তুলসী স্তোত্রম মন্ত্র

তুলসী স্তোত্রম্ – Tulsi Stotram

তুলসী মা বৃন্দা। ভগবান শ্রী কৃষ্ণের প্রিয় তুলসী কে পূজা করিলে মোক্ষ প্রাপ্তি হয়। প্রতিদিন তুলসীর অর্চনা করিলে কৃষ্ণ পদ প্রাপ্তি হয়।

প্রতিদিন সকালে স্নান করে উঠে তুলসী তলায় জল ঢালিবেন এবং তুলসীর প্রণাম মন্ত্র পাঠ করিবেন। তুলসীর যথা শক্তি উপচারে পূজা করিয়া মা তুলসীর স্তোত্রম মন্ত্র পাঠ করিবেন।

তুলসীর স্তোত্রম মন্ত্র –

জগদ্ধাত্রী নমস্তুভ্যং বিষ্ণোশ্চ প্রিয়বল্লতে। যতো ব্রহ্মাদয়ো দেবাঃ সৃষ্টিস্থিত্যন্ত কারিণঃ। নমস্তুলসি কল্যাণি নমো বিষ্ণুপ্রিয়ে শুভে। নমঃ মোক্ষপ্রদে দেবি নমঃ সম্পৎ প্রদায়িকে।

তুলসী পাতৃ মাং নিতাৎ সর্বাপদ্ভোঽপি সর্বদা। কীৰ্ত্তিতাপিস্মৃত বাপি পবিত্রয়তি মানবম্।। নমামি শিবসা দেবীং তুলসীং বিলসত্তনম্। যাং দৃষ্টা পাপিনোমতা মুচ্যন্তে সর্বাকিলতিবসাত ৷৷।

তুলস্যা রক্ষিতঃ সর্বং জগদেতচ্চরাচরম্। যা বিনিহস্তিপাপানি দুষ্টা বা পাপীভির্নরৈঃ।। নমস্তলস্যানিতরাং যসো বদ্ধাঞ্জলিং কলৌ। কলয়ন্তি সুখং সর্বে স্ত্রিয়ো বৈশ্যাস্তথাপরে।।

Tulsi

তুলস্যাঃ পল্লবং বিষ্ণো  শিরস্যারোপিতং কলেী । কলয়ন্তি সুখং সর্বে স্ত্রিয়ো বৈশ্যাস্তথাপরে। তুলস্যাঃ পল্লবং বিষ্ণোঃ শিরস্যারোপিতং কলো। আরোপয়তি সর্বাণি শ্রেয়াংসি বর মস্তকে।

তুলস্যাং সকলা দেবা বসন্তি সততং যতঃ। অতস্তামর্চয়েলোকে সর্বান দেবান সমচয়েৎ । নামাস্তুলসি সর্বজ্ঞে পুরুষোত্তমবল্লভে। পাহি মাং সর্বপাপেতাঃ সর্বসম্পৎ প্রদায়িকে।

ইতি স্তোত্রং পুরা গীতং পুণ্ডরীকেণ ধীমতা। বিষ্ণুমর্চয়তা নিত্যং শোভনৈস্তুলসী দলৈঃ৷৷ তুলসী শ্ৰীমহালক্ষ্মীর্বিদ্যা বিদ্যা যশস্বিনী। ধৰ্মা ধর্মাননা বৃন্দা দেবদেব নমঃ প্রিয়া।।

লক্ষ্মীপ্রিয়সখী দেবী দৌভূমির চলা চলা। ষোড়শৈতানি নামানি তুলস্যাঃ কীর্তয়েন্নর। লভতে সুতরাং ভক্তিমন্তে বিষ্ণুপদং তথা। তুলসী ভূর্মহালক্ষ্মীঃ পদ্মিনী শ্রীহরিপ্রিয়া।।

তুলসী শ্রীসখী শুভে পাপহারিণি পূণ্যদে। নমস্তে নারদনুতে নারায়ণ মনঃ প্রিয়ে।।” ইতি পুণ্ডরীককৃতং তুলসী স্তোত্রম সম্পূর্ণম্।

আরো পড়ুন – তুলসী প্রণাম মন্ত্র

বিষ্ণুর প্রণাম মন্ত্র ও প্রার্থনা মন্ত্র,

গুরুর প্রনাম

ভারত শাস্ত্রের সমস্ত আপডেট এখন টেলিগ্রামে। এখনি যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্য়ানেলে (Join Telegram)

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

1 thought on “তুলসী স্তোত্রম মন্ত্র”

Average 
 5 Based On 1

Leave a Comment