একাদশী ব্রতের মাহাত্ম্য

একাদশী ব্রতের মাহাত্ম্য | Ekadashi Mahatmya Bengali

শ্রীএকাদশী ব্রত সকল ব্রতের সেরা। ব্রতিগণ শ্রীহরির প্রিয়তম হন। অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় প্রভৃতি যজ্ঞ একাদশী ব্রতের ষোড়াংশের এক ভাগও নয়। ব্রতদিবসে শ্রীমদ্ভাগবত, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ভাগবতগীতা, চৈতন্যচরিতামৃত, চৈতন্যভাগবত প্রভৃতি ভক্তিশাস্ত্র পাঠ বা শ্রবণ করলে পৃথিবীদানের সমান ফল- ভাগী হয়।

একদশী ব্রত পালন করলে যে কেবল মাত্র নিজের জীবনের সঙ্গতি লাভ হবে, তা নয়, একাদশী ব্রত পালনকারী ব্যক্তির প্রয়াত পিতামাতা যদি নিজ কর্ম দোষে নরকবাসী হন, তবে সেই পুত্র একাদশী ব্রত পালনের দ্বারা পিতামাতা বা পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করতে পারে।

একাদশীতে অন্ন ভোজন করলে নিজে যেমন নরকবাসী হবে, পিতৃপুরুষগণকেও নরকে নিয়ে যাবে। একাদশী দিনে অন্যকে ব্রত না করবার উপদেশ দিলেও নরকবাসী হবে। কাজেই একাদশী ব্রত অবশ্যই পালন করবে।

আমাদের এই পোস্ট টি ভাল লাগলে অন্যদেরকে শেয়ার করতে পারেন। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এছাড়া আপনার মতামত জানতে পারেন।

আরও পড়ুন – একাদশীব্রত মাহাত্ম্য – ভদ্রশীলের কাহিনী

আমরা সম্পূর্ণ ফ্রী তে হিন্দু ধর্মের মন্ত্র স্তোত্রম ব্রতকথা ইত্যাদি হিন্দু ধর্মের পূজা অর্চনা শেখানোর চেষ্টা করছি। আপনি খুশি হয়ে আমাদের কে কিছু অর্থনৈতিক সাহায্য করলে আমরা আপনার কাছে বাধিত থাকিব। অর্থনৈতিক সাহায্য করতে এখানে ক্লিক করুন।

Read this article in English

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “একাদশী ব্রতের মাহাত্ম্য”

  1. খুবই ভালো লাগলো। আপনারা বর্তমান যুগে খুবই ভালো কাজ করছেন।

    Reply
Average 
 5 Based On 1

Leave a Comment

Veer Bal Diwas: A Tribute to Courage and Sacrifice হিন্দু ধর্মে পঞ্চ দেবতা কারা ? HIndu Gods HD Wallpaper Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga