শ্রী দুর্গাস্তোত্রম্ | Durga Stotram Bengali
মা দুর্গার এই স্তোত্রম টি ষষ্ঠী হোক অথবা অষ্টমীতে পুষ্পাঞ্জলির পর পাঠ করা অবশ্যই কর্তব্য। আর তাছাড়া দুর্গা পূজায় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রতিদিন এই স্তোত্রম টি পূজার শেষে পাঠ করতে হয়।
যারা মা দুর্গাকে প্রতিদিন পূজা করেন তারাও এই মা দুর্গার স্তোত্রম পাঠ করবেন। এই স্তোত্রম টি পাঠ করলে সমস্ত পাপ দূর হয়ে যায় এবং মা দুর্গার প্রীতি লাভ করে।
শ্রী শ্রী দুর্গাস্তোত্রম্— ওঁ ঐং দুর্গাং শিবাং শান্তিকরীং ব্রহ্মাণীং ব্রহ্মণঃ প্রিয়াম্। সৰ্ব্বলোকপ্রণেত্রীঞ্চ প্রণমামি সদাশিবাং ॥ মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাম্। বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহম্ ॥
সৰ্ব্বদেবময়ীং দেবীং সৰ্ব্বলোকভয়াপহাম্। ব্রহ্মেশ বিষ্ণুনমিতাং প্রণমামি সদা উমাম্ ॥ বিন্ধ্যস্থাং বিন্ধ্যনিলয়াং দিব্যস্থাননিবাসিনীম্। যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমাম্যহম্ ॥
ঈশানমাতরং দেবীমীশ্বরীমীশ্বরপ্রিয়াম্। প্রণতোহস্মি সদা দুর্গাং সংসারার্ণবতারিণীম্ ॥ য ইদং পঠতি স্তোত্রং শৃণুয়াদ বাপি যো নরঃ। স মুক্তঃ সৰ্ব্বপাপেভ্যো মোদতে দুর্গয়া সহ ॥
Maa durga Stotram in bengali
ওঁ আয়ুৰ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে। পুত্রান্ দেহি ধনং দেহি সৰ্ব্বান্ কামাংশ্চ দেহি মে। প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে। কুলদ্যোতকরে চোগ্রে জয়ং দেহি নমোহস্তুতে ॥
‘রুদ্রচণ্ডে প্রচণ্ডাসি প্রচণ্ডবলশালিনী। রক্ষ মাং সর্ব্বতো দেবী বিশ্বেশ্বরি নমোহস্তুতে ॥ দুর্গোত্তারিণী দুর্গে ত্বং সর্ব্বাশুভ নিবারিণী। ধর্মার্থমোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব ৷।
দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্করপ্রিয়ে। মহিষাসৃঙ্ মদোন্মত্তে প্রণতোহস্মি প্রসীদ মে ॥ হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখং। হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে ।।
Durga puja mantra in bengali
কালি কালি মহাকালি কালিকে পাপহারিণী। ধর্মকামপ্রদে দেবি নারায়ণি নমোহস্তুতে ॥ সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে। ধর্মকামার্থ সম্পত্তিং দেহি দেবি নমোহস্তুতে ॥
মহিষঘ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী। আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবি নমোহস্তুতে ॥ আয়ুর্দদাতু মে কালি পুত্রান্ দেহি সদাশিবে। ধনং দেহি মহামায়ে নারসিংহী যশো মম ॥
শিরো মে চণ্ডিকা পাতু কণ্ঠং পাতু মহেশ্বরী। হৃদয়ং পাতু চামুণ্ডা সৰ্ব্বতঃ পাতু কালিকা ॥ আন্ধাং কুষ্ঠঞ্চ দারিদ্র্যং রোগ শোকঞ্চ দারুণং। বন্ধুস্বজন-বৈরাগ্যং দুর্গে ত্বং হর দুর্গতিং ॥
রাজ্যং তস্য প্রতিষ্ঠা চ লক্ষ্মীস্তস্য সদা স্থিরা। প্রভুত্বং তস্য সামর্থ্যং যস্য ত্বং মস্তকোপরি ॥ ধন্যোঽহং কৃতকৃত্যোঽহং সফলং জীবিতং মম। আগতাসি যতো দুর্গে মাহেশ্বরী মামলয়ং ॥
অর্ঘ্যং পুষ্পঞ্চ নৈবেদ্যং মাল্যং মলয়বাসিনী। গৃহাণ বরদে দেবি কল্যাণং কুরু মে সদা ৷৷ ও কৃতা পূজা ময়া ভক্ত্যা নবদুর্গে সুরার্চিতে। ভুক্তা ভোগান্ বরং দত্ত্বা কুরু ক্রীড়াং যথাসুখং ৷৷
ওঁ মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং মহেশ্বরি। যদর্চিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে ॥ গ্রহীতুং শারদীং পূজাং মর্ত্যমণ্ডল সংস্থিতাং । চণ্ডিকে ত্বাং নমাম্যদ্য স্বয়মর্থ্যাদি গৃহ্যতাং ॥
কায়েন মনসা বাচা তত্ত্বো নান্যা গতিমর্ম । অন্তশ্চারেণ ভূতানাং দ্রষ্টী ত্বং পরমেশ্বরি ॥ ওঁ সৰ্ব্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তুতে ॥—
।। ইতি শ্রী শ্রী দুর্গা স্তোত্রম সমাপ্তম।।
আরও পড়তে থাকুন – শ্রী শ্রী দুর্গাষ্টকস্তোত্রম
ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে। এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। (Join Telegram)
Inner strongest positive force( that can remove the dreadful fear of death) and the absolute powerful creator is our loving Mother Durga, Mother is in every part of this universe and versatile in Killing demons, teaching Academics, assembling treasure and blessing all beloved sons and daughters with colourful lotus.
My submission to almighty Mother Durga to nurture all of us with good health, devotion, knowledge,wealth,honesty and prosperity.