বিষ্ণুর প্রণাম মন্ত্র ও বিষ্ণুর প্রার্থনা মন্ত্র
আসুন আজকে আমরা জানব ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণের প্রণাম মন্ত্র ও প্রার্থনা মন্ত্র।
ভগবান শ্রী বিষ্ণুর প্রণাম মন্ত্র –
ওঁ নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণ হিতায় চ।
জগদ্ধিতায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।।
ভগবান শ্রী বিষ্ণুর প্রার্থনা মন্ত্র –
ওঁ পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব।
ত্রাহিমাং পুন্ডরিকাক্ষ সর্ব্বপাপ হরি।।
নমঃ কমলনেত্রায় হরয়ে পরমাত্মনে।
অশেষ ক্লেশনাশায় লক্ষ্মীকান্ত নমোহস্তুতে।।
হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে।
যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণো।
নিরাশ্রয় মাং জগদিশ রক্ষ।।
জেনে নিন – সরস্বতীর পুষ্পাঞ্জলির নিয়ম ও মন্ত্র
ভারত শাস্ত্রের সমস্ত আপডেট এখন টেলিগ্রামে। (Join Telegram)
কিছু ইমপর্ট্যান্ট বই। এগুলি আপনি আপনার কাছে রাখতে পারেন-