পৃথিবীর প্রণাম ও প্রার্থনা মন্ত্র –
পৃথিবীর পূজা বা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পৃথিবীর প্রণাম ও প্রার্থনা মন্ত্র পাঠ করা সকল মানুষের কর্তব্য।
পৃথিবীর পূজার শেষে বা ঘুম থেকে উঠে প্রথম কৃতাঞ্জলি (হাত জোর করে) হয়ে প্রার্থনা মন্ত্র পাঠ করবেন এবং তারপর প্রণাম মন্ত্র পাঠ করবেন।
Prithibi pronam mantra bengali / Prithibi prarthona mantra bengali
পৃথিবীর প্রার্থনা মন্ত্র –
ওঁ শুভেচ শোভনে দেবি চতুরস্রে মহীতলে। শুভদে সুখদে দেবি গৃহে কাশ্যপি রম্যতাম্।। ওঁ অব্যঙ্গে চাক্ষতে পুণ্যে মুনেশ্চাঙ্গিরসঃ সুতে। তব ময়া কৃতা পূজা সমৃদ্ধিং গৃহিণঃ কুরু।। ওঁ বসুন্ধরে বরারোহে স্থানং মে দীয়তাং শুভে। ত্বৎ প্রসাদাম্মহাদেবি কার্যং মে সিদ্ধতাৎ দ্রুতম্।।
পৃথিবীর প্রার্থনা মন্ত্র পাঠ শেষে প্রণাম মন্ত্র পাঠ করবেন। যথা –
পৃথিবীর প্রণাম মন্ত্র –
ও সর্বাধারে সর্ববীজে সর্বশক্তি সমন্বিতে। সর্বকামপ্রদে দেখি বসুধায়ৈ নমোহস্তুতে।।
এরপর সম্ভব হলে পৃথিবীর স্তোত্রম পাঠ করবেন। পৃথিবীর সঠিক পদ্ধতি জানতে ভারতশাস্ত্র এর পূজা প্রকরণ দেখুন।
ভারতশাস্ত্র এর সমস্ত আপডেট এখন টেলিগ্রামে। এখনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।