শ্রীশ্রী লক্ষ্মীদেবীর অষ্টোত্তর শতনাম

শ্রীশ্রী লক্ষ্মী দেবীর অষ্টোত্তর শতনাম বা মা লক্ষ্মীর ১০৮ নাম – Lakshmi 108 names

অচলা আমার নাম ভক্তের আগারে।১ চঞ্চলা হইয়া ত্যজি অভক্ত নিকরে। ২ গৃহলক্ষ্মী নাম মোর গৃহীর আগারে।৩ দেবলক্ষ্মী নামে থাকি দেবের মাঝারে।৪

অমরাবতী লক্ষ্মী হই ইন্দ্রপুরে।৫ লক্ষ্মীগৌরী নামে শোভি কৈলাস নগরে। ৬ বৈকুণ্ঠে বৈকুণ্ঠলক্ষ্মী তা সন্নিধানে। ৭ গোলোকে গোলক-লক্ষ্মী জানে সৰ্ব্বজনে। ৮

ব্রহ্মালক্ষ্মী ব্রহ্মলোকে বিদিত ভুবনে।৯ সাগরে সাগরলক্ষ্মী সকলেই ভণে। ঋষিলক্ষ্মী ঋষিলোকে শুন নারায়ণ।১১ যতিমধ্যে যদিলক্ষ্মী শুন হে সুদন।১২

নাগলোকে নাগলক্ষ্মী আমাকেই ভাগ। ১৩ পদ্মলক্ষ্মী নামে আমি থাকি পদ্মবনে।১৪ বামাগণ মদ্যে আমি রমা নাম ধরি।১৫ গন্ধর্ব্ব-সমাজে আমি ইন্দিরা শ্রীহরি।১৬

Lakshmi 108 names

ভক্তদেবী নামে থাকি ভক্তের মন্ডলে। ১৭ উগ্ৰচণ্ডী নামে আমি থাকি রণস্থলে।১৮ বিজলী নামেতে থাকি আকাশ মণ্ডলে।১৯ পূর্ণিমাতে জ্যোৎস্নারূপে থাকি সৰ্ব্বস্থলে। ২০

কমলা বলিয়া মোরে সর্ব্বলেকে ভগে। ২১ কমলালক্ষ্মী নামে আমি বিখ্যাত ভূবনে। ২২ বৈষ্ণবী নামেতে খ্যাত বিষ্ণুভক্ত পাশে। ২৩ যোগেশ্বরী নাম মম যোগীর সকাশে। ২৪

পুষ্পবনে নাম মোর পুষ্পবিলাসিনী। ২৫ বারানসী ধামে নাম হয় মুক্তবেণী।২৬ জাহ্নবী নামেতে খ্যাত নদীর মাঝারে। ২৭ কল্পলতা মোর নাম পাদপ ভিতরে। ২৮

ময়ূর বাহনে আমি সাজি যে কৌমারী। ২৯ কুলাচরী জন মধ্যে হই কুলেশ্বরী। ৩০ দুর্গতিহারিণী বলি ডাকে সর্বজন। ৩১ কলাবতী নামে খ্যাত বিদিত ভুবন।৩২

স্বর্ণকান্তি নামে আমি বিদিত ভূবনে।৩৩ কৃশোদেবী নামে মোরে নারীগণ ভাগ।৩৪ নারায়ণী নাম মোর তব সন্নিধানে।৩৫ সুখদা বলিয়া মোরে বহু লোক ভাগ।৩৬

শ্রীমানের গৃহে নাম শ্রীমতী আমার।৩৭ অসুর ইশ্বরী আমি অসুর আগার।৩৮ গতিতে উদ্ধার করি পতিতপাবনী।৩৯ নাগগণ মধ্যে আমি নাগেশ্বর বাণী। ৪০

পুণ্যক্ষেত্রে পুরীধামে হই যে বিমলা।৪১ মর্তেতে আমার নাম রাখয়ে কমলা।৪২ বন্ধু নিবারণ করি বজ্রাঙ্গী বাখানি।৪৩ আশার পূরণ করি আশাবাদী বাণী ।৪৪

Lakshmi 108 names

কৌমারী নামে থাকি কুমারা মাঝারে।৪৫ বালিকা রুপেতে শোভি অম্বর উপরে।৪৬ কুলীনা রুপেতে থাকি কুলীন আগারে।৪৭ কৃষ্ণাদেহা বলি খ্যাত কৃষ্ণের গোচরে।

৪৮ কালচরিত্র নাম মোর কৃতান্ত-সদন।৪৯ শ্মশানকালিন্দী আমি শ্মশান-ভবন। ৫০ সঙ্কটা রুপেতে রক্ষী সঙ্কটের কালে।৫১ চন্দ্রিকা রুপেতে বহি চন্দ্রমার কোলে। ৫২

সুমতি আমার নাম সুজন সকাশ।৫৩ কুমতি আমার নাম পাষন্ড-নিবাস। ৫৪ প্রমত্তা আমার নাম মর্তের নিকট।৫৫ ভীতিহরা নাম ডাকে ঘটীলে সঙ্কট।৫৬

কখন কখন আমি চতুর্ভুজ হই।৫৭ কখন কখন আমি চতুর্ভুজা রই।৫৮ অষ্টাদশ বাহু ধরি অষ্টাদশ ভূজা।৫৯ কাত্যায়নী রুপে পলী অখিলের প্রজা। ৬0

