সরস্বতীর প্রণাম মন্ত্র : Saraswati Pranam Mantra
বিদ্যার দেবী হলেন মা সরস্বতী। এই সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র সকলেরই জেনে রাখা উচিত । পড়াশোনা শুরু করার আগে বই এর সামনে হোক বা মা সরস্বতী দেবীর মূর্তির সামনে ভক্তিভরে এই মন্ত্র টি পাঠ করে তবেই শুরু করবেন ।
মা সরস্বতীর প্রনাম মন্ত্র –
ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে।।
তারপর মা সরস্বতীর বন্দনা মন্ত্র পাঠ করবেন –
মা সরস্বতীর বন্দনা মন্ত্র
জয়জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তা হারে । বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে।।
এরপর মা সরস্বতীর প্রার্থনা মন্ত্র এবং বন্দনা মন্ত্র পাঠ করবেন ।
মা সরস্বতীর প্রার্থনা মন্ত্র –
ওঁ যথা ন দেবো ভগবান ব্রহ্মা লোকপিতমহঃ। ত্বং পরিত্যজ্য সংতিষ্ঠেৎ তথাভব বরপ্রদ।। ওঁ বেদা শাস্ত্রাণি সর্ব্বাণি নৃত্যগীতাদিকঞ্চযৎ। না বিহীনা ত্বয়া দেবীর তথা মে সন্তু সিদ্ধয়ঃ।।
ওঁ লক্ষীর্মেধা ধারা তুষ্টি গৌরি পুষ্টিঃ প্রভা ধৃতি। এতাভিঃ পাহি তনুভিরষ্টাভির্মাং সরস্বতী।।
জেনে নিন সরস্বতীর পুষ্পাঞ্জলির নিয়ম ও মন্ত্র
ভারত শাস্ত্রের সমস্ত আপডেট এখন টেলিগ্রামে। (Join Telegram)