গঙ্গা প্রণাম মন্ত্র : Ganga pranam mantra

গঙ্গা প্রণাম মন্ত্র : Ganga Pranam mantra

আমরা সকলেই জানি চারটি যুগের কথা। সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলি যুগ।

মহাভারতে বলা হয়েছে, সত্য যুগে সব সকল স্থানই তীর্থ স্থান। আর ত্রেতা যুগে পুষ্কর এর শ্রেষ্ঠত্ব, দ্বাপর যুগে শ্রেষ্ঠ তীর্থ হল কুরুক্ষেত্র এবং আজকের এই কলি যুগের শ্রেষ্ঠ তীর্থ হল গঙ্গা। গঙ্গাই এই কলি যুগের পরমতীর্থ।

প্রমাণ –

সর্বং কৃতযুগে পুণ্যং, ত্রেতায় পুষ্করং স্মৃতম
দ্বাপরে তু কুরুক্ষেত্র গঙ্গা কলিযুগে স্মৃতা।

স্নান করে উঠে সেই গঙ্গাকে প্রতিদিন প্রণাম করা আমাদের কর্ত্যব্য।

গঙ্গা প্রণাম মন্ত্র –

ওঁ সদ্যপাতক-সংহন্ত্রী সদ্যদু্ঃখ বিনাশিনী।
সুখদে মোক্ষদে গঙ্গে গঙ্গৈব পরমাং গতিং।।

জেনে নিন – সূর্য্যের প্রণাম মন্ত্র

ভারত শাস্ত্রের সমস্ত আপডেট এখন টেলিগ্রামে। (Join Telegram)

কিছু ইমপর্ট্যান্ট বই। এগুলি আপনি আপনার কাছে রাখতে পারেন-

                  

Leave a Comment