বামন দ্বাদশী ব্রত

বামন দ্বাদশী ব্রত | Vaman dwadashi vrat

পুরাকালে হরিভক্ত প্রহ্লাদের পুত্র বিরোচনের বলি নামক একটি পুত্র ছিল। এই বলি যৌবনকালে পদার্পণ করলে হরির কৃপায় নিজের বাহুবলে খুবই বলীয়ান হয়ে ওঠেন।

তিনি স্বীয় বাহুবলে মর্ত্য এবং পাতাল অধিকার করে ইন্দ্রসহ দেবতাদের যুদ্ধে হারিয়ে দিয়ে স্বর্গের অধিপতি হয়েছিলেন। স্বর্গভ্রষ্ট ইন্দ্রসহ দেবতারা এমতাবস্থায় হরির শরণাপন্ন হলে হরি তাদের বললেন যে, তিনি দেবকূলের পিতা মহতপা কশ্যপের ঔরসে দেবমাতা অদিতির গর্ভে বামন রূপ (Vaman dwadashi vrat) ধারণ করে জন্ম গ্রহণ করে তাঁদের বিপদ থেকে মুক্ত করবেন।

যথাকালে তিনি জন্ম লাভ করলেন। তাঁর তেজস্বী, ব্রাহ্মণ-বালকের বেশধারী, খর্বকায় মূর্তি দেখে ত্রিলোক স্তম্ভিত হল। (Vaman dwadashi vrat)

দেবতারা তাঁকে অনুরোধ করলেন, ‘হে বামনদেব! দৈত্যরাজ বলি এই সময়ে একটি যজ্ঞ আরম্ভ করেছেন এবং তিনি এই যজ্ঞে যে যা চাইছে, তিনি তাকে সেই বস্তুই দান করছেন- আপনি এই সুযোগ গ্রহণ করে আমাদের হৃত স্বর্গরাজ্য আমাদের পুনরায় ফিরিয়ে দিন।

দেবতাদের এই কাতর প্রার্থনায় বামনরূপী শ্রীহরি ‘তথাস্তু’ বলে, বলির যজ্ঞস্থলে উপস্থিত হয়ে বলির কাছে ত্রিপাদভূমি ভিক্ষা করলে, বলি তাঁর ভিক্ষা মঞ্জুর করলেন।

এরপর ভগবান বামনদেব (Vamana) ত্রিবিক্রম মূর্তি ধারণ করে প্রথম চরণে মর্ত্যলোক- দ্বিতীয় চরণে নক্ষত্রাদি স্বর্গলোক এবং নিজের উদরভাগ থেকে তৃতীয় চরণ বের করে বলিসহ সেই চরণ পাতালে স্থাপন করলেন।

এইভাবে দীনের বন্ধু জগদ ত্রাতা বিষ্ণুর সুকৌশলে দেবরাজ ইন্দ্র তাঁর হৃত স্বর্গ রাজ্যের পুনরায় অধিপতি হলেন এবং দেবতারা তাঁদের দুঃখ থেকে পরিত্রাণ পেলেন।

আরও পড়ুন – মাঘ মাসের ব্রতকথা

আমাদের এই পোস্ট টি ভাল লাগলে অন্যদেরকে শেয়ার করতে পারেন। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এছাড়া আপনার মতামত জানতে পারেন।

আমরা সম্পূর্ণ ফ্রী তে হিন্দু ধর্মের মন্ত্র স্তোত্রম ব্রতকথা ইত্যাদি হিন্দু ধর্মের পূজা অর্চনা শেখানোর চেষ্টা করছি। আপনি খুশি হয়ে আমাদের কে কিছু অর্থনৈতিক সাহায্য করলে আমরা আপনার কাছে বাধিত থাকিব। অর্থনৈতিক সাহায্য করতে এখানে ক্লিক করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment

Veer Bal Diwas: A Tribute to Courage and Sacrifice হিন্দু ধর্মে পঞ্চ দেবতা কারা ? HIndu Gods HD Wallpaper Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga