শ্রীমদ্ভগৎ গীতার ধ্যান
আমরা জানি মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রী কৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ভগবত গীতা রুপী অমৃতা কথা বলেছিলেন। আমরা কমবেশি সকলেই গীতা পাঠ করে থাকি। গীতা পাঠের পর গীতার মাহাত্ম্য কথা ও পরি। কিন্তু গীতার ধ্যান টা অনেকে পড়েন না।
গীতা পাঠের (Gita) সময় পাঠের পূর্বে শ্রীমদ্ভগত গীতার য়ে ধ্যান টা আছে সেটি পড়া অবশ্যই কর্ত্যব্য। গীতা পাঠের পূর্বে গীতার ধ্যান মন্ত্রটি পাঠ করে পঞ্চ উপচারে পূজা করতে হয়। এবং তারপরে গীতা পাঠ আরম্ভ করতে হয়।
গীতার ধ্যান (Gita Dhyan)
পার্থে যিনি প্রবোধিতে নিজে নারায়ণ । কুরুক্ষেত্রে গীতাশাস্ত্র করিলা কীর্তন ॥ ৷ ব্যাসের রচিত মহাভারতের ভাব । অষ্টাদশাধ্যায়ে গীতা করিলা প্রকাশ ॥ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ । অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ ॥
Srimad bhagvad gita in bengali
ভবভয়হরা গীতা দেবী ভগবতী । প্রণমি চরণে তব আমি যে সম্প্ৰতি ৷ আশ্রিতের দীনবন্ধু হে চালক হরি । গীতা-জ্ঞান-দাতা তুমি তোমা নমস্করি ৷ অন্তিম সময়ে যেবা করে গীতা দান । সর্বপাপ নাশ করে বৈকুণ্ঠে প্ৰয়াণ ॥
আরও পড়ুন – শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম
ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন GNews, Facebook এবং Telegram – পেয়ে যাবেন। Google Play Store এও আমাদের উপলব্ধ রয়েছে।