সূর্য্যের প্রণাম মন্ত্র : Surya Pranam
ভগবান শ্রী সূর্য নারায়ণের অশেষ কৃপার পাত্র এই মানবজাতি।
ঘুম থেকে উঠে, স্নান করার পরে অথবা সূর্য নমস্কারের (যোগ বা ধ্যান এর সময়) সময় ভগবান শ্রী সূর্য নারায়ণ কে প্রণাম করতে হয়। যেকোনো পূজা বা শ্রাদ্ধকালে ভগবান শ্রী সূর্য নারায়ণ কে অর্ঘ্য প্রদান করে প্রণাম মন্ত্র পাঠ করতে হয়।
সূর্য্যের প্রণাম মন্ত্র –
ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্।
ধান্তারিং সর্ব্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।।
জেনে নিন –
বিষ্ণুর প্রণাম মন্ত্র ও প্রার্থনা মন্ত্র,
ভারত শাস্ত্রের সমস্ত আপডেট এখন টেলিগ্রামে। (Join Telegram)
কিছু ইমপর্ট্যান্ট বই। এগুলি আপনি আপনার কাছে রাখতে পারেন-