শ্রীশ্রী হনুমান চালিশা | Shri Hanuman Chalisa

Shri Hanuman Chalisa | শ্রীশ্রী হনুমান চালিশা (হিন্দী)

দোহা – শ্রীগুরুচরণ সরোজ রজ নিজ মনু মুকুরু সুধারি। বরণ রঘুবর বিমল জসু, জো দায়কু ফল চারি। বুদ্ধিহীন তনু জানিকে, সুমিরৌ পবন-কুমার। বলবুধি বিদ্যা দেহু মোহি, হরহুঁ কলেশ বিকার।।

চৌপাঈ – জয় হনুমান জ্ঞান গুণ সাগর। জয় কপীস তিহুঁ লোক উজাগর।। ১।। রাম দূত অতুলিত বল ধামা। অঞ্জনি পুত্র পবনসূত নামা।। ২।। মহাবীর বিক্রম বজরঙ্গী। কুমতি নিবার সুমতি কে সঙ্গী।। ৩।।’

কঞ্চন বরণ বিরাজ সুবেশা। কানন কুণ্ডল কুঞ্চিত কেশা।। ৪।। হাত বজ্র ঔর ধ্বজা বিরাজৈ। কাঁধে যুঁজ জনেউ সাজৈ।। ৫।। (Shri Hanuman Chalisa)

শঙ্কর সুবন কেশরী নন্দন। তেজ প্রতাপ মহা জগবন্দন।। ৬।। বিদ্যাবান গুণী অতি চাতুর। রাম কাজ করিবে কো আতুর।। ৭।। প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া। রাম লখন সীতা মন বসিয়া।। ৮।।

সূক্ষ্ম রূপ ধরি সিয়হি দিখাবা। বিকট রূপ ধরি লঙ্কা জরাবা।। ৯।। ভীম রূপ ধরি অসুর সংহারে। রামচন্দ্র কে কাজ সঁবারে।। ১০।। লায় সজীবন লখন জিয়ায়ে। শ্রী রঘুবীর হরষি উর লায়ে।। ১১।।

রঘুপতি কীন্‌হী বহুত বড়াঈ। তুম মম প্রিয় ভরতহি সম ভাই।। ১২।। সহস বদন তুম্হারো য়স গাবে। অস কহি শ্রীপতি কন্ঠ লগাবৈ।। ১৩।।

সনকাদিক ব্রহ্মাদি মুনিসা। নারদ সারদ সহিত অহীসা।। ১৪।। য়ম কুবের দিগপাল জহাঁ তে। কবি কোবিদ কহি সকে কহাঁ তে।। ১৫।। তুম উপকার সুগ্রীবহি কীন্‌হা। রাম মিলায় রাজ পদ দীনহা।। ১৬।।

তুম্‌হরো মন্ত্র বিভীষণ মানা। লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা।। ১৭।। জুগ সহস্র য়োজন পর ভানু।লীল্যো তাহি মধুর ফল জানু।। ১৮।। প্রভু মুদ্রিকা মেলী মুখ মাহী। জলধি লাঁঘি গয়ে অচরজ নাহী।। ১৯।।

দুর্গম কাজ জগত কে জেতে। সুগম অনুগ্রহ তুম্হরে তেতে।। ২০।। রাম দুবারে তুম রখবারে। হোত ন আজ্ঞা বিনু পৈসারে।। ২১।। সব সুখ লহৈ তুম্হারী সরনা।

তুম রক্ষক কাহু কো ডরনা।। ২২।। আপন তেজ সমহারো আপৈ। তীনোঁ লোক হাঁক তে কাঁপে।। ২৩।। ভূত পিশাচ নিকট নহি আবৈ। মহাবীর জব নাম সুনাবৈ।। ২৪।।

নাসৈ রোগ হরে সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা।। ২৫।। সঙ্কট তে হনুমান ছুড়াবৈ। মন ক্রম বচন ধ্যান জো লাবৈ।। ২৬।। (Shri Hanuman Chalisa)

সব পর রাম তপস্বী রাজা। তিন কে কাজ সকল তুম সাজা।। ২৭।। ঔর মনোরথ জো কোই লাবৈ। সোই অমিত জীবন ফল পাবৈ।। ২৮।।

চারোঁ যুগ পরতাপ তুমহারা। হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা।। ২৯।। সাধু সন্ত কে তুম রখবারে। অসুর নিকন্দন রাম দুলারে।। ৩০।।

অষ্ট সিদ্ধি নৌ নিধি কে দাতা। অস বর দীন জানকী মাতা।। ৩১।। রাম রসায়ন তুমহরে পাসা। সদা রহো রঘুপতি কে দাসা।। ৩২।।

তুম্ হরে ভজন রাম কো ভাবৈ। জনম-জনম কে দুখ বিসরাবৈ।। ৩৩।। অন্তকাল রঘুবর পুর জাঈ। জহা জন্ম হরি-ভক্ত কহাঈ।। ৩৪।।

ঔর দেবতা চিত্ত ন ধরঈ। হনুমত সেঈ সর্ব সুখ করঈ।। ৩৫।। সঙ্কট কটে মিটে সব পীরা। জো সুমিরৈ হনুমত বলবীরা।। ৩৬।। (Shri Hanuman Chalisa)

জৈ জৈ জৈ হনুমান গোসাঈ। কৃপা করহু গুরুদেব কী নাঈ।। ৩৭।। জো শত বার পাঠ কর কোঈ। ছুটহি বন্দি মহা সুখ হোঈ।। ৩৮।।

জো য়হ পড়ে হনুমান চালীসা। হোয় সিদ্ধ সাখী গৌরীসা।। ৩৯।। তুলসীদাস সদা হরি চেরা।। কীজৈ নাথ হৃদয় মহঁ ডেরা।। ৪০।।

দোহা – পবন তনয় সঙ্কট হরণ, মঙ্গল মুরতি রূপ। রাম লখন সীতা সহিত, হৃদয় বসহু সুর ভুপ॥ (Shri Hanuman Chalisa)

এখন পূজার ফর্দ আপলোড করুন আর আপনার পূজার সামগ্রী পেয়ে জন আপনার ঘরে সেই দিনেই। ভিজিট করুন ভারতশাস্ত্র স্টোর – store.bharatsastra.com

হনুমান চলিশা শুনুন আমাদের ইউটিউব চ্যানেল এ – Subscribe করুন আমাদের ইউটিউব চ্যানেল Bharatsastra

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment

  • Rating

Veer Bal Diwas: A Tribute to Courage and Sacrifice হিন্দু ধর্মে পঞ্চ দেবতা কারা ? HIndu Gods HD Wallpaper Saraswati Puja top 5 Mantra Durga puja 2023 full panchang Top 5 Chants of Maa Durga