রামনবমী ব্রত Ram Navami Brat

রামনবমী ব্রত : Ram Navami Brat

চৈত্র মাসের শুক্লা নবমীর দিন এই ব্রত পালন করতে হয়। ব্রতের বিধান রামনবমীর দিনে উপোস করে থেকে পিতৃপুরুষের তর্পণ করা ও ব্রতকথা শুনে জল খাওয়ার নিয়ম।

রামনবমী ব্রতকথা—রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এল অথচ তাঁর কোন সন্তান হল না। বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন।

শেষে তাঁর কুল পুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন, তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব-দুর্গার মন্ত্র জপ করতে। এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সঙ্গে ওই মন্ত্র জপ করতে লাগলেন।

রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, “আমি তোমার রূপ ও নিষ্ঠায় খুবই সন্তুষ্ট হয়েছি—তোমার মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে–তুমি অবিলম্বে পুত্রেষ্টি যজ্ঞ করার ব্যবস্থা করো।

তার পরেই রাজা দশরথ, পুরোহিতের সঙ্গে পরামর্শ করে পুরেষ্টি যজ্ঞ করার আয়োজন করলেন। অনেক কষ্টে ঋয্যশৃঙ্গ মুনিকে আনিয়ে যজ্ঞ সমাধা করলেন। যজ্ঞ সম্পন্ন হবার পর সেই যজ্ঞের চরু কৌশল্যা প্রভৃতি তিন রাণীকে খেতে দেওয়া হল।

চরু খাওয়ার অল্পদিন পরেই রাণী কৌশল্যা ও দুই রাণী গর্ভবতী হলেন। তারপর দশ মাস দশ —দিন যেদিন পূর্ণ হল, সেদিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি।

পুনর্বসু নক্ষত্রের উদয় হওয়ার পর শুভলগ্নে স্বয়ং শ্রীভগবান কৌশল্যা দেবীর গর্ভ থেকে রামচন্দ্র রূপে ভূমিষ্ঠ হলেন। অতি পুণ্যের দিন, সেদিন এই উপলক্ষ্যে রাজ্যজুড়ে উৎসব লেগে গেল।

অতি পুণা দিন বলেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনকে রামনবমী বলা হয়।

পড়তে থাকুন – রামচন্দ্রের ধ্যান

ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে পেয়ে যাবেন (Join Telegram)

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment