পিপীতকী দ্বাদশী ব্রত

পিপীতকী দ্বাদশী ব্রত | Pipitoki Dwadashi Vrat

পূর্বকালে পিতকী নামে এক ব্রাহ্মণ ছিল। তাঁর মৃত্যু-সময় এলে, তাঁকে যমদূতেরা এসে যমালয়ে নিয়ে গেল। সেখানে ব্রাহ্মণ ঘোর নরকে পতিত পাপীদের দেখে বিষণ্নমনা হলেন। যমদূতেরা ব্রাহ্মণকে নানা স্থানে ঘুরিয়ে ফিরিয়ে যমরাজের কাছে তাকে নিয়ে এল। এ সময় ব্রাহ্মণ পিপাসার্ত হয়ে যমরাজের কাছে জল চাইলে যমরাজ তাঁকে পুনরায় মর্ত্যলোকে গিয়ে বৈষ্ণব ব্রত করার উপদেশ দিলেন।

ব্রাহ্মণ যমরাজের আদেশে মর্ত্যালোকে ফিরে এসে বৈশাখী শুক্লা দ্বাদশী তিথিতে এই ব্রত করে বিষ্ণুলোকে গমন করলেন। উক্ত ব্রাহ্মণের নামে এই ব্রতের নাম হয় পিপীতকী ব্রত।ব্রতের বিধান—উক্ত তিথিতে বিষ্ণুকে সুশীতল জলদান করে গন্ধ-পুষ্প-ৰূপ-দীপ-নৈবেদ্য-তাম্বুল (পান) ও বস্ত্রাদি দিয়ে পুজো করে, বিষ্ণুমন্ত্র জপাতে বিষ্ণুকে দণ্ডবৎ প্রণাম করে ব্রাহ্মণদের জলপূর্ণ কলস দান করবে।

প্রথম বছরে শুক্লবস্ত্রাবৃত, গ্রীবাতে গন্ধমাল্যাদি দিয়ে সাজিয়ে সুশীতল জলপূর্ণ চারটি কলস লবণের সাথে দান করবে। দ্বিতীয় বছরে দই ও চিনির সঙ্গে আটটি কলস, তৃতীয় বছরে তিনটি নাড়ুর সঙ্গে বারোটি কলস, চতুর্থ বছরে ক্ষীরের নাড়ুর সঙ্গে ষোলটি কলস দান। করবে। বিবিধ নৈবেদ্য দিয়ে নারায়ণের (বিষ্ণুর) পুজো করে ব্রাহ্মণদের ভোজ্য ও দক্ষিণা দিতে হয়।

আমাদের এই পোস্ট টি ভাল লাগলে অন্যদেরকে শেয়ার করতে পারেন। আমরা সম্পূর্ণ ফ্রী তে হিন্দু ধর্মের মন্ত্র স্তোত্রম ব্রতকথা ইত্যাদি হিন্দু ধর্মের পূজা অর্চনা শেখানোর চেষ্টা করছি। আপনি আমাদের কে কিছু অর্থনৈতিক সাহায্য করলে আমরা আপনার কাছে বাধিত থাকিব। এখানে ক্লিক করুন।

আরও পড়ুন – লক্ষ্মী প্রণাম মন্ত্র , লক্ষ্মী ধ্যান মন্ত্রলক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র

Join Bharatsastra Telegram channelJoin Whatsapp bharatsastra

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment