শিবের প্রণাম মন্ত্ৰ

Shiv Pranam mantra in Bengali

শিবের প্রণাম মন্ত্র | Shiv Pranam mantra in Bengali

শ্রাবণ মাসের প্রতি সোমবার বা শিব চতুর্দশীর দিন প্রতি বাড়িতে  বা শিব মন্দিরে বাবা ভোলানাথের পূজা হয়ে থাকে। যথাশক্তি উপচারে, শিবের ধ্যান মন্ত্র পাঠ করে শিবের মাথায় জল ঢেলে পূজা করে সব শেষে শিবের প্রণাম মন্ত্র পাঠ করিতে হয়।

শিবের প্রণাম মন্ত্ৰ

নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে। নমঃ পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ৷৷নমঃ ত্রিশূলহস্তায় দণ্ডপাশাসি পাণয়ে । নমঃ স্ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ৷৷

ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে। নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর ।

এই মন্ত্রে প্রণাম করে শিবের স্তোত্রম এবং স্তব পাঠ করবেন।

শিবরাত্রী ব্রতকথা

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Radha Krishna: দেখুন শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব রূপ Radha Krishna Leela Happy Holi Shivratri: শিবের এই ফুলগুলি খুব প্রিয় Mahashivratri: চার প্রহরে শিবের মাথায় যা দিয়ে স্নান করাতে হয় Top 5 Shiva powerfull mantra