মুক্তি দান করি আমি হই মুক্তিদাত্রী ।৬১ পুষ্টিদান করি আমি হই পুষ্টিদাত্রী ।৬২ ভূষিয়া ভক্তের মন হই ভুমিদাত্রী ।৬৩ কলকণ্ঠী নামে অনি সুস্বরবিধত্রী।৬৪

বীনাপাণি নাম মোর বীণার সদরে ॥৬৫ বংশিনী নামেতে খ্যাত বংশীর নিঃস্বনে।৬৬ শ্রীঅপরাজিতা নাম কুসুমাঝারে ।৬৭ গন্ধর্ব্ব-ঈশ্বরী নাম গন্ধর্ব্ব ভিতরে ॥৬৮

শুভকার্য্যে হই আমি শুভা নামে খ্যাতা। ৬৯ শ্রী আনন্দময়ী নাম ভুবন বিদিতা।৭০ শচী নামে থাকি আমি ব্যাসের সদন।৭১ অদিতি নামেতে রহি কশ্যপ ভবন।৭২

মধুমতী নামে করি সুমিষ্ট ভাষণ।৭৩ সূক্ষ্মরূপে বাস করি আত্মার সদন।৭৪ মূলাধারে থাকি আমি কুন্ডলিনীরূপে।৭৫ সহস্রারে থাকি আমি চিন্ময়ী স্বরূপে।৭৬

Lakshmi 108 names

ধরিয়ে ধরার ভার নাম বসুমতী ।৭৭ অচিন্ত্য আমার নাম সুজন বসতি। শ্রী আনন্দময়ী নাম ভুবন বিদিতা।৭০ শচী নামে থাকি আমি ব্যাসের সদন।৭১

অদিতি নামেতে রহি কশ্যপ ভবন।৭২ মধুমতী নামে করি সুমিষ্ট ভাষণ।৭৩ সূক্ষ্মরূপে বাস করি আত্মার সদন।৭৪ মূলাধারে থাকি আমি কুন্ডলিনীরূপে।৭৫

সহস্রারে থাকি আমি চিন্ময়ী স্বরূপে।৭৬ ধরিয়ে ধরার ভার নাম বসুমতী ।৭৭ অচিন্ত্য আমার নাম সুজন বসতি।৭৮ প্রিয় কার্য করি ব’লে বলে প্রিয়ঙ্করী।৭১

সৰ্ব্বজীবে ক্ষুধা নামে অবস্থান করি।৮০ তৃষ্ণা রুপে জীবদেহে আমার বসতি।৮১ চন্দ্রকলা নাম মোর চন্দ্রের সংহতি।৮২ দৈত্য বধি নাম হল নৈতানিসুদনি॥৮৩

বেদেতে আমার নাম বেদের জননী।৮৪ পিতৃগৃহে কন্যারূপে আমার নিবাস।৮৫ যুবতী রুপেতে সদা থাকি অতি পাশ।৮৬ চন্দ্ৰমুখী রূপে থাকি বিবাহ বাসরে।৮৭

দাহিকা নামেতে রহি অনল-জঠরে ৮৮ জয়ন্তী রুপেতে আমি জয়দান করি।৮৯ সর্ব্বত্র পূজিতা তাই পূজ্যা নাম ধরি।৯০ অন্ধকার মাঝে আমি কুহু নাম ধরি।৯১

দূর্গা নামে বিপন্নেরে সঙ্কট উদ্ধারি। ১২ মাননীয়া নামে পাই, মানীর সম্মান।৯৩ মন্দাকিনী রুপে মোর স্বগে অধিষ্ঠান ৯৪ বামনের কাছে আমি বামদেবী খ্যাতা ॥৯৫

ঔদ্ধত্বের কাছে মোর নাম মদোদ্ধতা।৯৬ মন্দহাস্যা নাম মোর হাস্যের ভিতরে।৯৭ রসময়ী নাম মোর রসিক গোচরে।৯৮ বেদবেত্তা জন পাশে-স্ত্রীবহ্মবাদিনী।৯৯

বিলাস শিবের কাছে হই বিলাসিনী।১০০ শ্মশান ভিতরে মোর নাম শবাসনা। ১০১ যুদ্ধক্ষেত্রে আমি সাজি হয়ে রণাঙ্গণা। ১০২ স্তখন কার্য্যেতে আমি হই যে স্তম্বিনী। ১০৩

Lakshmi 108 names

আকর্ষণে হয় মোর নাম আকর্ষণী। ১০৪ উচ্চাটনে নাম মোর হয় নির্যাতনী।১০৫ মোহন কার্য্যেতে আমি হই যে মোহিনী।১০৬ বশ্যতা কারণে নাম আমার বশিনী। ১০৭ কুটিলা নামেতে আমি কুটিলধারিণী। ১০৮

শ্রীশ্রী লক্ষ্মীদেবীর অষ্টোত্তর শতনাম (Lakshmi 108 names)

আরও পড়ুন – লক্ষ্মী প্রণাম মন্ত্র , লক্ষ্মী ধ্যান মন্ত্র, লক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNewsFacebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App

Leave a Comment