মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র

মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র – Lakshmi Pushpanjali Mantra

শরৎ কালীন দুর্গা পূজার পর অর্থাৎ শুক্লা পক্ষের মহা দশমী তিথির পর যে পূর্ণিমা তিথি আসে সেই পূর্ণিমা তিথি তে মা কোজাগরী লক্ষ্মীর পূজা হয়। এবং আমাদের প্রায় বাড়িতেই মা লক্ষ্মীর পূজা হয়,

কেউ মা লক্ষ্মীর প্রতিমা পূজা করেন আবার কেউ বাড়িতে ঘট বসিয়ে পূজা করেন আবার কারও কারও বাড়িতে মা লক্ষ্মীর নিত্য পূজা হয়।

তো প্রত্যেকেই নিজে থেকে মা লক্ষ্মীর চরণে কিভাবে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন সেই সম্বন্ধে আজকে আমরা জানব। ঠিক যেভাবে আমরা মা দুর্গার পুষ্পাঞ্জলি দিয়েছিলাম সেইভাবে লক্ষ্মীর পুষ্পাঞ্জলি দেবো।

পুষ্পাঞ্জলি নিয়ম – ধৌত বস্ত্র বা নুতন বস্ত্র পড়ে, যেখানে মা লক্ষ্মীর পূজা হবে (অর্থাৎ পূজা মণ্ডপে বা ঠাকুর ঘরে) সেখানে ভাল করে লেপন দিয়ে, সুন্দর করে আলপনা দিয়ে দিতে হবে।

Lakshmi_puja_Alpona
উদাহরণ স্বরুপ একটি আলপনা দেওয়া হল। Lakshmi Pushpanjali Mantra

তারপর ফল ফুল পুষ্প লাল চন্দন বেল পাতার মালা ফলের নৈবেদ্য মিষ্টির নৈবেদ্য মুড়ি নাড়ু ইত্যাদি যথাশক্তি উপচারে মা লক্ষ্মীর পূজা করে শেষে মা লক্ষ্মীর চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। তবে মনে রাখবেন কোজাগরী লক্ষ্মী পূজায় ঘণ্টা বাদ্য নিষিদ্ধ।

প্রথমে প্রত্যেকের কপালে চন্দনের টিকা নেবেন। তারপর আচমন করবেন – বাম হাতে এক গুন্ডুস জল নিয়ে ডান হাতের সমস্ত আঙুল গুলো ঐ জলে চেপে ধরবেন এবং ঐ জল মুখে ছিটা দেবেন আর মন্ত্র বলবেন “নমঃ শ্রী বিষ্ণু”।

এই ভাবে তিনবার করবেন একে বলা হয় আচমন। আচমন সম্বন্ধে আরও বিশদ ভাবে জানতে আমাদের নিত্যকর্ম সেকশনে দেখুন। তারপর নিজেকে শুদ্ধ/পবিত্র করার জন্য হাত জোর করে  অপবিত্র পাঠ করবেন,

যথা – অপবিত্রঃ পবিত্রো বা সৰ্ব্বাবস্থাং গতোঽপি বা। যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচিঃ।। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু।।

তারপরে ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে করজোরে নিচের মন্ত্রগুলি পাঠ করবেন।

Lakshmi Pushpanjali Mantra

পুষ্পাঞ্জলি মন্ত্র –

ওম্ নমস্তে সর্ব্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে। যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভুয়াত্তদর্চনাৎ॥ এষ সগন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ।।

প্রনাম করে মা লক্ষ্মীর চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দিবেন, তারপর আবার ফুলচন্দন দূর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে হাতজোড় করে উপরিউক্ত মন্ত্র টি বলে আবার পুষ্পাঞ্জলি দেবেন। এইভাবে তিনবার মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন।

তারপর অবশ্যই করে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ও প্রার্থনা মন্ত্র পাঠ করবেন। এবং সম্ভব হলে মা লক্ষ্মীর স্তোত্রম টি পাঠ করবেন।

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে। এখনি আমাদের টেলিগ্রাম চ্য়ানেলে (Join Teligram).

 

Leave a Comment