প্রণাম বিধি
প্রণাম তিন প্রকার। যথা- (১) অষ্টাঙ্গ, (২) পঞ্চাঙ্গ ও (৩) এ্যঙ্গ।
অষ্টাঙ্গ প্রণাম যথা – চক্ষু যুগল দ্বারা মূর্তিদর্শন, ও মন দ্বারা মূর্তির চিন্তা এবং পদযুগল জানুযুগল, হস্তযুগল, বক্ষ এবং মস্তক এই পাঁচটি অঙ্গ দ্বারা ভূমিস্পর্শ ও বাক্য দ্বারা প্রণাম- মন্ত্র পাঠ, করে দণ্ডবৎ হইয়া প্রণাম।
পঞ্চাঙ্গ প্রণাম যথা-চক্ষুযুগল দ্বারা মূর্তিদর্শন এবং বাক্য দ্বারা প্রণাম-মন্ত্র পাঠ করতঃ জানুদ্বয় ও মস্তক দ্বারা ভূমিস্পর্শ পূর্ব্বক প্রণাম।
ত্রাঙ্গ প্রণাম যথা-মস্তকে অঞ্জলি বন্ধ করিয়া প্রণাম-মন্ত্র পাঠ করতঃ প্রণাম। এই তিন প্রকার প্রণামের মধ্যে অষ্টাঙ্গ প্রণাম উত্তম, পঞ্চাঙ্গ প্রণাম মধ্যম এবং ত্র্যঙ্গ প্রণাম অধম। নিজের বামে বিষ্ণুকে, মহাদেবকে এবং কালীকে দক্ষিণে রাখিয়া এবং অন্যান্য দেবতাকে বামভাগে রাখিয়া অথবা সকল দেবদেবীকেই সম্মুখে রাখিয়া প্রণাম করিবেন।
আমাদের এই পোস্ট টি ভাল লাগলে অন্যদেরকে শেয়ার করতে পারেন। আমরা সম্পূর্ণ ফ্রী তে হিন্দু ধর্মের মন্ত্র স্তোত্রম ব্রতকথা ইত্যাদি হিন্দু ধর্মের পূজা অর্চনা শেখানোর চেষ্টা করছি। আপনি আমাদের কে কিছু অর্থনৈতিক সাহায্য করলে আমরা আপনার কাছে বাধিত থাকিব। এখানে ক্লিক করুন।
আরও পড়ুন – কুলুই মঙ্গলচণ্ডী ব্রতকথা