৪, রাঙাসুতা ৩, পৈতা ৪, লালজোর ৪, নীল জোর ১, ধুপ, ধুনা, মোমবাতি, তুলা ৫.০০, গব্য ঘৃত, মধু, কাতান ১, মাষকলাই, শ্বেত সরিষা ১.০০, শাঁখা ৪, লোহা ২, পলা ৪, পঞ্চশস্য ১.০০, সর্ববৌষধি ১, মহৌষধি ১, গ্রহঔষধি ১। কুমকুম ১, মৃগনাভি ১, পঞ্চরত্ন ১, নবরত্ন ১, গোরচনা১, পঞ্চগুড়ি ১০০x৫, গুগগুল ১০.০০, পান মসলা, কাঠের মালা ৩, ঘুমসি ৪, রুদ্রাক্ষের মালা ১, বরণাঙ্গুরি ৫, মধু পর্ক ১, জবা মালা, ঘট চাঁদ মালা ২, হাতের চাঁদমালা ১, সাদা চন্দন, লাল চন্দন, কড়ি, ঐ চুপড়ি, ঐ সাজ, বরন সাজ, আবাটা, আলতা ২, সিঁদুর কৌটা ২, আভরণ দ্রব্য ২, কর্পূর, দর্পণ ১, অগুরু ১, সেন্ট, গোলাপ জল ১, সপ্ত সমুদ্রের জল ১, তিল তেল ১, বিষ্ণু তেল ১, নামাবলী ১, চৌকি ১ (চণ্ডী পাঠ হলে ২), পাট কাঠি, কুশ, কুশাসন
কালী পূজায় মাটির জিনিস পত্র – দেবী ঘাট ১, শান্তি ঘট ১, দর্পণ ঘট ১, কণা ঘট ৬, দ্বার ঘট ২, সহস্রঝাড়া ১, দ্বীপ দারুক ১ (চণ্ডী পাঠ হলে ২), ধুনসি ১, সারা ৩, মালসা ১, রচনা ২, খুরী ১২, বরণডালা স্ব-সাজ, কলকে
কালী পূজায় বস্ত্র – নারায়ণের ধুতি ১, মহাকালের ধুতি, কালীর শাড়ি ১, শান্তির শাড়ি ১, (চণ্ডী পাঠ হলে চণ্ডীর শাড়ি ১), গুরুর বরণ বস্ত্র ১ , পুরোহিত বরণ বস্ত্র ১, ব্রতীর বস্ত্র ১, ঢাকির বস্ত্র ১, মোট গামছা – ৫ ( ঘটে ১, শান্তি ঘটে ১, ঝুলি ১, মোকামে ১, হোমে ১)
অন্ন জল ও শয্যা দ্রব্য – ষোড়শ উপচারে পূজা হলে অন্ন জল ও শয্যা দ্রব্য প্রয়োজন। মাদুর, চাদর, বালিশ, পাখা, কাংস থালা, ঐ গ্লাস, ঐ বাটি।
প্রয়োজনীয় ফলমূল – ছোলা, মটর, পাকা কলা, চাটিম কলা, শীষ ডাব ২, পূজার ডাব, নারকেল, অন্যান্য ফলমূল।
প্রয়োজনীয় মিষ্টান্ন – দই, চিনি, বাতাসা, মিছিরি, চিড়া, মুড়কি, অন্যান্য মিষ্টান্ন।
হোমের দ্রব্য – ইট, বালি, কাঠ, গব্য ঘৃত, উড়ম্বর – ১০৮ যজ্ঞেশ্বর, ২৮ বাস্তু, বিল্বপত্র – ১০৮ কালীর, ১০৮ শিব, ২৮ চণ্ডী, ২৮ শান্তি, নবগ্রহ হোম হলে আকন্দ – ৮, পলাশ -৮, খদির – ৮, আপাং – ৮, অশ্বত্থ – ৮, উড়ম্বর – ৮, শামী – ৮, দুর্ববা – ৮, কুশ – ৮, আহুতি দ্রব্য – শ্বেত নারকেল, পূর্ণপাত্র – ২৫৬ মুষ্টি চাল, স্বর্ণ, রৌপ্য,
বাড়ির যোগাড় – দধি, দুগ্ধ, গমুত্র, গোময়, ফুল, চন্দন, দুর্ববা, গোনা দুর্ববা ১০৮, তুলসী পাতা, বেলপাতা, বেলপাতার মালা, কলাপাতা, কলাগাছ, তীর ৪, তেকাটা ১, পঞ্চপল্লব ৩, আম্রশার বেষ্টন, আল্টা, ফুলের মালা, স্বস্তিক, এয়ো স্ত্রী, পদ্মফুল, জবা ফুল, জবা ফুলের মালা, গঙ্গা জল, গঙ্গা মৃত্তিকা, কশাকুশী , শঙ্খ, ঘণ্টা, বসার আসন, আলপনা, বাটা হরিদ্রা, সিরণী, ক্ষীর, পঞ্চব্যঞ্জন, পিঠা, আরও অন্যান্য নৈবেদ্য।
আতপ চাল, সিদ্ধ চাল, ধান, খুচরা টাকা, ব্রাহ্মণ এর দক্ষিণা, ব্রাহ্মণ ভোজন ও দান।
আরও পড়ুন – শ্যামা কালী পূজা সকল মন্ত্র
ভারত শাস্ত্র এর সমস্ত আপডেট এখন Telegram এবং What’s App এ পেয়ে যাবেন।