বিশ্বকর্মার প্রণাম মন্ত্র

বিশ্বকর্মার প্রণাম মন্ত্র

সাধারণতঃ আমাদের দেশে তথা ভারতবর্ষে ভাদ্র মাসের সংক্রান্তির দিনে অর্থাৎ একদম শেষ দিনে দেবশিল্পী শিল্পাচার্য শ্রীশ্রীবিশ্বকর্ম্মা দেবের পূজা সমস্ত কলকারখানায় ও শিল্প প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। কেহ প্রতিমায় পূজা করেন তো আবার কেহ বা মাত্র ঘটে এই পূজার অনুষ্ঠান করেন।

এই পূজা পৌরাণিক। বেদে এই পূজার প্রচলন দেখিতে পাওয়া যায় না। তবে বহু পুরাণে এই পূজার বিষয় লিপিবদ্ধ আছে। পুরাণসম্মত পূজায় অধিবাস একটি বিশেষ অঙ্গ।

বিশ্বকর্মার প্রণাম মন্ত্র —

দেবশিল্পিন্ মহাভাগ দেবানাং কার্যসাধকঃ। বিশ্বকৰ্ম্মণ নমস্তুভ্যং সৰ্ব্বাভীষ্টং প্রদায়ক৷৷

বিশ্বকর্মার ধ্যান মন্ত্র —

ও দংশপাল মহাবীর সূচিত্রকর্মকারকঃ। বিশ্বকৃৎ বিশ্বয়ক বাসনামানদণ্ডধুক্‌।।

আরও পড়ুন: দেবশিল্পী বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি মন্ত্র

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment