ব্রহ্মার ধ্যান ও প্রণাম মন্ত্র
ধ্যান মন্ত্র –
ওঁ ব্রহ্মাণমমর শ্রেষ্ঠং নানালঙ্কারভূষিতম্। অক্ষকমণ্ডলুধরং কীর্তিদং সৃষ্টিকারকম্। পদ্মযোনিং সুরশ্রেষ্ঠং ব্রহ্মাণঞ্চ ভজাম্যহম্।।
ধ্যান ও মানসোপচারে পূজান্তে পুনরায় ধ্যান এবং ওঁ ভূর্ভুবঃস্বঃ ব্রহ্মন্ ইহাগচ্ছ ইত্যাদি মন্ত্রে আবাহন করে ষোড়োশোপচারে আথবা যথাশক্তি উপচারে পূজা অন্তে পুষ্পাঞ্জলি দান করে তারপর নিম্নোক্ত প্রণাম মন্ত্র পাঠ করবেন।
প্রণাম মন্ত্র –
ওঁ বেদাধারায় বেদ্যায় জ্ঞানগম্যায় সূরয়ে।
কমণ্ডল্বক্ষমালাস্রুক্স্রুবহস্তায় তে নমঃ।।
আরো পড়ুন – গুরু স্তোত্রম
ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে Bharatsastra App