বৃন্দাবন মাহাত্ম্য

বৃন্দাবন মাহাত্ম্য | Vrindaban Mahatma

পদ্মপুরাণে পাতালখণ্ডে থেকে গৃহীত –

শ্রীপার্ব্বত্যুবাচ – বৃন্দাবনস্য মাহাত্ম্যং রহস্যং পরমাদ্ভূতম্। তদহং শ্রোতুমিচ্ছামি কথয়স্ব মম প্রভো।।

ঈশ্বর উবাচ – কথিতং তে প্রিয়তমে গুহ্যাদণ্ডহ্যতমোত্তমম্। রহস্যানাং রহস্যং যদ দুর্লভানাঞ্চ দুর্লভম্।। ত্রৈলোক্যগোপিতং দেবি দেবেশ্বরসুরপূজিতম। ব্রহ্মাদিবাঞ্ছিতং স্থান সুরসিদ্ধাদিসেবিতম্।।যোগিন্দ্রাদিমুনীন্দ্রাদি সদা তদ্ধ্যানতৎপরম্। অপ্সরোভিশ্চ গন্ধর্ব্বৈমৃত্য-গীত-নিরস্তরম্।।

শ্রীমদ্ বৃন্দাবনং রম্যং পূর্ণানন্দরসাশ্রয়ম্। ভূমিশ্চিন্তামণিস্তোয়মমৃতং রসপূরিতম্।। বৃক্ষাঃ সুরদ্রমাস্তত্র সুরভিবৃন্দসেবিতাঃ। স্ত্রী লক্ষ্মীঃ পুরুষো বিষ্ণুস্তদংশাংশসমুদ্ভবঃ।। তত্র কৈশোরবয়সং নিত্যমানন্দবিগ্রহম্। গতির্ন্নাট্যং কথা গানং স্মিতবজ্রং নিরস্তরম্।।

শুদ্ধসত্ত্বৈঃ প্রেমপূর্ণৈঃ বৈষ্ণবৈস্তদ্‌দ্বনাশ্রয়ম্। পূর্ণব্রহ্মসুখে মগ্নং স্ফুরত্তমূর্তিতন্ময়ম্।। প্রমত্তকোটিভৃঙ্গাদ্যৈঃ কুজৎকলমনোহরম্। কপোতকসুসংগীতমুন্মত্তানি সহস্রকম্।। নানাবর্ণৈশ্চ কুসুমৈস্তদ্রেণুপরিপূরিতম্। সুস্নিগ্ধসৌরভশ্রান্তমুগ্ধীকৃতজগত্রয়ম্।।

মন্দমারুতসংসিক্তবসন্তঋতু-সেবিতম্। পূর্ণেন্দুনিত্যাভ্যুদয়ং সূর্য্যমন্দাংশুসেবিতম্।। অদুঃখ-সুখ-বিচ্ছেদ-জরামরণবর্জিতম্। অক্রোধগতমাৎসর্য্যমভিন্ন মনহষ্কৃতম্।। যত্র বৃক্ষাদিপুলকৈঃ প্রেমানন্দাশ্রুবর্জিতম্। কিং পুনশ্চেতনাযুক্তৈব্বিফুভক্তৈঃ কিমুচ্যতে।।

গোবিন্দাভিঘ্ররজঃ স্পর্শান্নিত্যং বৃন্দাবনং শুচি। যস্য স্পর্শনমাত্রেণ পৃথ্বী ধন্যা জগত্রয়ে।। গোবিন্দদেহতোহভিন্নং পূর্ণব্রহ্মসুখাশ্রয়ম্। মুক্তিস্তত্র যতঃ স্পর্শাত্তন্মাহাত্ম্যং কিমুচ্যতে।। তস্মাৎ সর্ব্বাত্মনা দেবি হৃদিস্থং কুরু তদরনম্। গোলোকৈশ্বর্য্যং যৎকিঞ্চিৎ গোলোকে তত্ত্ব প্রকীর্তিতম্।।

বৈকুণ্ঠাদি বৈভবং যৎ দ্বারকায়াং প্রকাশয়েৎ। যদ ব্রহ্মপরমৈশ্বর্য্যং নিত্যং বৃন্দাবনাশ্রয়ম্।। তস্মাত্রৈলোক্যমধ্যে তু পৃথ্বী ধন্যেতি বিশ্রুতা। দ্বাদশারণ্যমত্রৈব প্রধানং কথিতং ক্রমাৎ।। ভদ্রশ্রীলৌহভাণ্ডীর-মহাতালখদিরকাঃ। বহুলং কুমুদং কাম্যং মধুবৃন্দাবনন্তথা।।

দ্বাদশৈতা বনে সংখ্যাঃ কালিন্দ্যাঃ সপ্ত পশ্চিমে। পূর্ব্বে পঞ্চবনং প্রোক্তমন্যচ্চোপবনন্ততঃ।। কদম্বখণ্ডীকং নন্দ-বনং নন্দীশ্বরং তথা। নন্দনানন্দখণ্ডঞ্চ পালাশাশোককেতকম্।। সুগন্ধিমাদনং কৈলমমৃতং ভোজনস্থলম্। সুখপ্রসাধনং বৎসহরণং শেষশায়নম্।।

শ্যামপুচ্ছদধিগ্রামং চক্রভানুপুরন্তথা। শঙ্কিতং বিপদঞ্চৈব বালক্রীড়ঞ্চ ধূসরম্।। কেমুদ্রমং খরোবীরমুৎসুকঞ্চাপি নন্দনম্। বৃন্দাবনবিহারেষু কৃষ্ণং কৈশোরবিগ্রহম্।। অন্যারণ্যেযু স্থানেষু বালপৌগণ্ডযৌবনম্।।

ব্রহ্মবৈবর্তে জন্মকাণ্ডে থেকে গৃহীত – তথান্যঞ্চেতিহাসঞ্চ বক্ষ্যামি শৃণু পুণ্যদম্। যেন বৃন্দাবনং নাম পুণ্যক্ষেত্রঞ্চ ভারতে।। রাধা ষোড়শনাম্নাঞ্চ বৃন্দা নাম শ্রুতৌ শ্রুতম্। তস্যাঃ ক্রীড়াবনং রম্যং তেন বৃন্দাবনং স্মৃতম্।। গোলোকে প্রীতয়ে তস্যাঃ কৃষ্ণেন নিৰ্ম্মিতং পুরা। ক্রীড়ার্থং ভুবি তন্নান্না বনং বৃন্দাবনং স্মৃতম্।।

বৃন্দাবন-পদ্ধতি সমাপ্ত।

আমাদের এই পোস্ট টি ভাল লাগলে অন্যদেরকে শেয়ার করতে পারেন। আমরা সম্পূর্ণ ফ্রী তে হিন্দু ধর্মের মন্ত্র স্তোত্রম ব্রতকথা ইত্যাদি হিন্দু ধর্মের পূজা অর্চনা শেখানোর চেষ্টা করছি। আপনি আমাদের কে কিছু অর্থনৈতিক সাহায্য করলে আমরা আপনার কাছে বাধিত থাকিব। এখানে ক্লিক করুন।

আরও পড়ুন – লক্ষ্মী প্রণাম মন্ত্র , লক্ষ্মী ধ্যান মন্ত্রলক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র

Join Bharatsastra Telegram channelJoin Whatsapp bharatsastra

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment

Veer Bal Diwas: A Tribute to Courage and Sacrifice হিন্দু ধর্মে পঞ্চ দেবতা কারা ? HIndu Gods HD Wallpaper Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga